
চালের বাজারের মূল্য স্থিতিশীল রাখতে এবং স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তা দিতে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে ৪১৯টি উপজেলায় অতিরিক্ত ওএমএস কর্মসূচির আওতায় দৈনিক ১ মেট্রিক টন করে চাল বিক্রি করা হচ্ছে। এতে চালের কেজির মূল্য ধরা হয়েছে ৩০ টাকা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগের ওএমএস (সাধারণ) কর্মসূচি যথারীতি চলমান রয়েছে। নতুন অতিরিক্ত ওএমএস কর্মসূচি সাধারণ ওএমএস কর্মসূচির পাশাপাশি চলবে।
ওএমএস (সাধারণ) কর্মসূচির মাধ্যমে বর্তমানে সারাদেশের ১২টি সিটি করপোরেশন, ৫২টি জেলা সদর পৌরসভা, ১৫টি শ্রমঘন উপজেলা এবং ৫টি শ্রমঘন পৌরসভাসহ মোট ১ হাজার ৮১টি কেন্দ্রে দৈনিক ১ হাজার ৪১৭.৫ মেট্রিক টন আটা (প্রতি কেজি খোলা আটা ২৪ টাকা, ২ কেজি প্যাকেট আটা ৫৫ টাকা) এবং ১ হাজার ১৭৫ মেট্রিক টন চাল (প্রতি কেজি ৩০ টাকা) ভর্তুকি মূল্যে বিক্রি করা হচ্ছে।
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে পর্যাপ্ত খাদ্য মজুত থাকা সত্ত্বেও কোথাও কোথাও সরু চালের বাজারদর সাময়িকভাবে বেড়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, যা কাম্য নয়। এসব এলাকায় নিয়মিত বাজার মনিটরিং চালিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। তবে মাঝারি ও মোটা চালের বাজারদর এখনো স্থিতিশীল রয়েছে।
আমার বার্তা/জেএইচ

