স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় নিয়ন্ত্রিত- স্থানীয় সরকার বিভাগের সচিব- মোঃ রেজাউল মাকছুুদ জাহেদী বলেছেন- “দেশের সব শ্রেনীর তথা গন মানুষের জীবনে মৌলিক ইতিবাচক সেবা পৌছে দিতে নিরলস ভাবে কাজ করছে- সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার বিভাগের কাজের পরিধি মূলতঃ মানুষের জীবনের মৌলিক চাহিদাকে বাস্তবে রুপ দিতে নানা কর্মসূচি ও প্রকল্প গ্রহন ও তার বাস্তবায়নকে ঘিরে”- স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী- এই প্রতিনিধিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে- স্থানীয় সরকার বিভাগের কাজের পরিধি বনর্না করতে গিয়ে এ কথা বলেন।
মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন- “স্থানীয় সরকার বিভাগ- দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে মহানগরে বসবাসকৃত মানুুষের অত্যাবশ্যকীয় মৌলিক চাহিদা পূরন করতে কাজ করছে। এসব মানুষের সুস্থ্য জীবন যাপন ও ভাল থাকা নিয়ে সর্ব্বোচ্চ গুরুত্ব দেয় স্থানীয় সরকার বিভাগ। এ কারনে এ মন্ত্রনালয়ের সফলতার উপর রাষ্ট্রের সুনাম অনেকাংশে নির্ভর করে- এ জন্যে আমরা আমাদের কার্যক্রমকে সবোচ্চ গুরুত্ব দিয়ে থাকি”।
তিনি বলেন “স্থানীয় সরকার বিভাগের কাজের পরিধি ব্যাপক। এই ধরুন- গ্রামীন স্থানীয় সরকারের অধীনে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ রয়েছে। শহরে স্থানীয় সরকারের অধীনে রয়েছে- পৌরসভা ও সিটি কর্পোরেশন। এ সব প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নানা কর্মসূচী রয়েছে। যা মানুষের মৌলিক চাহিদা অনেকাংশে পূরন করে থাকে”। তিনি এ প্রসঙ্গে আরো বলেন “ দেশের মানুষের অর্থ সামাজিক উন্নয়ন, পারস্পারিক সেতু বন্ধন ও টেকসই অর্থনীতির ভিত্তি স্থাপনে কাজ করছে স্থানীয় সরকার, প্রকৌশল অধিদপ্তর (এল জি ই ডি)। স্থানীয় সরকার বিভাগের অন্যতম প্রতিষ্ঠান এটি। প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে জেলা সদর হয়ে বিভাগীয় শহর পর্যন্ত উন্নয়নের নানা কর্মসূচি বাস্তবায়ন করছে এল জি ই ডি। এমনকি রাজধানী শহর পর্যন্ত বহু বাস্তব ভিত্তিক প্রকল্প প্রনয়ন ও বাস্তবায়নের মাধ্যমে মানুষের মৌলিক নাগরিক সেবা পৌছে দিতে কাজ করছে এল জি ই ডি। এল জি ই ডির প্রধান প্রকৌশলী মন্ত্রনালয়ের সাথে সমন্ধয় করে এসব কাজ বাস্তবায়ন করছেন”।
স্থানীয় সরকার সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন-“দেশের মানুষের মাঝে স্থানীয় সরকারের মাধ্যমে মৌলিক সেবা পৌছে দিতে জন প্রতিনিধিদের মৌলিক প্রশিক্ষন প্রয়োজন। স্থানীয় জন প্রতিনিধি থেকে সিটি কর্পোরেশনের নির্বাচিত জন প্রতিনিধিদের কাজের পরিধি, তাদের কর্তব্য ও কাজের কৌশল গত পরিধি সহ নানা বিষয়ে প্রশিক্ষন প্রদান সহ নানা কর্মসূচী বাস্তবায়ন করছে- জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট। (এন আই এল জি)। অতিরিক্ত সচিব পদ মর্যাদার একজন মহারিচালক এই প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছেন। প্রতিষ্ঠানটি নানা প্রশিক্ষন ও সচেতনমূলক কর্মসূচি নিয়ে জন প্রতিনিধি সহ স্থানীয় সরকারের প্রায় সকল পর্যায়ে কাজ করছে”।
তিনি বলেন-“ নিরাপদ ও স্বাস্থ্য সম্মত পানি সরবরাহ- মানুষের জীবন যাপনের অন্যতম উপাদান। পানিই জীবন। এই নিরাপদ পানি সরবরাহ কার্যক্রমে স্থানীয় সরকার বিভাগ- ইতি বাচক ভূমিকা পালন করছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট- পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)- নিরাপদ পানি সরবরাহ সহ পয়ঃনিষ্কাশন কার্যক্রমে বিভিন্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে। এ সব প্রতিষ্ঠানের গৃহীত প্রকল্প- জনগনের মৌলিক চাহিদা পূরনের অন্যতম উপাদান, এছাড়া প্রতিটি পৌরসভায় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কার্যক্রম চলমান রয়েছে”।
