ই-পেপার সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

বার্নাব্যুতে ৮ গোলের রুদ্ধশ্বাস লড়াই শেষে ফাইনালে রিয়াল

আমার বার্তা অনলাইন:
০২ এপ্রিল ২০২৫, ১০:৪১

০-১, ১-১, ১-৩ থেকে ৩-৩, ৩-৪ এবং সর্বশেষ ৪-৪। রিয়াল মাদ্রিদ বনাম রিয়াল সোসিয়েদাদ ম্যাচের এই স্কোরলাইনই বলে দিচ্ছে কতটা শ্বাসরুদ্ধকর একটি রাত গেছে সান্তিয়াগো বার্নাব্যুতে। নির্ধারিত সময় পেরিয়ে ১২০ মিনিটে যাওয়া সেই রাতে কেউ কাউকে হারাতে পারেনি। তবে রিয়াল তাদের ভাগ্য নির্ধারণ করে রেখেছিল সোসিয়েদাদের মাঠে প্রথম লেগে ১-০ গোলে জয়ের পরই। দুই লেগ মিলিয়ে ৫-৪ অ্যাগ্রিগেটে তারা কোপা দেল রের ফাইনাল নিশ্চিত করেছে।

স্প্যানিশ এই প্রতিযোগিতায় ফাইনালে গতকাল (মঙ্গলবার) রাতে ওঠার লক্ষ্যে ঘরের মাঠে সোসিয়েদাদকে আতিথ্য দিতে নামে কার্লো আনচেলত্তির দল। ফাইনালে উঠতে হলে ড্র করলেই যথেষ্ট ছিল স্বাগতিক রিয়ালের জন্য, অন্যদিকে ২ গোলেই জিততে হতো সোসিয়েদাদকে। প্রথম লেগে রিয়ালের প্রতিপক্ষ দলটি নিজেদের মাঠে প্রায় সমানভাবে লড়লেও, দ্বিতীয় লেগে কিছুটা পিছিয়েই ছিল। তবে আক্রমণভাগে এদিন সোসিয়েদাদ ছিল আরও ক্ষুরধার।

৭১ মিনিট পর্যন্ত ১-১ সমতায় ছিল ম্যাচটি। পরবর্তীতে আচমকা ঝড়ে সমান তিনটি করে গোল হজম করতে হয়েছে দুই দলকেই। রিয়ালের জার্সিতে এ নিয়ে সেমিফাইনালের দুই লেগেই গোল করলেন এন্ড্রিক ফিলিপে। এ ছাড়া জ্যুড বেলিংহাম, অঁরেলিয়ে চুয়ামেনি ও অ্যান্তোনিও রুডিগার একটি করে গোল করেছেন। ২৬ শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পেরেছে লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে, ১১ শটের ৫টি লক্ষ্যে ছিল সোসিয়েদাদের। তাদের পক্ষে ডেভিড আলাবার আত্মঘাতি গোল ছাড়া আন্দের বাররেনেচিয়া একবার এবং মিকেল ওয়ারজাবাল দু’বার স্কোরশিটে নাম তোলেন।

লা লিগায় তেমন খেলার সুযোগ না পাওয়া এন্ড্রিককে বরাবরই কোপা দেল রেতে নামান রিয়াল কোচ আনচেলত্তি। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড তার প্রতিদানও দিয়ে চলেছেন। ম্যাচের শুরুতেই গোলের সুযোগ তৈরি করেন এন্ড্রিক। দুই ডিফেন্ডারের মাঝে বল ওপরে তুলে ওভারহেড কিক নিলেও অবশ্য সেটি লক্ষ্যে ছিল না। এরপর দুই দলই একবার করে হতাশ হয় গোললাইনে গিয়ে। প্রথমে ভিনিসিয়ুসের জোরালো শট ঠেকান সোসিয়েদাদ গোলরক্ষক, এরপর রিয়ালের জালের পাশে লাগে প্রতিপক্ষের নেওয়া শট।

কাউন্টার অ্যাটাকেই ম্যাচের লিড আসে ১৬তম মিনিটে। স্বাগতিক রিয়াল শিবিরে নীরবতা নামিয়ে বারেনেচিয়া ওয়ান-অন-ওয়ানে গোলরক্ষক লুনিনকে পরাস্ত করেছেন। বার্নাব্যুকে ফের জাগিয়ে তুলতে ম্যাচে সমতা টানার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিলেন এন্ড্রিক। দারুণ এক থ্রু পাস দেন ভিনিসিয়ুস, যা ধরে ডি বক্সে ঢুকে এন্ড্রিক ডিফেন্ডারদের পেছনে ফেলে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ শট নেন। ম্যাচে ফিরে রিয়ালও। স্প্যানিশ প্রতিযোগিতাটির চলতি আসরে এই সেলেসাও তরুণ যৌথভাবে সর্বোচ্চ ৫ গোল করে ফেলেছেন।

