ই-পেপার সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

জেল হাজতে যমুনা অয়েলের তেল মাফিয়া এয়াকুব, অবসান হতে যাচ্ছে সাম্রাজ্য

মোস্তফা সারোয়ার:
১৪ ডিসেম্বর ২০২৫, ১৯:৪২

যমুনা লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক, সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুবকে অবশেষে অত্যান্ত গোপনীয় ভাবে রোববার আদালতে পাঠানো হয়েছে । শুক্রবার রাত আড়াইটায় চট্টগ্রাম মহানগরীর পুলিশের একটি বিশেষ টীম তাকে গ্রেফতার করে।এরপর শুরু হয় লেনদেনের দরবার, চলে শনিবার গভীর রাত পর্যন্ত। শুরু হয় গ্রেফতারকৃত এয়াকুবকে নিয়ে পুলিশের লুকাচুরি খেলা। তবে শনিবার বিকেল ৫ টা ১৭ মিনিটে আমার বার্তা অনলাইন ভার্সনে গ্রেফতারকালীন সময়ের ছবিসহ এয়াকুবের গ্রেফতার সম্পর্কিত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে৷ আমার বার্তায় প্রকাশিত একটা ছবিতেই প্রমান মিলে এয়াকুবের গ্রেফতারের বিষয়টি। হৈ চৈ পরে চট্টগ্রাম পুলিশ প্রশাসনে। তবে অন্য একটি সুত্রের দাবী এই সময়ের ব্যবধানে তার গডফাদার সদ্য বিদায়ী ডিজিএম অপারেশন হেলাল উদ্দিনকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ প্রশাসন। একারনেই তার গ্রেফতার বিষয়টি কৌশলে গোপন রেখেছে পুলিশ প্রশাসন। সকল জল্পনা কল্পনার পরে শনিবার ভোর রাতের দিকে এয়াকুবকে চান্দগাও থানায় হস্তান্তর করে। জুলাই আন্দোলনের চান্দাগাও থানার একটি বিস্ফোরক মামলায় রোববার তাকে চট্টগ্রাম কোর্টে প্রেরণ করে। আদালতের আদেশে তাকে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়। যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের তেল চোর সিন্ডিকেটের মাফিয়া এয়াকুবের গ্রেফতারের ফলে স্বস্তির নিশ্বাস এসেছে যমুনা অয়েলে।

শুরুটা ১৯৯৪ সাল, দৈনিক হাজিরার ভিত্তিতে অস্থায়ী পদে যমুনা অয়েলে চাকরি জীবন শুরু করে মুহাম্মদ এয়াকুব ।চাকরি স্থায়ী হয় ১৯৯৭ সালের ফেব্রুয়ারিতে টাইপিষ্ট পদে। কর্মস্থল যমুনা অয়েল প্রধান কার্যালয়। দীর্ঘ চাকরি জীবনে তার কোন বদলী নাই । অবশ্য একবার বগুড়া বদলী আদেশ হলেও আদালতের রায়ে সেই বদলি আদেশ স্থগিত হয়ে যায়৷ বেতন বর্তমানে সর্বসাকুল্যে প্রায় ৩৪ হাজার টাকা, তবে মালিক হয়েছে শত কোটি টাকার । দামী গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, ব্যাংক ব্যালেন্সে সবকিছুই হয়েছে এই চাকরি জীবনে । সেলারী এ্যাকাউন্টে পৌনে চার কোটি টাকা লেনদেন হওয়ায় ব্যাংক এশিয়া তার হিসাবটিকেও সন্দেহজনক অস্বাভাবিক লেনদেন ( এসটিআর) হিসাবে চিহ্নিত করেছে । ২০১৪ সালে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন তার জ্ঞাত আয় বহি ভুত সম্পদ অর্জনের অভিযোগে তদন্তে নেমেছিল । করা হয়েছিল তদন্ত কমিটও, তবে সেই তদন্ত কমিটির তদন্ত রিপোর্ট অদ্যবধি আলোর মুখ দেখেনি ।এদিকে ২০২৫ সালের ৮ অক্টোবর একই অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি তদন্ত কমিটি বিপিসি৷ আগের মতো এই তদন্ত কমিটির কার্যক্রমও থেমে গেছে । ২০২২ সালের মাঝামাঝিতে এয়াকুবের অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুদক৷ অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক সততাও পেয়েছে দুদক ।

