২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে পারবে না, যদি তাদের আর ছাত্রত্ব না থাকে। এমনটাই স্পষ্ট করে জানিয়েছেন ডাকসু নির্বাচন কমিশন। ফলে ভোটার বা প্রার্থী হিসেবে এই সেশনের সাবেক শিক্ষার্থীরা নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ পড়ছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী।
তিনি বলেন, সব ছাত্রসংগঠন এই সেশনকে নির্বাচনে রাখার দাবি জানিয়েছিল, আমরাও গুরুত্ব দিয়েছিলাম। তবে আইন পরামর্শ অনুযায়ী যাদের ছাত্রত্ব নেই, তাদের নির্বাচনে অন্তর্ভুক্ত করলে পরবর্তীতে আইনি জটিলতার আশঙ্কা থাকে।
বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার পরামর্শ অনুযায়ী, আইনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ার কথা উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা বলেন, যাদের ছাত্রত্ব নেই তাদের যদি নির্বাচন করার সুযোগ দেওয়া হয় তাহলে এর বিরুদ্ধে যে কেউ আদালতে গিয়ে রিট করতে পারে। এতে করে নির্বাচন আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
অধ্যাপক গোলাম রব্বানী বলেন, আইনের বাইরে যাওয়া ঠিক হবে না। সে অনুযায়ী আমরা এই সেশনকে রাখতে পারছি না। তবে এই সেশনের যাদের ছাত্রত্ব রয়েছে তারা নির্বাচনে প্রার্থী কিংবা ভোটার হতে পারবেন।
আমার বার্তা/জেএইচ