ই-পেপার সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের সাথে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় পাকিস্তান

বলছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
আমার বার্তা অনলাইন
২৭ এপ্রিল ২০২৫, ১৩:৫৭

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় পাকিস্তান। এমন কথাই জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। পাকিস্তান ও বাংলাদেশের জনগণের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

সংবাদমাধ্যমটি বলছে, বাংলাদেশের ৫৪তম জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ একথা বলেন। ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান ও তার স্ত্রী রওশন নাহিদ অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেন, দুই দেশের রাজধানীই অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে অত্যন্ত মূল্য দিই এবং বিভিন্ন খাতে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী।”

তিনি বাংলাদেশের সরকার ও জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানান।

এছাড়া খাজা আসিফ বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নতির প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক ও বন্ধনকে আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধন দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছে।

বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান — যিনি সম্প্রতি ঢাকা থেকে ফিরে গেছেন এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচের নেতৃত্বে অনুষ্ঠিত ১৫ বছর পর হওয়া দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনায় অংশ নিয়েছেন — তিনি নিজ দেশের জাতীয় দিবস উপলক্ষ্যে প্রথমবারের মতো এই সংবর্ধনার আয়োজন করেন। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের ব্যাপক উপস্থিতিতে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।

হাইকমিশনার তার বক্তব্যে পাকিস্তানের সঙ্গে মজবুত ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ইচ্ছার কথা জানান। তিনি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও আতিথেয়তার পরিবেশ তুলে ধরেন এবং পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী অধ্যাপক আহসান ইকবাল চৌধুরী, ড. তারিক ফজল চৌধুরী, মঈন ওয়াট্টু, হাম কামাল, খেল দাস কোহিস্তানি, মালিক রশীদ আহমদ, কায়সার আহমদ শেখ ও মোহাম্মদ জুনায়েদ আনোয়ার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কূটনৈতিক মিশনের সদস্য, নাগরিক সমাজ, গণমাধ্যম ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার যেমন বাঙালি রসগোল্লা ও বেকি মাছের পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং ২০২৪ সালের গণআন্দোলনে অংশগ্রহণকারীদের অবদান স্মরণ করেন। তিনি বলেন, দুই দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে হবে।

অনুষ্ঠানের শুরুতে দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং প্রধান অতিথি, হাইকমিশনার ও অন্যান্য বিশেষ অতিথিরা একসঙ্গে কেক কাটেন।

আমার বার্তা/জেএইচ

পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমস

জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে

পাকিস্তানের পাসনিতে বোমা হামলায় উড়ে গেলো গাড়ি, নিহত ২

পাকিস্তানের উপকূলীয় শহর পাসনিতে এক গাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির দুইজন নিরাপত্তা রক্ষী

ভারতীয় ভোটার হয়েও স্বামী–সন্তান রেখে পাকিস্তান চলে যেতে হচ্ছে সারদাকে

ভোটার আইডি কার্ড থাকার পরও ভারতে থাকা অনিশ্চিত হয়ে পড়েছে সারদা বাই নামে ওডিশার এক

চাইল্ড মেসেজ ফিলিস্তিনি শিশু সাংবাদিক জয় করলেন ভালোবাসা

ফিলিস্তিনের চলমান খাদ্য সংকট নিয়ে রোববার (২৭ এপ্রিল) প্রথম আন্তর্জাতিক শিশু নেটওয়ার্ক চাইল্ড মেসেজ একটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার মামলায় বিব্রত আদালত

ঐকমত্যে আসা সব সংস্কার বর্তমান সরকারকেই বাস্তবায়ন করতে হবে: নুর

পটুয়াখালীর বাউফলে পেট্রোলের আগুনে দগ্ধ জামায়াত নেতা

বৈশাখের তীব্র গরমে স্বস্তির আশ্বাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

সংগ্রামের গল্পে নতুন প্রজন্মের অনুপ্রেরণা

চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে জামায়াতের বৈঠক

তারুণ্যের ভাবনা নিয়ে বিএনপির তিন সংগঠনের ৮ দিনের কর্মসূচি

পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমস

এক-দেড় মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করা সম্ভব: আমির খসরু

সবাই মিলে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই লক্ষ্য: আলী রীয়াজ

অনলাইন জুয়ার নামে টাকা পাচারের অভিযোগ, বিশেষ সহকারীর হুঁশিয়ারি

পাকিস্তানের পাসনিতে বোমা হামলায় উড়ে গেলো গাড়ি, নিহত ২

শিক্ষার্থীদের মানবাধিকারের পক্ষে কাজ করবে 'ঢাবি হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন'

৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি ফারহান, সম্পাদক নিলয়

অধ‍্যাপক ইউনূস বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশে পরিণত করবেন

ইসলামে নারীর অধিকার

ভারতীয় ভোটার হয়েও স্বামী–সন্তান রেখে পাকিস্তান চলে যেতে হচ্ছে সারদাকে

রোহিঙ্গাদের জন্য সাড়ে ৩ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান

গরুকে ঘাস খাওয়াতে গিয়ে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

চাইল্ড মেসেজ ফিলিস্তিনি শিশু সাংবাদিক জয় করলেন ভালোবাসা