বাংলাদেশে কোনো জঙ্গি নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
মঙ্গলবার (০১ জুলাই) রাজধানীর হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার বর্ষপূর্তিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বলেন, বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গি নেই, সমস্যা হলো ছিনতাইকারী। এখন আমাদের মূল লক্ষ্য হলো তাদের দমন করা। যদি কখনো জঙ্গি তৎপরতা দেখা দেয়, তখন সেটা নিয়ে ভাবা হবে। আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদের মারছে বলেও মন্তব্য করেন তিনি।
হলি আর্টিজান হামলা তাহলে সাজানো ঘটনা ছিল কি না- এমন প্রশ্নের জবাবে সাজ্জাত আলী বলেন, ওটা সম্পর্কে আমি জানি না। তবে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। বাংলাদেশে পেটের দায়ে লোকে ছিনতাই করে।
২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশান-২ এলাকায় হোলি আর্টিজান বেকারিতে ঘটে ভয়াবহ জঙ্গি হামলা। এতে ১৭ বিদেশিসহ ২০ জন সাধারণ মানুষ নিহত হন। হামলা প্রতিহত করতে গিয়ে প্রাণ হারান পুলিশের দুই কর্মকর্তা। এই নৃশংস ঘটনার দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
হামলার পর থেকে প্রতি বছর ১ জুলাই গুলশান থানায় নিহত দুই পুলিশ সদস্যের স্মরণে নির্মিত ভাস্কর্য ‘দীপ্ত শপথ’-এ শ্রদ্ধা নিবেদন করতেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি, হোলি আর্টিজান যে বাড়িতে ছিল, সেখানে ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তারা শ্রদ্ধা জানাতেন।
তবে এবার কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি বলে জানিয়েছেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান।
আমার বার্তা/এমই