ই-পেপার বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

এক যুগেও শেষ হলো না সাগর-রুনী হত্যা মামলার তদন্ত, এ ব্যর্থতা কার ?

মাসুদ রানা
প্রিন্ট ভার্সন
১৮ এপ্রিল ২০২৪, ১১:০৮

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার পর এক যুগ পার হলেও আইন প্রয়োগকারী সংস্থা এখনও তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি বা অপরাধের পেছনের উদ্দেশ্য উদঘাটন করতে পারেনি। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) তদন্ত শেষ না হওয়ায় প্রতিবেদন দাখিলের তারিখ শতাধিক বার পিছিয়েছে। ফলে ভুক্তভোগী পরিবারের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। নিহতদের স্বজনরা বলছেন, কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবে মামলার কার্যক্রম আটকে আছে। তারা মনে করেন, যদি সরকার ‘আন্তরিক’ না হয়, তবে কিছুই হবে না।

ছেলে হত্যা মামলায় দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাগর সরোয়ারের মা সালেহা মনির। আমার বার্তাকে তিনি বলেন: ‘আমি এখনও জানি না কে তাদের হত্যা করেছে। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত বিচার চাইব। আমি আজ পর্যন্ত সাগরের কবর জিয়ারতও করিনি। কারণ আমি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তার হত্যাকারীদের বিচারের মুখোমুখি দেখেই আমি তার কবর জিয়ারত করব। এটা হওয়ার আগেই যদি আমি মরে যাই, মরে যাবো। তবুও বিচার না হলে আমি তার কবর জিয়ারত করব না।’

তিনি বলেন ‘কখনই ভাবিনি যে আমার ছেলে এভাবে মারা যাবে। ভাবিনি মামলাটির তদন্ত এভাবে জট বেধে থমকে যাবে। কেন এত দীর্ঘ টানাটানি? র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অনেক জটিল মামলার সমাধান করেছে। কিন্তু ১২ বছর পরও এই মামলার সমাধান হয়নি। কিছুই বোধগম্য নয়।

মামলার বাদী মেহেরুন রুনির ভাই নওশাদ আলম রোমান বলেন: ১২ বছর ধরে তদন্তকারীরা বারবার তাদের প্রতিবেদন দাখিলের জন্য আরও সময় চেয়েছেন, যা লজ্জাজনক এবং বিলম্বের একটি ক্ষতিকারক অনুশীলন। তারা এই হাই-প্রোফাইল মামলায় অগ্রগতি করতে ব্যর্থ হয়েছে, এমনকি ১০৫ বার তারিখ পিছিয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু বলেন, ‘সাগর-রুনি হত্যা মামলাটি তাৎপর্যপূর্ণ এবং এটি প্রতিবেদন দাখিল ছাড়াই বছরের পর বছর পার হয়ে গেছে। এটিকে ঘিরে অনেক আলোচনা হয়েছে। মামলাটির দ্রুত নিষ্পত্তি প্রয়োজন।

ঢাকা জজ কোর্টের আইনজীবী শাহনাজ বেগম বলেন ‘একটি মামলার তদন্তের জন্য বার বার সময় চাওয়া হচ্ছে। আদালত দিচ্ছে। এর মানে এই নয় যে এটি বছরের পর বছর চলবে। আদালত তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করলে তদন্ত সংস্থা হয়তো দ্রুত কাজটি শেষ করতে পারতো। অপ্রয়োজনীয় বিলম্ব আছে কিনা তা পরীক্ষা করার জন্য তদন্ত কর্মকর্তাকে কল করতে পারে আদালত। আদালত পারে, তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য একটি নতুন সময়সীমা নির্ধারণ করতে। কিন্তু এর কোনোটাই ঘটছে না।

উল্লেখ্য, মাছরাঙা টিভির তৎকালীন বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনীকে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি তাদের নাবালক ছেলে মাহির সরোয়ার মেঘের উপস্থিতিতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের অ্যাপার্টমেন্টে খুন করা হয়। মেঘের বয়স তখন ছিলো পাঁচ বছর।

আমার বার্তা/জেএইচ

বিএসএমএমইউতে কমছে তেলবাজির দৌরাত্ম্য

    ভিসি দীন মো. নুরুল হকের এক মাস     দায়িত্ব নিয়েই শৃঙ্খলা ফেরালেন ভিসি     ছবি প্রদর্শনী

কিশোর গ্যাংয়ের নেপথ্যে নষ্ট রাজনীতি

কিশোর গ্যাংয়ে এখন শুধু কিশোররাই নয়, জাড়িয়ে পড়ছে কিশোরীরাও। এ এক ক্ষমতার নেশা, পাড়া-মহল্লায় দাপিয়ে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সফল প্রতিমন্ত্রী নসরুল হামিদ

২০১৪ সাল থেকে টানা দুই মেয়াদ (১০ বছর) অত্যন্ত সফলতার সাথে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ

১০০ দিনে ৫০০ অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয়ার ঘোষণা মন্ত্রীর

নির্বাচনী অঙ্গীকার বাস্তাবায়নের পাশাপাশি দেশের ‘পরিবেশ রক্ষা’র বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছিলো নতুন সরকারে। পরিবেশ দূষণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিবিদদের সিদ্ধান্তে জনস্বার্থকে গুরুত্ব দিতে হবে: রাষ্ট্রপতি

অতি বাম-ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে: শেখ হাসিনা

এমপি-মন্ত্রীদের আত্মীয় প্রার্থী হওয়া নিয়ে আইনে কোনো বাধা নেই

দেশের সমুদ্রসীমায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

আর্চারকে নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা ইংল্যান্ডের

মে দিবসে নয়াপল্টনে সমাবেশ করবে শ্রমিক দল

ডিজিটাল নিরাপত্তা আইনে ৪৫১ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

ডিপিএলে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী

গুচ্ছ ভর্তি পরীক্ষায় এ ইউনিটের ফল প্রকাশ, উত্তীর্ণ ৫০৭৬০

ইইউর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছে বাংলাদেশ

কালুরঘাট সেতুতে জাহাজের ধাক্কা, বেঁকে গেছে গার্ডার

রোহিঙ্গা সংকট সমাধানে রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মের পরীক্ষা স্থগিত

সাটুরিয়ায় বৃষ্টির প্রার্থনায় অঝোরে কাঁদলেন মুসল্লীরা

মন্ত্রী হয়ে স্ত্রীর সঙ্গে বসে নাটক দেখা বাদ দিলাম: সামন্ত লাল সেন

রাজধানীতে শব্দ দূষণের শিকার ৯৬ শতাংশ মানুষ

ভারতের বিশ্বকাপ স্কোয়াডে পান্ত-দুবে-চাহাল

চুয়াডাঙ্গার রেকর্ড ভেঙে যশোরে তাপমাত্রা ৪৩.৮ ডিগ্রি

গাজীপুরে তীব্র গরমে বেঁকে গেছে রেললাইন