ই-পেপার শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

অর্থ পাচার বন্ধ হলে উন্নয়ন হবে টেকসই

প্রজ্ঞা দাস:
১৮ মে ২০২৫, ১২:৩০

বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা এখন আর কেবল দূরের স্বপ্ন নয়; এটি এক জ্বলন্ত বাস্তবতা। যা নতুন অবকাঠামো, রপ্তানির উত্থান, আর উন্নয়ন প্রকল্পের আলোয় প্রতিদিন নিজেকে মেলে ধরছে। নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু বা দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো কৃতিত্ব শুধু অতীতের সীমানায় অতিক্রম করেনি বরং ভবিষ্যতের দিকে দৃঢ় পথচলার দুর্বার পদক্ষেপ।কিন্তু এই অগ্রগতির পেছনে যে অর্থের ধারা প্রবাহিত, তার একটি বড় অংশ নিঃশব্দে দেশের বুক থেকে পাচার হয়ে যাচ্ছে, যেন জীবনীশক্তি নিংড়ে বেরিয়ে যাওয়ার মতো। এটি কেবল সম্পদের ক্ষয় নয়, বরং এটি একটি জাতির উন্নয়নের স্বপ্নকে ধূলিসাৎ করে দিচ্ছে।

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে, যেখানে প্রতিটি টাকা জনকল্যাণে বিনিয়োগ করা অতীব জরুরি, সেখানে অর্থ পাচারের কারণে সেই টাকায় বিদেশে পাচার হয়ে দেশের জনগণের ভবিষ্যৎকে ধ্বংসস্তূপে পরিণত করছে।বাংলাদেশ থেকে অর্থ পাচারের প্রধান পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে ট্রেড মিস-ইনভয়েসিং (বাণিজ্যিক চালানে কারচুপি), হাওয়ালা, এবং বিদেশি বিনিয়োগের ছদ্মবেশে অর্থ স্থানান্তর। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই)-এর একটি প্রতিবেদন অনুসারে,গত দুই দশকে বাংলাদেশ থেকে প্রায় ৯৫ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে বিদেশের বিভিন্ন দেশে পাচার হয়েছে। এই পরিমাণ অর্থ দেশের বার্ষিক জিডিপির একটি উল্লেখযোগ্য অংশ। সবচেয়ে হতাশার বিষয় হলো ২০২৪-২০২৫ অর্থবছরেও এই অবৈধভাবে অর্থ পাচারের প্রবণতা কমেনি; বরং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে পাচারের নতুন নতুন পদ্ধতি উদ্ভাবিত হয়েছে।

এই বিপুল সম্পদ যদি দেশে থাকত শিক্ষাক্ষেত্রে বিপ্লব আসত। হাসপাতালগুলো আধুনিক হতো। গ্রামীণ রাস্তাঘাট উন্নত হতো। দারিদ্র্যের শেকল ভাঙত। দেশের জনগণ একটি উন্নত জীবন পেত।কিন্তু জনগণের সম্পদ লুট করে এই অর্থ সুইস ব্যাংকের গোপন ভল্টে, দুবাইয়ের বিলাসবহুল সম্পত্তিতে, ক্যারিবিয়ান দ্বীপের গোপন হিসাবের খাতায় পাচার হয়েছে। এটি জাতির সম্ভাবনার সঙ্গে বিশাল বিশ্বাসঘাতকতা। এই সম্পদের ক্ষয় অর্থনীতিকে শ্বাসরোধ করছে।

২০২৫ সালে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় সঙ্কুচিত হয়েছে। দুই বছর আগে যেখানে রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন ডলার, এখন তা ২৮ বিলিয়নের কাছাকাছি। এই পতনের পেছনে অর্থ পাচার একটি নীরব অপরাধী। দেশের ভেতরে বিনিয়োগের প্রবাহ কমেছে। শিল্পায়নের গতি মন্থর হয়েছে। কর সংগ্রহের পরিমাণ হ্রাস পেয়েছে। ফলে সরকারের আয় সীমিত হওয়ায় জনকল্যাণমূলক প্রকল্পে ব্যয় কমেছে। শিক্ষার্থীদের জন্য বৃত্তি, কৃষকদের জন্য ভর্তুকি, দরিদ্রদের জন্য সামাজিক নিরাপত্তা এসব এখন সংকটের মুখে পরেছে।এই অর্থের অভাব সরকারকে ক্রমাগত ঋণের দিকে ঠেলে দিচ্ছে। ২০২৫ সালে বাংলাদেশের বৈদেশিক ঋণ ১১৫ বিলিয়ন ডলারের বেশি। এই ঋণ পরিশোধের জন্য প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ বাইরে যাচ্ছে। এটি আমাদের অর্থনীতির স্বাধীনতাকে খর্ব করছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঋণের শেকল তৈরি করছে। এই পথে চললে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বিপন্ন হবে।

