
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় সন্দেহভাজনরা যাতে ভারতে পালাতে না পারে সে বিষয়ে দেশটির সহযোগিতা কামনা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতে প্রবেশ করলে দ্রুত গ্রেপ্তার ও ফেরত পাঠানো নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সে সময় তাঁর মাধ্যমে ভারত সরকারের কাছে এমন আহ্বান জানানো হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা উল্লেখ করা হয়েছে।
গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদির মাথায় গুলি করা হয়। তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সতন্ত্র প্রার্থী। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন সংসদ নির্বাচনে বিঘ্ন ঘটাতে শেখ হাসিনা তাঁর সমর্থকদের উসকানি দিচ্ছেন। ভারত তাঁকে এমন সুযোগ দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। পাশাপাশি বিচারের স্বার্থে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে দ্রুত প্রত্যর্পণের আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতে অবস্থান করে আওয়ামী লীগের সদস্যদের নির্বাচন বিঘ্ন করতে সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা, সংগঠন ও সহায়তার বিষয়টিও হাইকমিশনারকে জানানো হয়েছে। দ্রুত পদক্ষেপ নিয়ে ‘ফ্যাসিস্ট সন্ত্রাসীদের’ অপরাধমূলক কর্মকাণ্ড নিবৃত্ত ও তাদের যত দ্রুত সম্ভব বাংলাদেশে পাঠানোর জন্যও ভারতকে আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের পাশে থাকবে। আর ভারতের হাইকমিশনার উল্লেখ করেন, তাঁর দেশ বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করছে। এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করতেও প্রস্তুত।
আমার বার্তা/এমই