স্থানীয় সরকার সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী- এই প্রতিনিধিকে আরো বলেন- “প্রতিটি নাগরিকের জন্ম ও মৃত্যু রেজিষ্টার কার্যক্রম তার মৌলিক অধিকার। জীবনের সকল কার্যক্রমে জন্ম নিবন্ধন ও মৃত্যু তথ্য নিবন্ধন রাষ্ট্রীয় ভাবে সংরক্ষনের জন্যে স্থানীয় সরকারের অধীনে- জন্ম ও মৃত্যু নিবন্ধকের কার্যালয় কাজ করছে। অতিরিক্ত সচিব পদ মর্যাদার একজন রেজিষ্টার জেনারেল । এই প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছেন। স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ও সিটি কর্পোরেশন এ সাথে সমন্বয় করে প্রতিষ্ঠানটি কাজ করছে। এটি একটি সমন্মিত জাতীয় উদ্যোগ”। তিনি বলেন “ ঢাকার মানুষদের মশার যন্ত্রনা থেকে বাঁচাতে- ঢাকা মশক নিবারণী দপ্তর নামে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান রয়েছে। সংশ্লিষ্ট সিটি কর্পোনেশন- এর কার্যক্রমের সাথে সমন্বয় করে প্রতিষ্ঠানটি কাজ করছে”।
স্থানীয় সরকার সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন- “স্থানীয় সরকার বিভাগ সরাসরি দেশের প্রতিটির নাগরিকের সাথে কাজ করে আসছে বিভিন্ন প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন করার মাধ্যমে। এ বিভাগের অধীনে প্রতিটি প্রতিষ্ঠান সরকারের অন্যান্য সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানের সাথে পারস্পরিক যোগাযোগ সমন্বয় এর মাধ্যমে তাদের কাযক্রম বাস্তবায়ন করে। এই বিভাগ মাঠ পর্যায়ে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার এর কার্যালয়ের সাথে সমন্বয় সাধন করে কার্যক্রম পরিচালনা করছে। এ ছাড়া আন্তঃমন্ত্রনালয় এর সাথে সমন্বয় করে- সকল উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে”।
তিনি বলেন- “স্থানীয় সরকার বিভাগের অধীনে দেশের জনগুরুত্বপূন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হয়ে থাকে। এ সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিশ্বের আন্তজার্তিক আর্থিক প্রতিষ্ঠান যেমন বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, ব্রিকস, আই এম এফ সহ নানা আর্থিক প্রতিষ্ঠান- জনগুরুত্বপূর্ন উন্নয়ন প্রকল্পে অর্থ সহায়তা করে আসছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচীর নিজস্ব অর্থায়নের সাথে বৈদেশিক সহায়তার অর্থের সঠিক ব্যবহার করে-কাজ করছে স্থানীয় সরকার বিভাগ”।
স্থানীয় সরকার বিভাগ সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এই প্রতিনিধিকে বলেন- “তিনি তার মন্ত্রনালয়ের সকল বিভাগের উন্নয়ন কার্যক্রম সার্বক্ষনিক মনিটারিং করছেন। উন্নয়ন প্রকল্প প্রনয়ণ ও বাস্তবায়ন পর্যায়ে নিয়মিত পর্যবেক্ষন ও তত্ত্বাবধান করছেন”। এ প্রসঙ্গে তিনি বলেন- “স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্থানীয় সরকার বিভাগের সকল উন্নয়ন কার্যক্রমে তাকে প্রয়োজনীয় পরামর্শ ও ইতিবাচক নির্দেশনা প্রদান করছেন। যার ফলে চলমান উন্নয়নের গতি অব্যাহত আছে।
পরিশেষে তিনি বলেন- স্থানীয় সরকার বিভাগের সকল উন্নয়ন কার্যক্রমে মাঠ পর্যায়ের প্রতিটি নাগরিকের ইতিবাচক পরামর্শ ও সহযোগিতা প্রার্থনা করেছেন।
আমার বার্তা/এমই