ই-পেপার রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

ভিসা জটিলতায় কর্মীদের সতর্ক করল গুগল ও অ্যাপল

আমার বার্তা অনলাইন
২১ ডিসেম্বর ২০২৫, ১১:০৮

যুক্তরাষ্ট্রে কর্মরত ভিসাধারী কর্মীদের আন্তর্জাতিক ভ্রমণ এড়িয়ে চলতে সতর্ক করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল ও অ্যাপল। ভিসা নবায়ন ও পুনঃপ্রবেশ প্রক্রিয়ায় অস্বাভাবিক বিলম্বের আশঙ্কায় এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগল ও অ্যাপলের পক্ষে কাজ করা অভিবাসন আইন সংস্থাগুলো কর্মীদের এই পরামর্শ দিয়েছে। গুগলের প্রতিনিধিত্ব করছে বিএএল ইমিগ্রেশন ল। আর অ্যাপলের পক্ষে কাজ করছে ফ্র্যাগোমেন।

প্রতিবেদনে দেখা গেছে, এসব আইন সংস্থার পাঠানো অভ্যন্তরীণ স্মারকে বলা হয়েছে— যেসব কর্মীর বৈধ এইচ-১বি ভিসা স্ট্যাম্প নেই তাদের আপাতত যুক্তরাষ্ট্রের বাইরে না যাওয়াই ভালো।

ফ্র্যাগোমেনের এক স্মারকে বলা হয়, সাম্প্রতিক পরিবর্তন ও অনিশ্চিত পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রে ফেরার সময় দীর্ঘ বিলম্ব হতে পারে। তাই আন্তর্জাতিক ভ্রমণ এড়িয়ে চলার জোর সুপারিশ করা হচ্ছে।

এই সতর্কতার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়ায় নতুন কড়াকড়ি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বিজনেস ইনসাইডারকে জানান, এখন প্রতিটি ভিসা আবেদন আরও গভীরভাবে যাচাই করা হচ্ছে। নিরাপত্তা যাচাইকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

স্যালন ম্যাগাজিন জানিয়েছে, ডিসেম্বর মাসে ভিসা নবায়নের জন্য নিজ দেশে যাওয়া শতাধিক ভারতীয় প্রযুক্তি পেশাজীবীর দূতাবাস অ্যাপয়েন্টমেন্ট বাতিল বা পুনর্নির্ধারণ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম যাচাইয়ের নতুন নিয়মের কারণেই এমনটি হয়েছে বলে জানা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে ভিসাধারী কর্মীদের ঝুঁকি বেড়েছে। একবার দেশ ছাড়লে নির্ধারিত সময়ে যুক্তরাষ্ট্রে ফেরা অনিশ্চিত হয়ে উঠতে পারে। এতে চাকরি, বাসস্থান ও পরিবারের ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে।

এর আগে গত সেপ্টেম্বরেও একই ধরনের সতর্কতা দিয়েছিল বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। তখন হোয়াইট হাউস ঘোষণা দেয়, এইচ-১বি ভিসার জন্য নিয়োগকর্তাদের অতিরিক্ত এক লাখ ডলার ফি দিতে হবে। সে সময়ও ভিসা প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাত অনেকটাই নির্ভরশীল অভিবাসী কর্মীদের ওপর। গুগল, অ্যাপলসহ বড় কোম্পানিতে বিপুলসংখ্যক বিদেশি প্রকৌশলী ও গবেষক কাজ করেন। ভিসা জটিলতা দীর্ঘ হলে এর প্রভাব উদ্ভাবন ও উৎপাদনশীলতার ওপর পড়তে পারে।

এ বিষয়ে গুগল ও অ্যাপলের সঙ্গে যোগাযোগ করেছে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ। তবে প্রতিষ্ঠান দুটি কোনো মন্তব্য করেনি।

বর্তমান পরিস্থিতিতে অভিবাসন বিশেষজ্ঞরা কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ না করা। ভিসার কাগজপত্র হালনাগাদ রাখা এবং নিয়োগকর্তার আইনি পরামর্শ নিয়মিত নেওয়ার কথাও বলা হচ্ছে।

ভিসা প্রক্রিয়ার এই অনিশ্চয়তা যুক্তরাষ্ট্রে কর্মরত হাজারো প্রযুক্তি পেশাজীবীর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

আমার বার্তা/জেএইচ

অ্যালেক্সা ২০২৫ সালে সবচেয়ে বেশি যেসব প্রশ্নের মুখোমুখি হয়েছে

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী অ্যালেক্সা এখন অনেক ঘরের নিত্যসঙ্গী। গান চালানো, টাইমার সেট করা, আবহাওয়ার খবর

বিশ্বজুড়ে গুগল-ইউটিউবে বড় ধরনের বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারী

বিশ্বজুড়ে হঠাৎ করেই গুগল ও ইউটিউবের পরিষেবায় বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। গতকাল বিভিন্ন দেশে

বিবিএসের জরিপ: বর্তমানে দেশের ৮১ শতাংশ মানুষ মুঠোফোন ব্যবহার করেন

বর্তমান সময়ে মুঠোফোন ব্যবহার করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তবু এখনো সমাজের একটি

বাড়ছে মোবাইল-ইন্টারনেট ব্যবহার, কমছে টেলিভিশনের দাপট

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যানুযায়ী, দেশের মানুষের জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আসছে। বিশেষ করে তথ্যপ্রযুক্তির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ৯

হাতিরঝিলে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে ভাই-বোনের মৃত্যু

বিশ্বে প্রথম ৭০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক ইলন মাস্ক

রেকর্ড ছুঁয়ে রোনালদোকে উৎসর্গ করলেন এমবাপে

জেলেনস্কিকে ‘নির্বাচনকালীন’ যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন পুতিন

পটুয়াখালীর সোনালী ব্যাংক মোড়কে ‘শহিদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা

অ্যালেক্সা ২০২৫ সালে সবচেয়ে বেশি যেসব প্রশ্নের মুখোমুখি হয়েছে

সপ্তমবারের মত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেল আকিজ সিরামিকস

হাদির সমাধিস্থলের ছড়িয়ে পড়া ছবিটি ভুয়া: ডিএমপি

১৭ কোটি টাকা সম্পদমূল্যের কোম্পানিতে দায় রয়েছে ১৩৮ কোটি

শিল্পের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে বিসিআই

বাণিজ্যের সিংহভাগ চট্টগ্রাম অঞ্চলের ওপর নির্ভরশীল: গভর্নর

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

সৌদি আরবের বড় প্রস্তাব ফিরিয়ে দিলো বিসিবি

ছায়ানটে হামলা: সাড়ে ৩০০ জনের বিরুদ্ধে মামলা

নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম সাময়িক বন্ধ

হান্নান মাসউদকে হত্যার হুমকি: মূলহোতা আটক

প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল ৫ লাখ ৫৪ হাজার

ভিসা জটিলতায় কর্মীদের সতর্ক করল গুগল ও অ্যাপল