ই-পেপার রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

গণভোটে ‘হ্যাঁ’ বলবে জামায়াতসহ আট দল: গোলাম পরওয়ার

আমার বার্তা অনলাইন:
১৬ নভেম্বর ২০২৫, ১৫:৪৫

একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণায় দেশবাসীর মধ্যে সংশয় তৈরি হয়েছে বলে মনে করছে অভিন্ন পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা আট দল।

এ সংশয় সরকারকেই দূর করতে হবে জানিয়ে দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, এই গণভোটে তারা সম্মিলিতভাবেই 'হ্যাঁ' এর পক্ষে অবস্থান নিয়েছেন। একইসঙ্গে জাতিকেও তারা 'হ্যাঁ'-এর পক্ষে ভোট দিতে উদ্বুদ্ধ করবেন বলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াত ও ইসলামী আন্দোলনসহ আন্দোলনরত দলগুলোর পক্ষ থেকে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে দলগুলোর পক্ষে কথা বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, 'সংস্কার প্রস্তাবনাকে আইনি বৈধতা দেওয়ার জন্য জাতীয় নির্বাচনের আগেই গণভোটের তারিখ ঘোষণা করার প্রয়োজন ছিল। সেটা না করার কারণে দেশবাসীর মধ্যে সংশয় তৈরি হয়েছে। জনমনে বিদ্যমান এ সংশয় সরকারকেই দূর করতে হবে।'

গোলাম পরওয়ার আরও বলেন, 'আট দলের শীর্ষ নেতৃবৃন্দ একমত হয়েছেন যে, জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজনে গণভোট যখন হবে তাতে সংস্কারের পক্ষে আমরা সবাই হ্যাঁ বলব এবং জাতিকে আমরা হ্যাঁ-এর পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব।'

একটি দলের কর্মীরা অনলাইনে 'না' ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে—অভিযোগ করে গোলাম পরওয়ার বলেন, 'এটা দিয়েই প্রমাণ হলো যে, নতুন অভিযাত্রায় সংস্কারের কারা বিরোধিতা করছে। গোটা জাতি সংস্কারের পক্ষে, আর যদি কেউ এটার বিপক্ষে যায় জাতি নিশ্চয় তাদেরকে প্রত্যাখ্যান করবে।'

আট দলের আন্দোলন অব্যাহত থাকছে কি না—এমন প্রশ্নের জবাবে পরওয়ার বলেন, 'আমাদের কর্মসূচির বিষয়ে লিয়াজোঁ কমিটির ওপর দায়িত্ব আছে, তারা বসবেন এবং ঘোষণা করবেন। আমাদের আন্দোলনের সব দাবি তো পূরণ হয়নি। এজন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।'

তিনি সরকারের কাছে দাবি করেন, গণভোটের জন্য সরকার যেন সংস্কার প্রস্তাবগুলো জাতির সামনে সহজ করে তুলে ধরে। প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণ হাজির করে।

গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, 'একটি দলকে খুশি করার জন্য সভা-পরামর্শ চলছে। অথচ প্রধান উপদেষ্টা আমাদের নিরপেক্ষ থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেটা হয়নি। তিনি কি কোনো একটি বিশেষ দলের রাজনৈতিক প্রভাবের কাছে অসহায় হচ্ছেন?'

পরবর্তী কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, 'আট দলের একটা লিয়াজোঁ কমিটি আছে। শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে তাদের ওপরে দায়িত্ব দেওয়া আছে। পরবর্তী বৈঠক থেকে তারা কর্মসূচি নির্ধারণ করবেন।'

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমাদ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল আহমেদ ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমদ প্রমুখ।

আমার বার্তা/এমই

জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনুন, শান্তি ফিরবে দেশে: কাদের সিদ্দিকী

নির্বাচন কমিশনের (ইসি) উদ্দেশে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, জনগণকে স্বাধীনভাবে

ফ্যাসিবাদবিরোধী শক্তির অনৈক্যে বিদেশি ইন্ধন থাকতে পারে: তুলি

ফ্যাসিবাদবিরোধী শক্তির অনৈক্যের নেপথ্যে ফ্যাসিস্ট রেজিম ও বিদেশি শক্তির ইন্ধন থাকতে পারে বলে মন্তব্য করেছেন

শিক্ষাঙ্গণকে নতুন চিন্তা ও স্বপ্নের মাধ্যমে গড়ে তুলতে হবে: আমিনুল

আগামী প্রজন্মের শিক্ষাঙ্গণকে নতুন চিন্তা ও নতুন স্বপ্নের মাধ্যমে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন

ঝাড়খণ্ডে আদানির উৎপাদিত বিদ্যুতের ৩৪% কেন আমাদের কিনতে হবে?

হাসিনা সরকার ভারতের সঙ্গে অসম চুক্তি করেছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাকে খুঁইজেন না, বয়ফ্রেন্ডের সঙ্গে আছি-ভালো আছি: তরুণীর বার্তা

শিশুশ্রমে আরও ১২ লাখ শিশু, চারজনে এক শিশুর রক্তে সীসা

দ্বিতীয় মহিলা কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা

বরেন্দ্র জনপদ মেতেে উঠেছে উৎসবের আমেজে

জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনুন, শান্তি ফিরবে দেশে: কাদের সিদ্দিকী

যুক্তরাজ্যে শরণার্থীদের স্থায়ী নাগরিকত্ব পেতে অপেক্ষা করতে হবে ২০ বছর

বরগুনার বামনায় ইউনিয়ন পরিষদসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে তালাবদ্ধ

পাঁচ ব্যাংক ধ্বংসে দায়ী পরিচালক-কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ময়মনসিংহে কর্মবিরতিতে আট কলেজের ১৫১ জন শিক্ষা ক্যাডার

যশোরের বেনাপোল: বাণিজ্যে ১২ কোটি, ভ্রমণে ১৬ লাখ টাকা

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের দাবিতে বিক্ষোভ

বৈধ-অবৈধ ফোন নিয়ে বিটিআরসি দিল নতুন বার্তা

চট্টগ্রামে কোস্ট গার্ডের ‘তারুণ্যের উৎসব-২০২৫’ অনুষ্ঠিত

২০২৬ সালে ব্যাংক বন্ধ থাকবে ২৮ দিন

এইচএসসি পুনঃনিরীক্ষণ: রাজশাহী বোর্ডে ফেল থেকে পাস ৫৩ শিক্ষার্থী

হরমুজ প্রণালি থেকে তেলবাহী ট্যাংকার জব্দ

খুলনা-বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

ফ্যাসিবাদবিরোধী শক্তির অনৈক্যে বিদেশি ইন্ধন থাকতে পারে: তুলি

মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় ৫০ জন জান্তা সেনা নিহত

টিপু মুনশি, শাহরিয়ার আলমসহ ৭ জনের আয়কর নথি জব্দের নির্দেশ