
ক্রাইস্টচার্চে ওয়েস্ট ইন্ডিজকে ৫৩১ রানের পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বড় বিপদে পড়লেও, দিন শেষে হোপ এবং গ্রিভসের ব্যাটে লড়াই করে যাচ্ছে সফরকারীরা।
ক্রাইস্টচার্চে চতুর্থ দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ২১২ রান। যেখানে শাই হোপ ১১৬ এবং জাস্টিন গ্রিভস ৫৫ রানে অপরাজিত আছেন। ওয়েস্ট ইন্ডিজের জিততে এখনও প্রয়োজন ৩১৯ রান। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েছিল ওয়েস্ট ইন্ডিজই। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার দেয়া ৪১৮ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল ক্যারিবীয়রা।
৪ উইকেটে ৪১৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল নিউজিল্যান্ড। সকালে বেশিক্ষণ ব্যাট করেনি তারা। মাত্র ৪৯ রান করে ৪ উইকেট হারানোর পর ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। ৮ উইকেটে ৪৬৬ রান করে তারা, যেখানে শতক হাঁকান ল্যাথাম ও রবীন্দ্র।
জবাবে ৭২ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে সেখান থেকে লড়াই করে যাচ্ছেন হোপ ও গ্রিভস। দুইজন মিলে ১৪০ রানের জুটি গড়ে এগিয়ে যাচ্ছেন।
আগামীকাল শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজ কতটা লড়াই করতে পারে এখন সেটাই দেখার বিষয়। ওয়েস্ট ইন্ডিজ যদি এই ম্যাচে জয় পায়, তবে ইতিহাসের প্রথম দল হিসেবে টেস্টে ৫০০ বা তার উপরে লক্ষ্য তাড়া করে জয় পাওয়া প্রথম দল হবে।
আমার বার্তা/এল/এমই

