বাসচাপায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী নেতা নিহতের ঘটনায় চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন দলটির নেতাকর্মীরা। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ।
বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে সম্পূর্ণ অচল হয়ে পড়েছে চট্টগ্রাম-রাঙামাটি এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি যোগাযোগ ব্যবস্থা। রাঙামাটি ও খাগড়াছড়ির প্রবেশদ্বার হাটহাজারী বাসস্ট্যান্ড, হাটহাজারী বাজার, হাটহাজারী কলেজ গেটসহ গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল একেবারে বন্ধ রয়েছে।
এ বিষয়ে রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ জানান, পরিস্থিতি শান্ত করতে এবং অবরোধ তুলে নিতে আলোচনার চেষ্টা করছি। দুর্ঘটনায় নিহতের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, হাটহাজারী-রাউজান মহাসড়কের শান্তির দ্বীপ এলাকায় মঙ্গলবার (৭ অক্টোবর) বাসচাপায় ঘটনাস্থলেই হেফাজতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সোহেল চৌধুরী নিহত হন। নিহত সোহেল চৌধুরীর বাড়ি সন্দ্বীপ উপজেলায় হলেও তিনি রাউজান পৌরসভার মেডিকেল গেট এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
আমার বার্তা/এল/এমই