ই-পেপার শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

মাটির নিচের ইউরেনিয়াম ইরান উদ্ধার করার আশঙ্কা প্রকাশ করেছেন ইসরাইল

আমার বার্তা অনলাইন:
১২ জুলাই ২০২৫, ১২:০৯
আপডেট  : ১২ জুলাই ২০২৫, ১২:১৪

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ইস্পাহানের পারমাণবিক স্থাপনার মাটির নিচে চাপা পড়ে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম ইরান উদ্ধার করতে পারবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইসরাইলি কর্মকর্তারা।

গত মাসে ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। জবাবে ইসরাইলে পাল্টা ক্ষেপণাস্ত্র শুরু করে ইরান। একপর্যায়ে ইসরাইলের সঙ্গে যোগ দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র।

হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, আমেরিকান সেনাবাহিনীর হামলায় ইরানের তিনটি পরমাণু স্থাপনাগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে গেছে। যদিও কিছু মার্কিন গোয়েন্দা সংস্থা এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেন। এর মধ্যেই একজন জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তা বলেছেন, ভূগর্ভস্থ চাপা ইউরেনিয়াম উদ্ধার করতে পারে ইরান।

বুধবার (৯ জুলাই) সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইসরাইলি কর্মকর্তা বলেন, ইস্পাহানে চাপা পড়ে থাকা ইউরেনিয়াম পাওয়া কঠিন হবে এবং যদি সেগুলো উদ্ধারের প্রচেষ্টা হলে ইসরাইল ইরানে নতুন করে হামলা চালাবে।

তিনি আরও বলেন, তাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরানের বড় একটি ইউরেনিয়াম মজুত ইস্পাহানে সংরক্ষিত ছিল, যা ২২ জুন ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এ ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়।

তবে ওই কর্মকর্তা বলেন, ইরান যদি ইউরেনিয়াম উদ্ধারের চেষ্টা করে, তা হলে সেটি নজরে আসবে এবং ইসরায়েল তখনই ব্যবস্থা নেবে। ইসরাইলের মূল্যায়ন অনুযায়ী, এই হামলায় ইরানের পরমাণু কর্মসূচি অন্তত দুই বছর পিছিয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের সদস্যরা বারবার বলেছেন, ইরানের পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র আন্না কেলি এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প বহুবার বলেছেন, অপারেশন মিডনাইট হ্যামার ইরানের পরমাণু স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করেছে। তার সাহসী নেতৃত্বে বিশ্ব আজ অনেক বেশি নিরাপদ।’

এদিকে মার্কিন বিমান হামলায় ইরানের তিনটি পরমাণু স্থাপনার পারমাণবিক কর্মসূচি ১ থেকে ২ বছর পিছিয়ে গেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন।

সূত্র: বিবিসি

আমার বার্তা/এল/এমই

কানাডায় কপিল শর্মার ক‍্যাফেতে গোলাগুলি

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের সারেতে অবস্থিত ভারতীয় জনপ্রিয় কৌতুক শিল্পী কপিল শর্মার মালিকানাধীন একটি ক‍্যাফেতে

দিল্লিতে একটি চারতলা ভবন ধস, দুইজনের মৃত্যু

ভারতের রাজধানী নয়াদিল্লির ওয়েলকাম এলাকায় একটি চারতলা ভবন ধসে পড়েছে। এতে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে।

কিউবার প্রেসিডেন্টের উপর দিয়েছে মার্কিন নিষেধাজ্ঞা

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল এবং তার সরকারের শীর্ষ নেতার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার লঙ্ঘনের

ছয় সপ্তাহে ইসরায়েলি হামলায় ত্রাণ নিতে যাওয়া প্রায় ৮০০ জন নিহত

গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালাচ্ছে ইসরায়েল। গত ৬ সপ্তাহে ইসরায়েলি বাহিনীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডায় কপিল শর্মার ক‍্যাফেতে গোলাগুলি

মিটফোর্ড হত্যাকাণ্ডের মূল তিন আসামিকে বাদ দেওয়া রহস্যজনক

দিল্লিতে একটি চারতলা ভবন ধস, দুইজনের মৃত্যু

চাঁদাবাজি নয়, ভাঙারি দোকান দখল নিয়েই সোহাগকে হত্যা: প্রাথমিক তদন্ত

আখাউড়া ও কসবায় প্রায় ৫ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

মিটফোর্ডের ঘটনায় কিছু রাজনৈতিক দল ফায়দা নেওয়ার চেষ্টা করছে: রিজভী

সারাদেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরি হচ্ছে: আইজিপি

কিউবার প্রেসিডেন্টের উপর দিয়েছে মার্কিন নিষেধাজ্ঞা

রাজসাক্ষী হিসেবে সহায়তার শর্তে চৌধুরী মামুনকে ক্ষমা: ট্রাইব্যুনাল

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঘুরতে গিয়ে নৌকাডুবি

তারা প্রতি মাসে দুই লাখ করে টাকা চায়, না দেওয়ায় মেরেই ফেললো

রাজনৈতিক সংস্কৃতি সংশোধন জরুরি: আলী রীয়াজ

বিচার-সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর যুক্তি আর চলবে না

মিটফোর্ডের হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ: রুমিন ফারহানা

যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে: উপ-প্রেস সচিব

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জবি পদার্থবিজ্ঞান অ্যালামনাইয়ের নেতৃত্বে ড. নজরুল ও ড. হাসনাত

অপরাধীর কোনো ছাড় নেই, দেশের নিরাপত্তায় র‌্যাব সদা প্রস্তুত: মহাপরিচালক

রাজনীতিতে যারা এতিম তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়: খোকন

শিক্ষক-ম্যানেজিং কমিটির সরাসরি আবেদন বন্ধে কড়া নির্দেশনা