গত টানা সতের বছর ধরে সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুবের নেতৃত্বেই চলছে যমুনা ওয়েলের যতসব অপকর্ম। জাতীয় শ্রমিকলীগের অন্তর্ভুক্ত এই সিবিএ সংগঠনটির ভোটার বিহীন তিন টার্মের সাধারণ সম্পাদকও তিনি । এছাড়া একসাথে গ্যাস এন্ড অয়েলস ফেডারেশনের মহাসচিবেরও দায়িত্ব সামলিয়েছে।

অনুসন্ধানে জানা গেছে বিগত আওয়ামিলীগ সরকারের আমলে এই সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুবের ইশারায় চলছে প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম । বলা যায় তার মুখের কথাই ছিল প্রতিষ্ঠানটির অঘোষিত আইন। তার কথার বাইরে খোদ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি । দীর্ঘ সতের বছরে, সকল কর্মকর্তা / কর্মচারী নিয়োগ, পদোন্নতি, ক্যাজুয়াল ও কন্ট্রাক্টর ক্যাজুয়েল নিয়োগ , কোম্পানির মেডিকেল শাখার ঔষধ ক্রয়, টেন্ডার , ক্যান্টিনের বাজার, অয়েল ট্যাংকার, ট্যাংকলরী সব কিছুরই নিয়ন্ত্রণ হয়েছে তার ঈশারায় । এসব ক্ষেত্রে মুহাম্মদ এয়াকুবকে নির্দিষ্ট পরিমাণ কমিশন দেয়া ছাড়া নুন্যতম কোনো সিদ্ধান্তও নেয়ার ক্ষমতা ছিলনা যমুনা অয়েল কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষের। পাশাপাশি ফার্নেস অযেল, বিটুমিন ও জালানি তেল চুরির সিন্ডিকেটতো ছিল তার সিন্ডিকেট নিয়ন্ত্রনে । দেশের সবকটি যমুনা ওয়েলের ডিপোগুলো নিয়ন্ত্রণ রাখতে চাকরি দেয়া হয়েছে মুহাম্মদ এয়াকুবের নুন্যতম বিশজন আত্মীয়কে। এদের তালিকায় আছে আপন ছোট ভাই পারবতীপুর ডিপোর অপারেটর কাজী আইয়ুব, চাচাতো ভাইদের মধ্যে পতেঙ্গা ডিপাের অপারেটর কাজী মো: সাদেক, আগ্রাবাদ অফিসের সহকারী কাজী কামরুল, পিয়ন কাজী খোরশেদ, নেজাম উদ্দিন ও চাঁদপুর ডিপোর অপারেটর মো, সায়েম। ফুফাতো ভাইদের তালিকায় রয়েছে আগ্রাবাদ অফিসের সকারী সৈয়দ মো: সিরাজ ও পতেঙ্গা ডিপোর সিকিউরিটি মো: আরিফ। ভাগিনাদের তালিকায় আছে সিলেট ডিপোর অপারেটর কাজী মোজাম্মেল, আগ্রাবাদ অফিসে সহকারী কাজী মুয়াদ, পতেঙ্গা অফিসের অপারেটর মো : হানিফ । খালাতো ভাইদের তালিকায় শ্রীমঙ্গল ডিপোর অপারেটর খোরশেদ আলম মিন্টু , ও মাহবুল আলম । শ্যালকের তালিকায় আছে চাঁদপুর ডিপোর অপারেটর মাইন উদ্দিন আহমেদ ছোটন । ভাতিজার তালিকায় আগ্রাবাদ অফিসের ড্রাইভার মো: মাসুদ। ভগ্নিপতি ফারুক চাকরি করছে ফতুল্লা ডিপোর অপারেটর পদে। দৌলতপুর ডিপোর অপারেটর মো. দেলোয়ার হলেন তার নিকটতম আত্মীয় । এদের মধ্যে আগ্রাবাদ অফিসের পিয়ন ও অফিস সহকারী কাজী খোরশেদ ও কাজী কামরুল ছাড়া সকলেই অস্থায়ী ভিত্তিতে চাকরি করছে ।

