
মাত্র ১১২ টাকার আবেদন ফিতে সম্পূর্ণ স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের রাজস্ব বিভাগের ৭ ক্যাটাগরির ১৪টি পদে নিয়োগ সম্পন্ন হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নির্বাচিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন।
জানা গেছে, এই ১৪টি পদে মোট ১ হাজার ২৩৩ জন আবেদন করেছিলেন। গত ২৪ অক্টোবর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং একই দিন ফলাফল প্রকাশ করা হয়। এরপর ২৮ অক্টোবর মৌখিক পরীক্ষা শেষে ২ নভেম্বর গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর সোমবার আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র প্রদান করা হয়।
নিয়োগপ্রাপ্ত আড়াইহাজারের দয়াকান্দা এলাকার হাবিব উল্লাহ বলেন, পুরো নিয়োগপ্রক্রিয়া অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের জটিলতা বা অনিয়মের মুখোমুখি হতে হয়নি। যদি এ ধারা অব্যাহত থাকে, তবে জনগণের মধ্যে সরকারি চাকরি নিয়ে নতুন করে আস্থা জন্মাবে।
আরেক নিয়োগপ্রাপ্ত জুবাইদা মারুফা বলেন, নিয়োগ প্রক্রিয়াটি ছিল সম্পূর্ণ স্বচ্ছ ও সময়সাশ্রয়ী। এতো দ্রুত ও নিরপেক্ষভাবে নিয়োগ আগে কখনও দেখিনি। এই ধারা বজায় থাকলে যোগ্যরাই এগিয়ে যাবে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সরকারি চাকরিতে নিয়োগ মানেই ‘যদি কিন্তু’ সমাজে এমন ধারণা প্রচলিত রয়েছে। আমরা সেই ধারণা ভাঙতে চেয়েছি। শুরু থেকেই প্রতিজ্ঞা করেছিলাম, এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে এবং মাত্র ১১২ টাকায় সম্পন্ন করব, সেটিই করেছি।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চেতনা হলো মেধা ও যোগ্যতার ভিত্তিতে অগ্রগতি নিশ্চিত করা। সেই চেতনাতেই শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা হয়েছে। আশা করি, নিয়োগপ্রাপ্তরা কর্মক্ষেত্রে নিষ্ঠা ও সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করবেন।
আমার বার্তা/এমই