অর্থ পাচারের ধ্বংসলীলা শুধু অর্থনীতিতে সীমাবদ্ধ নয়। এটি সমাজের নৈতিক ভিত্তিকেও আঘাত করছে। যারা এই অপরাধে জড়িত, তারা সমাজের প্রভাবশালী শ্রেণি। তাদের কর্মকাণ্ড সামাজিক বৈষম্যকে তীব্র করছে। ধনী শ্রেণি আরও সম্পদশালী হচ্ছে, যখন সাধারণ মানুষ বেঁচে থাকার জন্য প্রতিমুহূর্তে দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে। এই অসমতা সামাজিক অস্থিরতার বীজ বপন করছে। রাস্তায় অসন্তোষ বাড়ছে। তরুণদের মনে হতাশা জমছে। অপরাধের প্রবণতা বাড়ছে। এই বিভাজন সমাজের ঐক্যকেও দুর্বল করছে। শুধু তাই নয়, এই অপরাধ দুর্নীতির পৃষ্ঠপোষকতা করছে। অবৈধ সম্পদ বিদেশে পাঠানোর সহজলভ্যতা দুর্নীতিবাজদের নির্ভীক করছে।যা সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতাকে ক্ষুণ্ন করছে। জনগণের মনে রাষ্ট্রের প্রতি আস্থাকে প্রশ্নবিদ্ধ করছে।এই আস্থার সংকট জাতির অগ্রগতির পথে বড় বাধা।

দুঃখের বিষয় হলো অর্থ পাচার রোধে আইনি কাঠামো আছে, কিন্তু তার কার্যকর বাস্তবায়ন নেই। মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ কাগজে শক্তিশালী, কিন্তু বাস্তবে দুর্বল। তদন্ত প্রায়ই বাধাগ্রস্ত হচ্ছে। প্রভাবশালী ব্যক্তিদের জড়িত থাকার কারণে মামলা এগোচ্ছে না। রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি এই সমস্যাকে জটিল করছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোর তদারকি অপ্রতুল। ব্যাংকগুলো প্রায়ই অজান্তে বা ইচ্ছাকৃতভাবে পাচারের মাধ্যম হয়ে উঠছে। বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার জটিলতা এই লড়াইকে আরও কঠিন করছে। গোপন ব্যাংক হিসাব, ট্যাক্স হেভেন, ডিজিটাল মুদ্রার অপব্যবহার এসব এখন পাচারকারীদের হাতিয়ার হয়ে উঠেছে।

তবে এ অবস্থা থেকে উত্তরণের সময় এখনো চলে যায়নি।কঠোর পদক্ষেপ নিলে অর্থ পাচার বন্ধ করা সম্ভব।তার জন্য আইনের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে হবে। অপরাধীদের শাস্তি এমন হতে হবে, যেন অন্যরা এই অপরাধ থেকে বিরত থাকে। আর্থিক প্রতিষ্ঠানের নজরদারি বাড়াতে হবে। সন্দেহজনক লেনদেন শনাক্তে উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে। অর্থ পাচার রোধে আন্তর্জাতিক সহযোগিতার ব্যবস্থা করতে হবে। বৈশ্বিক সংস্থাগুলোর সঙ্গে মিলে ট্যাক্স হেভেনগুলোর বিরুদ্ধে লড়তে হবে। জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে তরুণদের এই অপরাধের ক্ষতি সম্পর্কে শেখাতে হবে। সর্বোপরি, রাজনৈতিক নেতৃত্ব শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করবে। কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকলেও তাকে ছাড় দেওয়া যাবে না।