গতবছর জুলাই মাসে এয়াকুবের সহোদর পার্বতীপুর ডিপোর অপারেটর কাজী আইয়ুবের নেতৃত্বে ছয় কোটি কোটি টাকার তেল চুরির অভিযোগ উঠে । সেই ঘটনায় বিপিসি ও যমুনার তদন্তে কাজী আইয়ুবের বিরুদ্ধে তেল চুরির ঘটনার সততাও পেয়েছে। তবে বিভাগীয় ভাবে কোন ব্যবস্থাই নেয়া আইয়ুবের বিরুদ্ধে। বড় ভাই এয়াকুবের ক্ষমতার দাপটে সব কিছু ধামাচাপা পড়ে গেছে ।

তেল চুরির পাশাপাশি চাকরি দেয়ার নাম করে ২৯ লাখ ৪৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুবের বিরুদ্ধে । যমুনা সুত্রে জানা গেছে ২০১৯ ঠিকাদারের শ্রমিক আবদুল নুর ও হাসান ফয়সালের সহযোগিতায় চাকরি দেয়ার নাম করে আট জনের কাছ থেকে উল্লেখিত পরিমাণ টাকা নিয়েছে মুহাম্মদ এয়াকুব৷ বিভিন্ন কুরিয়ার ও বিকাশের মাধ্যমে টাকা গুলো নেয়া হয় বলে জানা গেছে৷ লেনদেন করেছে বাঘাবাড়ি যমুনা অয়েল ডিপোতে কর্মরত তোতা মিয়া। চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে উল্টো তোতা মিয়াকে নানাভাবে ভয়ভীতি ও প্রান নাশের হুমকি প্রদান করে। এব্যাপারে ইয়াকুব, আবদুল নুর ও হাসান বিরুদ্ধে ২০১৯ সালের ১৯লা জুলাই সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় তোতা মিয়া জিডি করে। জিডি নং ৮৬৯। পরবর্তীতে তোতা মিয়াকে যমুনা অয়েলের প্রধান কার্যালয়ে ডেকে এনে জোর প্রয়োগ করে এয়াকুবের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য করা হয়। চাকরির নামে টাকা আত্মসাতের ঘটনা ছাড়াও যমুনা ওয়েলফেয়ার ফান্ডের বারো লাখ টাকা আত্মসাতেরও অভিযোগ রয়েছে মুহাম্মদ এয়াকুবের বিরুদ্ধে । নাম প্রকাশ্যে অনিচ্ছুক যমুনা ওয়েলের জনৈক জৈষ্ঠ সহকারী দৈনিক আমার বার্তাকে বলেন প্রতিষ্ঠানে এয়াকুব এতটাই প্রভাবশালী তার কথা মতো ২০২৩ সালে যমুনা অয়েল কর্তপক্ষ তাদের বেতন থেকে টাকা কেটে নিয়েছে । ওয়েল ফেয়ার ফান্ড থেকে টাকা ফেরত দেবে বলে প্রত্যেক কর্মচারীর বেতন থেকে এক হাজার করে টাকা কেটে নিয়েছে৷ অদ্যবধি টাকা ফেরত দেয়া হয়নি । টাকা নেয়ার বিষয়টি স্বীকার করে যমুনা ওয়েলের একাধিক কর্মকর্তাও৷

