
রাজধানীর হাজারীবাগ থানার আওতায় থাকা একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমী (৩০) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে কোনো পদে দায়িত্বে ছিলেন কি না তা এখনও নিশ্চিত করা যায়নি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা, পুরাতন কাঁচাবাজার রোড এলাকার জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জান্নাতারা রুমী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানার মো. জাকির হোসেনের মেয়ে। তার মায়ের নাম নুরজাহান বেগম।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সে এলাকায় থাকাকালীন এনসিপির রাজনীতির সাথে জড়িত ছিল। প্রাথমিকভাবে পুলিশ বলছে, রুমী আত্মহত্যা করেছে। পারিবারিকভাবে মানসিক চাপে থাকার কথা জানান পুলিশ।
আমার বার্তা/জেএইচ

