প্রত্যাশিত শ্রীলঙ্কা সফর হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ৬ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে পেসার আল ফাহাদের দারুণ বোলিংয়ে স্বাগতিকদের অলআউট করতে পারলেও দুইশো ছাড়ানো পুঁজি পেয়ে গেছে লঙ্কানরা। ঘুরে দাঁড়ানোর ম্যাচে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ২১২ রান।
কলম্বোর ক্রিকেট গ্রাউন্ড ক্লাবে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৮ দশমিক ৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১১ রানের পুঁজি গড়েছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল।
আগে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ভালো শুরু পেয়েছিল লঙ্কান যুবারা। দলীয় ৩০ রানের মাথায় ভাঙে তাদের উদ্বোধনী জুটি। আল ফাহাদের বলে আব্দুল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার ডুলনিথ সিগেরা। ১৪ বলে ২৩ রান এসেছে লঙ্কান এই ওপেনারের ব্যাট থেকে।
উদ্বোধনী জুটি ভাঙার পর দ্রুত আরও কয়েকটি সাফল্য পায় সফরকারী বোলাররা। ফাহাদের সঙ্গে সাফল্য পান ইমনরাও। দলীয় পঞ্চাশের আগেই টপঅর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে কিছুটা বিপাকে পড়ে স্বাগতিকরা।
মিডল অর্ডারে চামিকা হেনাতিগালার ৫০ ও দিনুরার ৪৭ রানের ইনিংসে ভর করে চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় লঙ্কানরা। এর আগে প্রথম ম্যাচেও ফিফটি হাঁকিয়েছিলেন চামিকা হেনাতিগালা।
বাংলাদেশি বোলারদের মধ্যে আল ফাহাদ একাই ৬ উইকেট তুলে নিয়েছেন। এ ছাড়া দুটি উইকেট শিকার করেছেন আরেক পেসার ইকবাল হোসেন ইমন।
আমার বার্তা/এল/এমই