
মানুষের জন্য গান বাঁধেন আর স্রোতের বিপরীতে কথা বলেন কবীর সুমন। প্রথা বিরোধী মন্তব্যের কারণে দুই বাংলার জনপ্রিয় গানওয়ালাকে মাঝে মাঝেই পশ্চিমবঙ্গে সমালোচিত হতে হয়। এবার তিনি গর্জে উঠলেন হিন্দি ও হিন্দুত্ববাদের আগ্রাসনের বিরুদ্ধে।
কবীর সুমন বলেন, “বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এরপর তো বলা হবে হিন্দিতেই গান গাইতে। এই হিন্দি-হিন্দুত্ব সাম্রাজ্যবাদ রুখতে হবে। তা না পারলে এরপর দেখবেন এই চলচ্চিত্র উৎসবও দেখবেন বাংলাভাষার আর কোনো জায়গা নেই। এর মানে এই নয় যে বাঙালিয়ানা, কিন্তু এই যে ধর্মভিত্তিক সবকিছু এটা তো কস্মিনকালেও ছিল। এই আগ্রাসনের যে বাড়বাড়ন্ত তা যদি এখনই প্রতিরোধ ও প্রতিবাদ না করা সম্ভব হয় তাহলে আগামীতে অসুবিধার মুখে পড়তে হবে বঙ্গবাসীকেই।”
সম্প্রতি ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসেছিলেন কবীর সুমন। সেখানেই গলা চড়ান হিন্দুত্ববাদের বিরুদ্ধে। সোনার বাংলা বিতর্কেও মুখ খুলেছেন বর্ষীয়ান এই গায়ক।
তিনি বলেন, “আমার বাবা সুধীন চট্টোপাধ্যায় এই গান প্রথম প্লে ব্যাক করেছিলেন ছবিতে আমার বাবা সুধীন চট্টোপাধ্যায়। সেটা বাংলাদেশের জাতীয় সংগীত। কিন্তু এখানে সেটা আমার গান। এই গান সবার। আমি যে কোনো গান গাইব। তাতে কার কী?”

