সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম থানায় ডিউটিরত অবস্থায় ট্রাকের ধাক্কায় আহত রফিকুল ইসলাম (৫৪) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
রফিকুল বগুড়ার শেরপুর উপজেলার টাউন কলোনী এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি যমুনা সেতুর পশ্চিম থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান। তিনি জানান, গত ২৪ এপ্রিল রাতে যমুনা সেতুর পশ্চিম থানায় ডিউটিরত অবস্থায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন পুলিশ সদস্য রফিকুল ইসলাম। তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ হাসপাতাল, পরে এম মনসুর আলী হাসপাতাল, এরপর ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া হয়। পরে নিউরোসায়েন্স হাসপাতাল এবং সবশেষে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে মারা যান তিনি।
মেহেদী হাসান বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আমার বার্তা/এমই