ই-পেপার বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

বুলাওয়ে টেস্টে জিম্বাবুয়েকে ৩২৮ রানে হারালো দক্ষিণ আফ্রিকা

আমার বার্তা অনলাইন:
০১ জুলাই ২০২৫, ১৯:০৩
বুলাওয়ে টেস্টে জিম্বাবুয়েকে ৩২৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

বুলাওয়ে টেস্টে প্রথম দিন ২৩ রানে তিন উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তারপর থেকে ম্যাচ তাদের হাতের মুঠোয় ছিল। জয়ের আনুষ্ঠানিকতা তারা সারলো চতুর্থ দিন চার ঘণ্টা খেলেই। ৩২৮ রানের বিশাল হার মানলো জিম্বাবুয়ে। দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বিশ্ব চ্যাম্পিয়নরা।

৫৩৭ রানের অসম্ভব লক্ষ্য ছিল জিম্বাবুয়ের সামনে। ১ উইকেটে ৩২ রানে নতুন দিনের খেলা শুরু করে তারা। আগের দিন ওপেনিং জুটি করবিন বোশের বলে ওপেনিং জুটি ভেঙে শেষ করে স্বাগতিকরা। মঙ্গলবার খেলতে নেমে দক্ষিণ আফ্রিকান বোলারের প্রথম বলে আউট হন নিক ওয়েলচ। সকালের সেশনে জিম্বাবুয়ের ধস এই উইকেট দিয়ে শুরু হয়।

আগের ইনিংসের সেঞ্চুরিয়ান শন উইলিয়ামসকে (২৬) বোশ নিজের তৃতীয় শিকার বানান। আর ১৯ রানের মধ্যে আরও ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে, সবগুলোই নেন কডি ইউসুফ।

৮৩ রানে ৬ উইকেট হারানোর পর জিম্বাবুয়ে প্রতিরোধ গড়ে ক্রেইগ আরভিন ও ওয়েলিংটন মাসাকাদজার ব্যাটে। ৬ উইকেটে ১৫০ রানে লাঞ্চে যায় তারা। বিরতি থেকে ফিরে ৮৩ রানের জুটি ভেঙে যায়। আরভিনকে ৪৯ রানে ফেরান বোশ। তারপর ভিনসেন্ট মাসেকেসাকে ফিরিয়ে প্রথমবার টেস্টে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি।

ওয়েলিংটন মাসাকাদজার ইনিংস সেরা ৫৭ রানের পর ব্লেসিং মুজারাবানির অপরাজিত ৩২ রানে দুইশ পার করে জিম্বাবুয়ে। ৬৬.২ ওভারে ২০৮ রানে শেষ হয় তাদের দ্বিতীয় ইনিংস।

প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান বোশ ১২ ওভারে ৪৩ রান দিয়ে ৫ উইকেট নেন। প্রথম ইনিংসের মতো এবারও দারুণ বোলিংয়ে ৩ উইকেট পান ইউসুফ।

লুয়ান দ্রে প্রিটোরিয়াস ম্যাচের সর্বোচ্চ স্কোরার। ১৫৩ রান করে হয়েছেন ম্যাচসেরা। প্রথম ইনিংসে তার সঙ্গে সেঞ্চুরি করেন বোশ। দক্ষিণ আফ্রিকার ৯ উইকেটে ৪১৮ রানের ইনিংস ঘোষণার সময় ১০০ রানে অপরাজিত ছিলেন তিনি।

জবাবে জিম্বাবুয়ে ২৫১ রান করে প্রথম ইনিংসে। ১৬৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা ৩৬৯ রান করে। ক্যারিয়ার সেরা ১৪৭ রান করেন উইয়ান মুল্ডার। ৫১ রান আসে অধিনায়ক কেশভ মহারাজের ব্যাটে।

বুলাওয়ে টেস্টে প্রথম দিন ২৩ রানে তিন উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তারপর থেকে ম্যাচ তাদের হাতের মুঠোয় ছিল। জয়ের আনুষ্ঠানিকতা তারা সারলো চতুর্থ দিন চার ঘণ্টা খেলেই। ৩২৮ রানের বিশাল হার মানলো জিম্বাবুয়ে। দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বিশ্ব চ্যাম্পিয়নরা।

৫৩৭ রানের অসম্ভব লক্ষ্য ছিল জিম্বাবুয়ের সামনে। ১ উইকেটে ৩২ রানে নতুন দিনের খেলা শুরু করে তারা। আগের দিন ওপেনিং জুটি করবিন বোশের বলে ওপেনিং জুটি ভেঙে শেষ করে স্বাগতিকরা। মঙ্গলবার খেলতে নেমে দক্ষিণ আফ্রিকান বোলারের প্রথম বলে আউট হন নিক ওয়েলচ। সকালের সেশনে জিম্বাবুয়ের ধস এই উইকেট দিয়ে শুরু হয়।

আগের ইনিংসের সেঞ্চুরিয়ান শন উইলিয়ামসকে (২৬) বোশ নিজের তৃতীয় শিকার বানান। আর ১৯ রানের মধ্যে আরও ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে, সবগুলোই নেন কডি ইউসুফ।

