ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ ধসের কবলে পড়ল যাত্রীবাহী বাস। এতে অন্তত ১৮ জনের মৃত্যুর খবর মিলেছে। এছাড়াও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন বলে জানা গেছে।
স্থানীয় গণমাধ্যমের খবর, মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় হিমাচলের বিলাসপুর জেলায় ভয়াবহ ভূমিধস নামে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে কমপক্ষে ১৮ জন বাসযাত্রী নিহত হয়েছেন। ৩০-৩৫ জন যাত্রী ছিলেন বাসটিতে।
হরিয়ানার রোহতক থেকে হিমাচল প্রদেশের বিলাসপুরের দিকে যাচ্ছিল বাসটি। পাঠানকোট-মান্ডী জাতীয় সড়কে ভালুঘাট এলাকায় সেটি দুর্ঘটনার কবলে পড়ে।
হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এ ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি দ্রুত উদ্ধারকাজ পরিচালনার নির্দেশ দিয়েছেন স্থানীয় প্রশাসনকে।
সামাজিক মাধ্যমে হিমাচলের মুখ্যমন্ত্রী লেখেন, ‘বিশাল ভূমিধসে একটি বাসের প্রায় ১০ জনের প্রাণহানির খবর এসেছে। আশঙ্কা করা হচ্ছে, আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন।’
সুখু আরও জানান, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের সমস্ত যন্ত্রপাতি নিয়ে উদ্ধারকাজ চালানোর নির্দেশ দেয়া হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বক্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, বাসের ওপর বিশাল আকারের ধস নামে। যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা কম। ইতোমধ্যে এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবার প্রতি ২ লাখ এবং আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা দেন।
আমার বার্তা/এল/এমই