
ঢাকা, ২৫ অক্টোবর:আজ সকাল১১.০০ টায় বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এরআয়োজনেবিসিআই
বোর্ডরুমে “ক্লাউডকম্পিউটিং ফর ইন্ডাস্ট্রি/বিজনেসেস: ড্রাইভিং ডিজিটাল ট্রান্সফরমেসন এন্ড সাইবারসিকিউরিটি মেজারস ফর ইন্ডাস্ট্রি/বিজনেসেস ” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শীষ হায়দার চৌধুরী, এনডিসি, সচিব, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ। কর্মশালায় সভাপতিত্ব করেন বিসিআই এর সভাপতি জনাব আনোয়ার-উলআলম চৌধুরী (পারভেজ), আলোচক/ট্রেইনারহিসেবেউপস্থিত ছিলেন জনাব রিফাত রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা, তিরজোক প্রাইভেট লিমিটেড ও অনলাইনে জনাব মোঃখায়রুল আমিন, প্রাক্তন মহাপরিচালক, জাতীয় ডিজিটাল নিরাপত্তা সংস্থা। কর্মশালায় বিসিআই এর সদস্য ও বিভিন্নপ্রতিষ্ঠান থেকে ২৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
বিসিআই এর সেক্রেটারি জেনারেল ড. মোঃ হেলালউদ্দিন, এনডিসি এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জনাব আনোয়ার-উলআলম চৌধুরী (পারভেজ) বলেন, বিসিআই নিয়মিতভাবে দেশের শিল্পায়ন, বৈদেশিক বাণিজ্য এবং অন্যান্য শিল্প ও ব্যবসাবিষয়ক গুরুত্বপূর্ণ আইন ও নীতিমালা বিষয়েও রিয়েন্টেশন/ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে আসছে আর তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মশালা।
বিসিআই সভাপতি বলেন,আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্ট এর এই যুগে প্রযুক্তি যেভাবে দ্রুত পরিবর্তিত হচ্ছে, ঠিক সেভাবেই আমাদের শিল্প ও ব্যবসায়িক খাতে পরিবর্তন আনা এখন সময়ের দাবি। বিশেষ করে ক্লাউড কম্পিউটিং আজ বিশ্বব্যাপী ব্যবসাকে নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে। আমাদের দেশেও শিল্প খাতকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে স্বয়ংক্রিয়তা, ডেটা-ড্রিভেন সিদ্ধান্তগ্রহণ এবং ক্লাউড-ভিত্তিক সমাধানের ওপর নির্ভরতা বাড়াতে হবে।প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, সাইবার ঝুঁকিও তত বাড়ছে। প্রতিনিয়ত আমাদের ব্যবসাকে হুমকির মুখে ফেলছে। তাই ক্লাউড ব্যবহারের পাশাপাশি সাইবার সিকিউরিটি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান অতিথির বক্তব্যে জনাবশীষহায়দার চৌধুরী, এনডিসি, সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী এই বিষয়েবিসিআই এর এই উদ্যোগের জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। দেশের মানুষের ডেটাসিকিউরিটি ও সাইবার নিরাপত্তার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নিরলস কাজ করে চলেছে।তিনি বলেন আইসিটিবিভাগ একাডেমিশিয়ান, প্রাইভেট সেক্টর ও সরকারতিনপক্ষকে একত্রে সমন্বিত করে সমস্যাসমূহ চিহ্নিত ও সমাধানের জন্য প্রয়োজনীয়আইন ও নীতিমালা তৈরী করে যাচ্ছে যার সুফল খুব দ্রতই দৃশ্যমান হবে।
দেশের প্রয়োজনীয় সেবা সরবরাহের জন্য আমরা যারা কাজ করি তাদের মাইন্ড সেট পরিবর্তন দরকার বিশেষ করে যারা সরকারি দপ্তর থেকে সেবা দেয় তাদের জনগনকে সেবা দেয়ার স্বচ্ছ মাইন্ডসেট থাকতে হবে এবং সরকারিকার্য পদ্ধতিকেও সেইভাবে সাজাতে হবে। তিনি ভবিষ্যতে আইসিটি বিভাগ থেকে প্রাইভেট সেক্টরকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
কর্মশালার দ্বিতীয়ভাগে “ক্লাউড কম্পিউটিং ফর ইন্ডাস্ট্রি/বিজনেসেস: ড্রাইভিং ডিজিটাল ট্রান্সফরমেসন”এর উপর আলোচক জনাব রিফাত রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা, তিরজোক প্রাইভেট লিমিটেডও ভার্চুয়ালিজনাব মোঃখায়রুল আমিন, প্রাক্তন মহাপরিচালক, জাতীয়ডিজিটাল নিরাপত্তাসংস্থা “সাইবার সিকিউরিটি মেজারস ফর ইন্ডাস্ট্রি/বিজনেসেস” সেশনের মাধ্যমে তার বক্তব্য উপস্থাপন করেন এবং অংশগ্রহণকারী দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
কর্মশালার শেষ অংশে অংশগ্রহণকারীদের মতামত/ফিডব্যাক নেয়া হয় এবংবিসিআই এর পরিচালক ড. দেলোয়ার হোসেন রাজা সকলের নিকট সার্টিফিকেট বিতরণ করেন। বিসিআই এর সেক্রেটারি জেনারেল প্রধান আলোচক ও সকল অংশগ্রহণকারীকে আনুষ্ঠানিক বিদায় জানান এবং সকলকে বিসিআই এর বিভিন্ন কর্মসূচীর সাথে যুক্ত থাকার অনুরোধ জানান।
আমার বার্তা/এল/এমই

