ই-পেপার মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

বিএনপি নেতাকে তুলে নিলো কোস্টগার্ড, অভিযানে অস্ত্র উদ্ধারের দাবি

আমার বার্তা অনলাইন
০৯ আগস্ট ২০২৫, ১৩:১০

কৃষক সমাবেশের এক দিন আগে সুবর্ণচরের চরবাটা ইউনিয়ন বিএনপির নেতা আবু বক্কর সিদ্দিক ওরফে মিজান মাঝিকে আটক করে নিয়ে যায় কোস্টগার্ড। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা পরদিন বিক্ষোভে ফেটে পড়েন এবং কোস্টগার্ডের এই অভিযানকে 'সাজানো নাটক' বলে অভিহিত করেছেন।

তবে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন মো. সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, হাতিয়ার বাংলাবাজার মাছঘাটে মিজান মাঝির মাছের আড়তে বিপুল অস্ত্র মজুত রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৮ আগস্ট) ভোররাত থেকে দুপুর পর্যন্ত অভিযান চালানো হয়। মিজান মাঝির স্বীকারোক্তি অনুযায়ী তাকে সঙ্গে নিয়ে বাংলা বাজার বিসমিল্লাহ মৎস্য আড়ত তল্লাশি করে ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি দেশীয় অস্ত্র এবং ২৯টি হাত বোমা জব্দ করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানানো হয়। বিজ্ঞপ্তিতে মিজান মাঝির বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি বলে উল্লেখ করা হয়।

কোস্টগার্ডের প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের আগেই শুক্রবার দুপুরে ভূঁইয়ার হাট বাজারে মিজান মাঝিকে হাত-পা ও চোখ বেঁধে তুলে নেওয়ার প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

মানববন্ধনে ভূঁইয়ার হাট বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নুরুল হুদা, ব্যবসায়ী আহসান উল্ল্যাহ, আবুল খায়ের, আব্দুল করিম, মধু, জহির প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, ‘আবু বক্কর সিদ্দিক মিজান মাঝি একজন সফল ও সৎ ব্যবসায়ী এবং বিএনপির একজন রাজনৈতিক নেতা। তার বিরুদ্ধে কোনো ধরনের দাঙ্গা-হাঙ্গামা অথবা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ নেই এবং থানায় কোনো মামলাও নেই। তারা অভিযোগ করেন, কোস্টগার্ডের সদস্যরা তার ঘরের দরজা ভেঙে তাকে হাত-পা ও চোখ বেঁধে তুলে নিয়ে যান। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা।’

আবু বক্কর সিদ্দিক মিজান মাঝির স্ত্রী আফরোজা বেগম অভিযোগ করে বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে ৩০-৩৫ জন লোক তাদের ঘরের ৩টি দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা নিজেদের কোস্টগার্ড পরিচয় দিয়ে আমার স্বামী মিজান মাঝির হাত-পা ও চোখ বেঁধে ফেলে। তারা ঘরের সমস্ত আসবাবপত্র ভেঙে-চুরে তছনছ করে এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। পরে তারা আমার মাথায় পিস্তল ঠেকিয়ে কোনো মালামাল লুট হয়নি এবং কোনো ক্ষতি করা হয়নি মর্মে মুঠোফোনে আমার কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করে। পরে কোস্টগার্ড সদস্যরা আমার স্বামীকে তুলে নিয়ে যান।’

মিজান মাঝির ছেলে শাহাদাত হোসেন রুবেল বলেন, ‘আমার বাবা চরবাটা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে বাবার বিরুদ্ধে চরজব্বর থানায় অথবা অন্য কোথাও কোনো মামলা বা অভিযোগ নেই। আমাদের এলাকায় চারবারের নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান সাহেব আসবেন। তার অনুষ্ঠান সফল করতে বাবা নিরলসভাবে কাজ করে যাচ্ছিলেন। তার এক দিন আগে বাবাকে গ্রেপ্তার করে এমন অস্ত্রের নাটক দেখানো হলো, আমরা আসলে লজ্জিত। রাজনীতি ও ব্যবসায়িক কারণে আমার বাবার বিরুদ্ধে কিছু লোক শত্রুতা করেছে। তারাই কোস্টগার্ডকে দিয়ে বাবাকে তুলে নিয়ে গেছেন।’

