ছাত্রদল সমর্থিত ডাকসুর ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম আবিদ ভোটকেন্দ্রে প্রবেশ করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেননি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
তিনি বলেন, ছাত্রদল সমর্থিত ডাকসুর ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম আবিদ ভোটকেন্দ্রে প্রবেশ করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে বলা হলেও বিষয়টি সত্য নয়।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘আচরণবিধির ১২ (ক) ধারায় যেমন বলা হয়েছে, ভোটাররা তার পরিচয়পত্র দেখিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন একইভাবে ১২ (খ) ধারায় প্রার্থীরাও ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন তা বলা আছে। এখানে ছাত্রদল সমর্থিত প্যানেলে ভিপি প্রার্থী কোন ভুল করেননি। বিধি মেনেই কেন্দ্রে প্রবেশ করেছেন।’
এর আগে, মঙ্গলবার সকাল ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদগুলোর ভোটগ্রহণ শুরু হয়েছে।
এবারের ডাকসু ভোটে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত ১০টি প্যানেল অংশ নিচ্ছে। শীর্ষ তিন পদে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, গণতান্ত্রিক ছাত্রসংসদ-সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ, উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য এবং বামপন্থী সাত ছাত্রসংগঠনের সমর্থিত প্রতিরোধ পর্ষদ প্যানেলের প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আমার বার্তা/জেএইচ