অনুসন্ধানে জানা গেছে যমুনা অয়েলে চাকরি করে হঠাৎ জমিদার হয়ে উঠে মুহাম্মদ এয়াকুব ।চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকা লালখান বাজার ৩৩ হাইলেভেল রোডে ( মানারাত ইদ্রিস প্যালেস) এ চার হাজার তিশশ বর্গফুটের ফ্ল্যাটটির মালিক মুহাম্মদ এয়াকুব৷ পরিবার পরিজন নিয়ে তিনি সেখানেই বসবাস করছে। বর্তমানে ফ্ল্যাটটির বাজার মুল্য সাড়ে তিন কোটি টাকা৷ আগ্রাবাদ এক্সেস রোডে তার স্ত্রীর নামে রয়েছে ছয় কাঠা জায়গা। সেখানে টিনশেড করে ঘর ভাড়া দিয়েছে৷ এই জমির বর্তমান মুল্য প্রায় দশ কোটি টাকা । এছাড়া পতেঙ্গার ডেইল পাড়ায় জমি, গ্রামের বাড়িতে কিনেছে ভিটে, পুকুর ও ঘানি জমি৷ নিজে চলার জন্য আছে আধুনিক মডেলের NoHA মাইক্রোবাস৷

এদিকে ২০২২ সালের ১৫'সেপ্টেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম -১ সহকারী পরিচালক ও অনুসন্ধানী কর্মকর্তা জুয়েল মজুমদারের কার্যালয়ে মুহাম্মদ এয়াকুবের জ্ঞাত আয় বহি ভুত সম্পদ অর্জনের বিষয়ে গণশুনানি হয়েছে । প্রাথমিক ভাবে সততাও পেয়েছে দুদক৷ তার বিরুদ্ধে দুদকের এখনো অনুসন্ধান চলমান।

৫ আগষ্ট ২০২৪ সালে দেশের পটপরিবর্তন হলেও নুন্যতম পরিবর্তন হয়নি এয়াকুবের বেলায় । আগে ছিল ফ্যাসিস্ট সরকারের দোসর জাতীয় শ্রমিকলীগ নেতা ,বর্তমানে জাতীয়তাবাদী শ্রমিক দলের ছায়াতলে। ছাত্রজনতার উপর হামলার অভিযোগে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরি থানায় তিনটি মামলার এজাহার ভুক্ত আসামি এই শ্রমিকলীগ নেতা মুহাম্মদ এয়াকুব। এয়াকুবের গ্রেফতারের দাবীতে মানববন্ধন হয়েছে একাধিক বার। ২০২৪ সালের ২রা অক্টোবর তার গ্রেফতারের দাবীতে আগ্রাবাদ যমুনা ওয়েলের প্রধান কার্যালয়ে চট্টগ্রাম নাগরিক সচেতন ব্যানারে মানববন্ধনটা করা হয়। তবে কাজের কাজ কিছুই হয়নি এয়াকুবের বেলায় । জানা গেছে চট্টগ্রাম মহানগরীর কতিপয় বিএনপির প্রভাবশালী নেতাদের ম্যানেজ করেই এতদিন প্রকাশ্যে বহাল তবিয়তে ছিল মুহাম্মদ এয়াকুব । অবশ্য এই সময়ের মধ্যে তিনি জাতীয় শ্রমিক দলের নেতা বনে গেছে । ২০২৪ সালের ২১ নভেম্বর জাতীয় শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতির বরাবর যমুনা অয়েল শাখার কমিটি অনুমোদনের জন্য আবেদন করা হয়৷ এই আবেদন পত্রে স্বাক্ষর করে যমুনা অয়েল শাখার আহবায়ক আবুল কাশেম ও যুগ্ম আহবায়ক আবুল আজিজ, এতেও নাম আছে মুহাম্মদ এয়াকুবের। সবচেয়ে মজার বিষয় হলো জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত যমুনা অয়েল কোম্পানির লেবার ইউনিয়নকে জাতীয় শ্রমিক দলের অন্তর্ভুক্ত করার আবেদন করেন মুহাম্মদ এয়াকুব, পরবর্তীতে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন তা অনুমোদনও করেছে । তবে এই অনুমোদনের ঘোর বিরোধিতা করেছিল চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এস এম নাজিম উদ্দীন । তিনি কোনো ভাবেই ফ্যাসিস্ট সরকারের দোসর মুহাম্মদ এয়াকুবকে দলে টেনে নিতে রাজি হয়নি। কিন্তু এই সময়ের মধ্যে শ্রমিক দলের নেতা হিসেবে স্বীকৃতি পেয়ে যায় তিনি । তবে শেষ রক্ষা হলোনা এয়াকুবের৷ এই গ্রেফতারের মাধ্যমে যমুনা অয়েলে তার সাম্রাজ্যের অবসান হবে, এমনটাই আশা করছে যমুনা অয়েলের সাধারণ কর্মকর্তা, কর্মচারীরা।

