রাজধানীর আজিমপুর সরকারি কলোনির পুকুরে ডুবে গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে মাদরাসা ছাত্র ফজলে রাব্বীর (১১) মৃত্যু হয়েছে।
মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক বেলা সোয়া ১টার দিকে তাকে মৃত ঘোষণা করে।
মাদরাসা শিক্ষক মাওলানা আলী হোসাইন জানান, আজিমপুর নিউ পল্টন লাইনে নুরে মদিনা মাদরাসায় থাকত রাব্বী। সেখানে হাফেজি পড়তো। রাব্বীর বাসা কামরাঙ্গীরচরে। বাবার নাম আব্দুল জলিল।
তিনি আরও জানান, রাব্বীসহ মাদরাসার কয়েকজন শিক্ষার্থী মিলে পুকুরে গোসল করতে যায়। সেখানে সিঁড়িতে বসে বদনা দিয়ে গোসল করছিল রাব্বী। হঠাৎ পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায় রাব্বী। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে দ্রæত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।