গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন তরুণ সাংবাদিক ও উদ্যোক্তা শাকিলুর রহমান (শাকিল)। ডিজিটাল মিডিয়া ও মার্কেটিংয়ে বিশেষ অবদান রাখায় তাকে এই সম্মাননা দেওয়া হয়। সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। এই অনুষ্ঠানটির আয়োজন করে এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন ও গ্লোবাল মিডিয়া ফোরাম অব বাংলাদেশ। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই। পুরস্কার পেয়ে ভীষণ উচ্ছ্বসিত শাকিলুর রহমান। তিনি বলেন, ‘কাজের স্বীকৃতি হিসেবে যেকোনো পুরস্কারই অনুপ্রেরণা জোগায়। আর স্বীকৃতি সব সময়ই আনন্দের। কিছু কিছু স্বীকৃতি দায়িত্বকে আরও অনেক বাড়িয়ে দেয়। কৃতজ্ঞতা জানাই আয়োজকদেরকে, আমাকে যোগ্য মনে করার জন্য। ডিজিটাল মিডিয়া ও মার্কেটিংয়ে এটা আমার তৃতীয় সম্মাননা। ডিজিটাল মিডিয়া ও মার্কেটিং নিয়ে আমি দীর্ঘদিন কাজ করতে চাই। কারণ আমি এই কাজটিকে ভালোবাসি।' শাকিল টেলিভিশন চ্যানেল এসএ টিভিতে ডিজিটাল মিডিয়া ও মার্কেটিং বিভাগে কর্মরত আছেন। ২০১৪ সালে দেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সাংবাদিকতার ক্যারিয়ার শুরু করেন। এরপর পর্যায়ক্রমে ইউনিসেফ বাংলাদেশ, দৈনিক জনকণ্ঠ ও চ্যানেল আইয়ে কাজ করেন তিনি। অনুষ্ঠানে টেলিভিশন ও প্রিন্ট মিডিয়া ব্যক্তিত্বের পাশাপাশি দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, অভিনেত্রী রুনা খান, অভিনেত্রী সামিরা খান মাহি ও মডেল পিয়া জান্নাতুলসহ ৩৮ জনকে পুরস্কার দেওয়া হয়। উল্লেখ্য, বর্তমানে শাকিলুর রহমান বিনোদন সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (সিজেএফবি) যুগ্ম সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন (ইমা), বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এবং বৃহত্তর যশোর সাংবাদিক ফোরামের সদস্য এবং জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা প্লাটিনামের পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করছেন।