আমার বার্তা/এমই

যমুনা অয়েলের তেল চুরি সিন্ডিকেট প্রধান হেলালের প্রধান সেনাপতি এয়াকুব গ্রেপ্তার

যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের তেল চোর সিন্ডিকেট প্রধান সদ্য বিদায়ী ডিজিএম অপারেশন হেলাল উদ্দিন সিন্ডিকেট

বিতর্কিত মাসুদুল ইসলামই হতে যাচ্ছে যমুনা অয়েলের এমডি

অবশেষে যমুনা অয়েলের সেই  বিতর্কিত কর্মকর্তা মো : মাসুদুল ইসলামকেই এমডি নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ

রাজউকের ১২ কর্মচারীর রাজকীয় জীবন, আড়াই  বছরেও শেষ হয়নি দুদকের তদন্ত

রাজউকে চাকরী করলেই শত কোটি টাকার মালিক হওয়া যায় । সেই পুরানো প্রচলন থেকে রাজউক

যমুনা অয়েলে বিতর্কিত কর্মকর্তা মাসুদুল ইসলামকে এমডি নিয়োগ দিতে দুই সিবিএ নেতার কোটি টাকার মিশন

বিতর্কিত মাসুদুল ইসলাম হতে যাচ্ছে যমুনা অয়েলের এমডি, এই শিরোনামে ৩০ নবেেম্বর দৈনিক আমার বার্তায় একটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙ্গেরির প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ

জেল হাজতে যমুনা অয়েলের তেল মাফিয়া এয়াকুব, অবসান হতে যাচ্ছে সাম্রাজ্য

হাদির ওপর হামলায় সন্দেহভাজন দুজনের পাসপোর্ট ব্লক, আটক ৩

হাদির ওপর হামলার ঘটনায় মনে হয়েছে মাথায় বাজ পড়েছে: সিইসি

নির্বাচন যথাসময়ে হবে, বানচালের চেষ্টা ব্যর্থ হবে: ইসি সানাউল্লাহ

তারেক রহমানকে নজিরবিহীন সংবর্ধনা জানানো হবে: মির্জা ফখরুল

ভারতের ভূখণ্ড বাংলাদেশের স্বার্থবিরোধী কাজে ব্যবহার হয়নি: দিল্লির প্রতিক্রিয়া

সংখ্যালঘুদের আতঙ্কিত করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: হেফাজত

ইউএনওকে গ্রেপ্তারের নির্দেশদাতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন বরখাস্ত

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৭ জন

হাদির হামলাকারীরা ভারতে ঢুকলে গ্রেপ্তারের আহ্বান বাংলাদেশের

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

হর্নের মাধ্যমে শব্দদূষণ রোধে পুলিশ সার্জেন্টদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মনোনয়ন বাণিজ্য গোপনে হয়, অভিযোগ পেলে ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

বিশ্বখ্যাত জাপানী টয়োটা হায়েস এখন প্রগতিতে

শীতে খেজুর ‍গুড়ের উপকারিতা

ঢাবি উপাচার্য: ইতিহাসকে মুখোমুখি দাঁড় করিয়ে বিভাজন সৃষ্টি করা যাবে না

ইসলামে ভাগ্য পরিবর্তনের দোয়া

‘গান পয়েন্টে’ থাকা জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে পুলিশ