বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী ক্রিপ্টোকারেন্সির দাম। ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোয় চাঙ্গা হয়ে উঠেছে বিটকয়েনের বাজার। এছাড়া দাম বেড়েছে ইথার, বাইন্যান্স ও সোলানারও।
ট্রেড ইকোনমিকসের তথ্য বলছে, দাম বেড়েছে ক্রিপ্টো জগতের সবচেয়ে জনপ্রিয় মুদ্রা বিটকয়েনের। সপ্তাহ ব্যবধানে ৯ দশমিক ৬৩ শতাংশ বেড়ে শুক্রবার (৩ অক্টোবর) সকালে এই ভার্চুয়াল মুদ্রা বিক্রি হচ্ছে ১ লাখ ২০ হাজার ৪৮৯ ডলারে। মাস ব্যবধানে বেড়েছে ৮ দশমিক ৬৩ শতাংশ।
রয়টার্স বলছে, প্রতি বছর অক্টোবরে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায় বিটকয়েনের। তবে চলতি বছর ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোতে ডলারের মান দুর্বল হয়ে পড়ায় বিনিয়োগকারীরা আরও বেশি ঝুঁকছেন ডিজিটাল এই মুদ্রার বিনিয়োগে।
দাম বেড়েছে ক্রিপ্টোজগতের আরেক জনপ্রিয় মুদ্রা ইথারের। সপ্তাহ ব্যবধান ১২ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতিটি এই ক্রিপ্টোমুদ্রা বিক্রি হচ্ছে ৪ হাজার ৫২৬ ডলারে।
উর্ধ্বমুখী বাইন্যান্সের দামও। এক সপ্তাহে বেড়েছে ১৫ দশমিক ৪২ শতাংশ। বিক্রি হচ্ছে ১ হাজার ১১১ ডলারে।
এদিকে, এক দিনের ব্যবধানে সোলানার নিম্নমুখী প্রবণতা দেখা গেলেও সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে ১৪ দশমিক ৪৮ শতাংশ। প্রতিটি মুদ্রা বেচাকেনা হচ্ছে ২৩৩ ডলার ১৫ সেন্টে।
আমার বার্তা/এল/এমই