ই-পেপার রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

দ্বিতীয় সারির নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

আমার বার্তা অনলাইন
১৬ মার্চ ২০২৫, ১০:৫০

আইসিসির সর্বশেষ তিন বৈশ্বিক ইভেন্টের সবকটিতেই হতাশা নিয়ে ফিরেছিল পাকিস্তান। সেই পরিস্থিতি কাটিয়ে ওঠার লক্ষ্যে তারা প্রাথমিক যাত্রার শুরুতেই বড় ধাক্কা খেয়েছে। আইপিএলের কারণে নিউজিল্যান্ডের সিনিয়র ও তারকা ক্রিকেটারদের প্রায় সবাই এই সিরিজ থেকে ছুটিতে। তাদের প্রায় দ্বিতীয় সারির দলের কাছেও টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার পর বোলিংয়েও পাত্তা পায়নি পাকিস্তান। কিউইরা ১০.১ ওভারেই ৯ উইকেট হাতে রেখে ৯২ রানের লক্ষ্য পেরিয়েছে।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ম্যাচের প্রথম ইনিংসেই মূল কাজটা সেরে রেখেছিল কিউই বোলাররা। এরপর ছোট লক্ষ্য তাড়ায় স্বাগতিকদের পক্ষে শুরুটা কিছুটা ধীরগতিতেই করেন ওপেনার টিম সেইফার্ট। তবে আউট হওয়ার আগে তিনি সেটি পুষিয়েও নিয়েছেন। সেইফার্ট ৪৪ রান করে আউট হলেও অপরাজিত থেকে জয় নিশ্চিত করেছেন ফিন অ্যালেন ও টিম রবিনসন। মাত্র ১০.১ ওভারেই ৯ উইকেটের বড় জয়ে পাকিস্তানের বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ১ রানে ৩টি এবং ১১ রানেই ৪ উইকেট হারায় সফরকারীরা। সেই বিপর্যয় সামলাতে প্রয়োজন ছিল বড় জুটি এবং ঘুরে দাঁড়ানো কোনো ব্যক্তিগত ইনিংস। কিন্তু খুশদিল শাহ (৩২), সালমান আগা (১৮) ও জাহানদাদ খান (১৭) ছাড়া পাকিস্তানের আর কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। ফলে ১৮.৪ ওভারেই ৯১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। যা কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টিতে তাদের সর্বনিম্ন দলীয় পুঁজি।

অবশ্য কিউই ফিল্ডাররা বেশ কয়েকটি ক্যাচ হাতছাড়া না করলে সফরকারীদের সংগ্রহ আরও লজ্জার হতে পারত। পঞ্চম উইকেট জুটিতে সালমান আগা-খুশদিল জুটি ৪৬ রানে তাদের সম্মান কিছুটা বাঁচিয়েছেন। সেই দুজনের ক্যাচই হাতছাড়া করেছে নিউজিল্যান্ড। তবে নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ে পাকিস্তানকে খুব বেশি আগাতে দেননি জ্যাকব ডাফি ও কাইল জেমিসন। ডাফি সর্বোচ্চ ৪ এবং জেমিসন ৩ উইকেট শিকার করেছেন।

রান তাড়া করতে নেমে সেইফার্ট দেখেশুনে শুরু করেন। পরবর্তীতে আরেক ওপেনার অ্যালেনকে নিয়ে পাওয়ার প্লে’র ৬ ওভারেই ৫৩ রান তোলেন তিনি। এরপর পাকিস্তানের একমাত্র সান্ত্বনার উইকেট এনে দেন আবরার আহমেদ। তার বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে সেইফার্ট ২৯ বলে ৪৪ রান করেন। ৩৯ রানের জুটি গড়ে এরপর জয় নিশ্চিত করেন অ্যালেন-রবিনসন। অ্যালেন ১৭ বলে ২৯ এবং রবিনসন করেন ১৮ রান।

আমার বার্তা/জেএইচ

অনুশীলনে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল

বিপিএলের আগেরদিন নেতিবাচক কারণে আলোচনায় আসা চট্টগ্রাম রয়্যালস নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নেয়। দ্বিতীয়

বিপিএলের মাঝেই বাংলাদেশ ছাড়বেন যেসব পাকিস্তানি ক্রিকেটার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসর শুরু হয়েছে সিলেট পর্ব দিয়ে। এখানে খেলছেন এমন বিদেশি

বিশ্বরেকর্ড গড়ে বছর শেষ করলেন মিচেল স্টার্ক

ম্যাচটি যদিও জেতেনি অস্ট্রেলিয়া, মেলবোর্নের বোলিং স্বর্গে তাদের হারিয়ে সিরিজ ৩-১ ব্যবধানে নামিয়ে আনল ইংল্যান্ড।

রাজশাহীকে হারিয়ে বিপিএলে শুভসূচনা ঢাকার

উদ্বোধনী ম্যাচ জিতে উড়তে থাকা রাজশাহী ওয়ারিয়র্সকে প্রথম হারের স্বাদ দিল ঢাকা ক্যাপিটালস। বাংলাদেশ প্রিমিয়ার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট

গিয়াস কাদের আউট, রাউজানে মনোনয়ন পেলেন গোলাম আকবর

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

জকসু নির্বাচন: ৩৯ কেন্দ্রে ১৭৮ বুথে ভোটগ্রহণ হবে

ভোলায় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ইউপি সদস্য আটক

কমপক্ষে ১০০ আসনে জয়ের লক্ষ্যে কাজ করছে জাতীয় পার্টি: মোস্তফা

ব্রাহ্মণবাড়িয়া-৪: মুশফিকুর আউট, ধানের শীষের প্রার্থী কবীর আহমেদ

হাদির ঘাতকদের ভারতে প্রবেশের দাবি নাকচ করলো মেঘালয় পুলিশ

পদত্যাগ করছেন না সামান্তা, স্বীকার করলেন এনসিপির বিচ্যুতি

এনসিপি থেকে পদত্যাগকারীদের দলে পেতে চান তারেক

নির্বাচন সুষ্ঠু করতে ১০ দলীয় জোট অঙ্গীকারবদ্ধ: শফিকুর রহমান

প্রশিক্ষণ শেষ হওয়ার আগের মাসে চাকরি হারালেন শিক্ষানবিশ ৬ এএসপি

রোজায় খোলা থাকবে স্কুল, শবে মেরাজ-আশুরায় থাকছে না ছুটি

দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা

এবার ভারতে সংখ্যালঘু হত‌্যার ঘটনায় উদ্বেগ জানাল বাংলাদেশ

ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থী কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক

স্বতন্ত্র থাকবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সংযুক্ত থাকবে ৭ কলেজ

যুক্তরাষ্ট্র থেকে আমদানি হল ৫৭ লাখ টন গম

আগামী ১৮ জানুয়ারি থেকে শীতকালীন ছুটি পাচ্ছেন জাবি শিক্ষার্থীরা

হাদি হত্যার বিচারের দাবিতে শাবিপ্রবি নেতাকর্মীদের সিলেট সড়ক অবরোধ