ম্যাচে সমতা ছিল ৭১ মিনিট পর্যন্ত। তার মিনিট দশেক আগেই অবশ্য লিড নেওয়ার সুযোগ এসেছিল রিয়ালের সামনে। তবে বেলিংহামকে ব্যর্থ করে দেন সোসিয়েদাদ গোলরক্ষক রেমিরো। ৭২ মিনিটেই স্বাগতিকদের গলার কাঁটা হয়ে আত্মঘাতি গোল করে বসেন আলাবা। প্রতিপক্ষ মিডফিল্ডার মারিনের নেওয়া শট ক্লিয়ার করতে গিয়ে তিনি বল নিজেদের জালে জড়িয়ে বসেন। সোসিয়েদাদের পরের গোলেও এই অস্ট্রিয়ান ডিফেন্ডারের অবদান ছিল। ওয়ারজাবালের জোরালো শট তার পায়ে লেগে দূরের পোস্ট ছুঁয়ে জালে জড়ায় বল। ৩-১ এ পিছিয়ে পড়ে রিয়াল।

ম্যাচের ৮২ ও ৮৬ মিনিট ছিল বার্নাব্যু শিবিরের প্রত্যাবর্তনের সময়। বক্সে ভিনিসিয়ুসের পাস পেয়ে নিখুঁত শটে ব্যবধান কমান বেলিংহাম। এরপর কর্নার থেকে উড়ে আসা বলে হেড দিয়ে রিয়ালকে সমতায় ফেরান চুয়ামেনি। এই অবস্থায় ম্যাচ শেষ হলেই ফাইনালে রিয়াল। তবে নাটকীয়তার আরও বাকি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দারুণ এক হেডে ওয়ারজাবাল গোল করেন। অ্যাগ্রিগেটে ৪-৪ সমতা তৈরি হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। ১১৫তম মিনিটেই আসে ফলাফল নির্ধারণী গোল। কর্নার থেকে উড়ে আসা বল জালে জড়িয়ে জয়োৎসবে মাতেন রুডিগার।

আমার বার্তা/এমই

জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ২১২ রান

প্রত্যাশিত শ্রীলঙ্কা সফর হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ৬ ম্যাচ সিরিজের দ্বিতীয়

তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, সাকিবের অভিষেক

চট্টগ্রামে সিরিজ বাঁচানোর লড়াই। দলে একাধিক পরিবর্তন। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস ভাগ্যটা

বোর্ড সভাপতি হিসেবে আমার কিছু ভুল হতে পারে: ফারুক

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হিসেবে বিসিবি সভাপতির আসনে বসেন ফারুক আহমেদ। জাতীয়

বাংলাদেশের মানুষদের ধৈর্য ধরতে বললেন টাইগারদের কোচ ফিল সিমন্স

চন্ডিকা হাথুরুসিংহকে চাকুরিচ্যুত করার পর বাংলাদেশ দলের দায়িত্ব নেন ফিল সিমন্স। প্রথমে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: শিক্ষা উপদেষ্টা

দেশকে যে ভালোবাসে সে দেশ ছেড়ে পালাতে পারে না: শফিকুর রহমান

সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক সেই মামুন বরখাস্ত

ইশরাককে নিয়ে মতামতের অপেক্ষা করেনি নির্বাচন কমিশন: আসিফ নজরুল

জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ২১২ রান

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার আরও ২ আসামি শনাক্ত

সব প্রকল্পের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে : ডিএনসিসি প্রশাসক

কুমিল্লায় পৃথক স্থানে বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু

মুখের ফোলাভাব কমানোর উপায় জেনে নিন

নতুন মামলায় তুরিন আফরোজ ও ছাত্রলীগ নেত্রী ঊর্মি গ্রেপ্তার

হ্যাকারদের লক্ষ্য এখন অর্থ লুট : বেড়েছে মুক্তিপণ ও চাঁদাবাজি

নাসির-তামিমার মামলায় বিব্রত আদালত

ঐকমত্যে আসা সব সংস্কার বর্তমান সরকারকেই বাস্তবায়ন করতে হবে: নুর

পটুয়াখালীর বাউফলে পেট্রোলের আগুনে দগ্ধ জামায়াত নেতা

বৈশাখের তীব্র গরমে স্বস্তির আশ্বাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

সংগ্রামের গল্পে নতুন প্রজন্মের অনুপ্রেরণা

চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে জামায়াতের বৈঠক

তারুণ্যের ভাবনা নিয়ে বিএনপির তিন সংগঠনের ৮ দিনের কর্মসূচি

পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমস

এক-দেড় মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করা সম্ভব: আমির খসরু