তিনি আরও বলেন, ‘আমার বাবাকে শুক্রবার রাত ৩টায় নিয়ে গেলেও দুপুর ২টা পর্যন্ত থানায় হস্তান্তর না করে অস্ত্র উদ্ধারের নামে নাটক সাজিয়ে অস্ত্র, ডাকাতিসহ বিভিন্ন খারাপ মামলায় জড়ানো হয়েছে। আমাদের বাড়ি পার হয়ে মেঘনা নদী পার হয়ে বাবার একটি মাছের দোকানে বাবাকে নিয়ে গিয়ে অস্ত্র পাওয়ার নাটক সাজায়। অথচ বাবা গত ছয় মাসেও সেই আড়তে যাননি।’

সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ বি এম জাকারিয়া বলেন, ‘মিজান মাঝি দলের পরীক্ষিত নেতা। রাতের অন্ধকারে তাকে বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছে—ঘটনাটির সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। অস্ত্র উদ্ধারের ঘটনায় আমরা বিব্রত। আমরা ন্যায়বিচার চাই।’

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ‘আবু বক্কর ছিদ্দিক ওরফে মিজান মাঝিকে আজ শুক্রবার বিকেলে থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড। তার বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে। এ ছাড়া উদ্ধার করা অস্ত্রগুলো থানায় জমা দেওয়া হয়েছে।’

আমার বার্তা/জেএইচ

তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজে নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

কিশোরগঞ্জের তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

আখাউড়াতে ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছে। সোমবার ১৫

কিশোরগঞ্জের খুদে ফুটবল জাদুকর জিসানের দায়িত্ব নিলেন তারেক রহমান

কিশোরগঞ্জের কটিয়াদীর খুদে ফুটবলার জিসানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৫ সেপ্টেম্বর)

ভাঙ্গায় সাংবাদিককে কুপিয়ে আহত, মসজিদে আশ্রয় নিলেন পুলিশ সদস্যরা

সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস ও পুলিশের করা মামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফরিদপুরের ভাঙ্গা। বিক্ষোভ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সার আমদানির প্রথম কার্যাদেশ প্রদানে সরকারের প্রায় ২৩৪ কোটি টাকা সাশ্রয়

তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজে নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

আখাউড়াতে ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২

জুলাই সনদ-পিআর নিয়ে হার্ডলাইনে জামায়াতসহ তিন ইসলামী দল

কিশোরগঞ্জের খুদে ফুটবল জাদুকর জিসানের দায়িত্ব নিলেন তারেক রহমান

আমরা কারসাজির ক-ও বুঝি না, রাকসু নির্বাচন সুষ্ঠু করতে চাই: রাবি উপাচার্য

ভারত ম্যাচের রেফারির বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ পাকিস্তানের

হাসিনা বিরোধীপক্ষকে হিটলারের মতো দমন করতেন: মাহমুদুর রহমান

মুক্তিযুদ্ধ অস্বীকার করলে বাংলাদেশকেই অস্বীকার করা হবে: জামায়াত নেতা

জকসু নির্বাচন ও বৃত্তির দাবিতে লাগাতার কর্মসূচি ঘোষণা শিবিরের

দাম চাঙা রাখতে বাজার থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আরও গভীর করতে চান প্রধান উপদেষ্টা

বাংলাদেশে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় ইইউ

অতীতের নির্বাচনী কালিমা থেকে বের হতে হবে পুলিশকে: ডিএমপি কমিশনার

ভাঙ্গায় সাংবাদিককে কুপিয়ে আহত, মসজিদে আশ্রয় নিলেন পুলিশ সদস্যরা

বিজিএমইএ-ইউএসটিআর বৈঠক: দ্বিপাক্ষিক বাণিজ্য ও পাল্টা শুল্ক কমানোয় আশাবাদ

পল্লী সঞ্চয় ব্যাংকে উত্তেজনা অবরুদ্ধ এমডি সালমা বানু

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন গণঅধিকার পরিষদ সভাপতি নুর

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬ জন

রাজধানীর বিভিন্ন এলাকা হতে ড্রাগ সরবরাহকারী সিন্ডিকেটের সদস্য গ্রেপ্তার