৮৩ রানে ৬ উইকেট হারানোর পর জিম্বাবুয়ে প্রতিরোধ গড়ে ক্রেইগ আরভিন ও ওয়েলিংটন মাসাকাদজার ব্যাটে। ৬ উইকেটে ১৫০ রানে লাঞ্চে যায় তারা। বিরতি থেকে ফিরে ৮৩ রানের জুটি ভেঙে যায়। আরভিনকে ৪৯ রানে ফেরান বোশ। তারপর ভিনসেন্ট মাসেকেসাকে ফিরিয়ে প্রথমবার টেস্টে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি।

ওয়েলিংটন মাসাকাদজার ইনিংস সেরা ৫৭ রানের পর ব্লেসিং মুজারাবানির অপরাজিত ৩২ রানে দুইশ পার করে জিম্বাবুয়ে। ৬৬.২ ওভারে ২০৮ রানে শেষ হয় তাদের দ্বিতীয় ইনিংস।

প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান বোশ ১২ ওভারে ৪৩ রান দিয়ে ৫ উইকেট নেন। প্রথম ইনিংসের মতো এবারও দারুণ বোলিংয়ে ৩ উইকেট পান ইউসুফ।

লুয়ান দ্রে প্রিটোরিয়াস ম্যাচের সর্বোচ্চ স্কোরার। ১৫৩ রান করে হয়েছেন ম্যাচসেরা। প্রথম ইনিংসে তার সঙ্গে সেঞ্চুরি করেন বোশ। দক্ষিণ আফ্রিকার ৯ উইকেটে ৪১৮ রানের ইনিংস ঘোষণার সময় ১০০ রানে অপরাজিত ছিলেন তিনি।

জবাবে জিম্বাবুয়ে ২৫১ রান করে প্রথম ইনিংসে। ১৬৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা ৩৬৯ রান করে। ক্যারিয়ার সেরা ১৪৭ রান করেন উইয়ান মুল্ডার। ৫১ রান আসে অধিনায়ক কেশভ মহারাজের ব্যাটে।

আমার বার্তা/এমই

৪০ বছর বয়সেও কমেনি জোর, ফাফ ডু প্লেসির বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোদমে বিদায় বলেননি, তবে ২০২১ সালের পর থেকেই দক্ষিণ আফ্রিকা জাতীয় দলে ব্রাত্য

ইন্টার মিলানের হৃদয় ভেঙে বিশ্বকাপের কোয়ার্টারে ব্রাজিলিয়ান ক্লাব

শুরু আর শেষটায় দুই গোল, মাঝে বল দখল থেকে শুরু করে সবদিক থেকেই এগিয়ে ছিল

বিপিএলে দল নিতে আবেদন করেছে নোয়াখালী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চলতি বছরের ডিসেম্বরে। আসন্ন এই

পাকিস্তান টেস্ট দলের নতুন কোচ আজহার মেহমুদ

পাকিস্তান টেস্ট দলের অন্তর্বর্তী প্রধান কোচ হয়েছেন দেশটির সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ। এর আগে পাকিস্তানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীঘিনালায় বিদ্যুৎ অফিস এর দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

ধর্মপাশায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, পুলিশ কনস্টেবল গ্রেফতার

ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান

সংস্কারের কথা বিএনপিই সবার আগে বলেছে: মির্জা ফখরুল

শহীদদের আত্মত্যাগে গড়া হবে নতুন বাংলাদেশ: খালেদা জিয়া

বাংলাদেশ ও বুর্কিনা ফাসোর মধ্যে সরাসরি তুলা বাণিজ্য প্রতিষ্ঠার প্রস্তাব

হাতিয়ায় যৌথ অভিযানে অস্ত্র-চোরাইমালসহ আটক ৪

হালদা নদীকে নারী নির্যাতনের মতো নির্যাতন করা হয়: ফরিদা আখতার

অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে লিভ-টু-আপিলের শুনানি ১৬ জুলাই

ঢাকার বায়ুদূষণ রোধে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ চিহ্নিত করা হবে: পরিবেশ উপদেষ্টা

জুলাই বিপ্লবের শহিদরা দেশ ও জাতিকে মুক্তির পথ দেখিয়েছে: ধর্ম উপদেষ্টা

দেশে কোনো জঙ্গি নেই, আছে ছিনতাইকারী : ডিএমপি কমিশনার

বুলাওয়ে টেস্টে জিম্বাবুয়েকে ৩২৮ রানে হারালো দক্ষিণ আফ্রিকা

প্রহসনের নির্বাচনে দায় স্বীকার করলেন সাবেক সিইসি নূরুল হুদা

যেসব ইস্যুতে ঐকমত্য, সেসবেই সংস্কার হবে: মাহমুদুর রহমান মান্না

জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত না করা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা

‘নিছক ছাত্র আন্দোলন’ বলেছিল, এখন বলছে আমাদের ছাড়া সংস্কার নয়

সারজিস-হাসনাতকে ১০০ বার ফোন দিলেও একবারও ধরেন না

চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত বুধবার: সাখাওয়াত হোসেন

জাতীয় নির্বাচন ঘিরে দৌড়ঝাঁপ, স্থানীয় ভোট ইসির রাডারে নাই