অর্থ পাচার কেবল সরকারের দায়িত্ব নয়। এটি দেশ ও দেশের প্রতিটি নাগরিকের জীবনের সঙ্গে জড়িত। যে সম্পদ পাচার হচ্ছে, তা আমাদের সন্তানদের শিক্ষার জন্য ব্যবহৃত হতে পারত। বয়স্কদের চিকিৎসায় কাজে লাগত। তরুণদের জন্য কর্মসংস্থান তৈরি হতো। গ্রামের মানুষের জীবনযাত্রা উন্নত হতো, দারিদ্র্যের হার কমত, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হতো। তাই পুরো দেশ ও জাতির স্বার্থে অর্থ পাচার রোধে সরকার, গণমাধ্যম, সুশীল সমাজ, তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। তবেই বাংলাদেশের সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। অর্থ পাচার বন্ধ হলে প্রতিটি টাকা জনগণের কল্যাণে ব্যয় হবে এবং বাংলাদেশ সত্যিকারের উন্নয়নের পথে এগিয়ে যাবে।

লেখক : শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ, ইডেন মহিলা কলেজ।

আমার বার্তা/জেএইচ

কল্পনার কারাগার

অফিস শেষ করে বাসায় ফিরছি। মাঝপথেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হলো। লন্ডনে যে কখন বৃষ্টি হবে,

ব্যবসায়ীদের জন্য ওয়ান-স্টপ সমাধান: এফবিসিসিআইয়ের বিদ্যমান সেবার উৎকর্ষ সাধন

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হলো বেসরকারি খাত, আর এর অগ্রভাগে রয়েছে ফেডারেশন অব বাংলাদেশ

জাগ্রত হোক বিবেক জয় হোক মানবতার

নির্যাতন, মানবাধিকার লঙ্ঘন, গণহত্যা, ক্ষুধা, বাস্তুচ্যুত-এমন মর্মান্তিক বিশেষণগুলো যেন এখন শুধু গাজার জন্যই বরাদ্দ। গত

ছবির মত দেশ

 “বাংলার রুপের অপার মহিমায় ছুটে যাই সবুজের ঘ্রানে, যেদিকে তাকাই আনন্দ হিল্লোল বয়ে আনে আনন্দ প্রানে। এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাথরঘাটায় ছাত্রদল নেতার নেতৃত্বে জামায়াত কর্মীর উপর দুর্ধর্ষ হামলা

বাঞ্ছারামপুরে ৩৬ জুলাই শহীদদের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা

ফ্লাইট ছাড়ার আগে অচেনা ফোনকল, বিমানে বোমা থাকার হুমকি

পুরান ঢাকায় নৃশংস সেই হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৪

কল্পনার কারাগার

১১ জুলাই শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় প্রতিরোধে : আসিফ মাহমুদ

মেলান্দহে বৃক্ষরোপন ও বিতরণ

১৮ বিচারককে অবসরে পাঠানো সাহসী সিদ্ধান্ত : শিশির মনির

জামায়াতের সঙ্গে জোটের সুযোগ নেই, এনসিপির জন্য আলোচনার দরজা খোলা

শ্রীলঙ্কার জালে ৯ গোল দিয়ে সাফ শুরু বাংলার মেয়েদের

আমরা ইতিহাসের বিশেষ একটি সময় অতিবাহিত করছি : গোলাম পরওয়ার

শেরপুর সীমান্ত দিয়ে ১০ জনকে পুশ ইন বিএসএফের

আজকের মাইরের পর থেকে ছাত্রলীগের নামও মুখে নিবো না: চবি নেতা

২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফতার ১৪১৮

ইরানের কাছে মজুদ ইউরেনিয়াম নিয়ে শঙ্কিত ইসরায়েল

পেট্রোল-অকটেন কখন ভরতে হয় জানেন না বেশিরভাগ মানুষ

ভালো মাইলেজ পেতে স্কুটারের যত্ন নেবেন যেভাবে

কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান দুর্নীতির মামলায় কারাগারে

শিখতে হবে আরও, শ্রীলঙ্কার কাছে হার টের পাইয়ে দিলো বাস্তবতা