ই-পেপার শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩

জাতপাত নয়, আমাদের কাছে মুখ্য হচ্ছে মানুষ: তারেক রহমান

আমার বার্তা অনলাইন:
৩১ জানুয়ারি ২০২৬, ১৯:০৩
সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে বিএনপির নির্বাচনি জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম বা জাতপাত নয়, বাংলাদেশের মানুষই আমাদের কাছে মুখ্য। তিনি বলেন, আমরা সবাই বিএনপি করি, আমরা শান্তিতে বিশ্বাস করি। সব ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে আমরা একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। আমাদের কাছে মানুষের মর্যাদাই প্রধান।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় বিসিক শিল্পপার্ক মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা গেলে তবেই প্রকৃত অর্থে দেশ ও মানুষের সমস্যার সমাধান সম্ভব।

তারেক রহমান বলেন, গত ১৬–১৭ বছরে যারা রাজনৈতিক অধিকারের জন্য প্রতিবাদ করেছে, তাদের অনেকেই ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে। তিনি ‘মেরি’ নামের এক নারীর উদাহরণ দিয়ে বলেন, ভোট ডাকাতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তিনি চিরতরে দৃষ্টিশক্তি হারিয়েছেন।

এ রকম হাজারো মানুষ আজও বঞ্চনা ও নির্যাতনের শিকার।

তারেক রহমান বলেন, যারা রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল, যারা মানুষকে কথা বলার ও ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছিল, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতেই অসংখ্য মানুষ নির্যাতিত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, এমনকি জীবন দিয়েছে। তিনি বলেন, এসব আত্মত্যাগের যথাযথ প্রতিদান দিতে হলে শুধু সভা-সমাবেশ করলেই হবে না, জনগণকে ঐক্যবদ্ধ ও সোচ্চার হতে হবে।

বিকেল ৪টার দিকে জনসভায় তারেক রহমান উপস্থিত হলে পুরো মাঠ করতালি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

দীর্ঘ ১৯ বছর পর সিরাজগঞ্জে তার আগমনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। তার সফরসঙ্গী হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

সকাল ১০টা থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে থাকেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। দুপুরের মধ্যেই বিসিক শিল্পপার্ক মাঠে মানুষের ঢল নামে। ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

দুপুর পৌনে ৩টার দিকে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

এছাড়া বক্তব্য দেন- রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, পাবনা-৪ আসনের প্রার্থী হাবিবুর রহমান হাবিব, সিরাজগঞ্জ-৪ আসনের প্রার্থী এম আকবর আলী, পাবনা-৫ আসনের প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সিরাজগঞ্জ-৬ আসনের প্রার্থী এম এ মুহিত, সিরাজগঞ্জ-১ আসনের প্রার্থী সেলিম রেজা, পাবনা-১ আসনের প্রার্থী শামসুর রহমান, পাবনা-২ আসনের প্রার্থী সেলিম রেজা হাবিব ও পাবনা-৩ আসনের প্রার্থী হাসান জাফির তুহিন।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০০৬ সালের ডিসেম্বরে সিরাজগঞ্জ সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় বক্তব্য দিয়েছিলেন।

আমার বার্তা/এমই

বিএনপি জয় পেলে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিএনপি বহুদলীয়

স্বৈরাচারের পতন হয়েছে, এখন সময় দেশ গড়ার: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 'স্বৈরাচারের পতন হয়েছে, এখন সময় দেশ গড়ার। ৭১ সালে আমরা

মানুষের অধিকার ফেরাতে ১২ ফেব্রুয়ারি জবাব দিতে হবে: তারেক রহমান

মানুষের কেড়ে নেয়া অধিকার ফেরাতে ১২ ফেব্রুয়ারি সবাইকে জবাব দিতে হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান

জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এখন বিএনপিতে বিশেষ মনোযোগ পাচ্ছেন। দলটির পক্ষ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতপাত নয়, আমাদের কাছে মুখ্য হচ্ছে মানুষ: তারেক রহমান

ভোটকেন্দ্রের সীমানায় জটলা সহ্য করা হবে না: ইসি সানাউল্লাহ

সাবালেঙ্কাকে কাঁদিয়ে মেলবোর্নে নতুন রানি রায়বাকিনা

বাণিজ্য মেলায় ২২৪ কোটি টাকার রপ্তানি আদেশ, বিক্রি ৩৯৩ কোটি

প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে সংকট সমাধানের আশা কারিগরি শিক্ষার্থীদের

আ.লীগের প্রতিহিংসায় নির্বাচন ও শান্তি হুমকিতে: অধ্যাপক মাহবুব উল্লাহ

বিএনপি জয় পেলে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে: সালাহউদ্দিন

স্বৈরাচারের পতন হয়েছে, এখন সময় দেশ গড়ার: তারেক রহমান

চাঁদাবাজির অভিযোগ প্রত্যাহারের দাবিতে সর্বমিত্রের বিরুদ্ধে আইনি নোটিশ

বিশ্বকাপ খেললেই শর্ত মানা, আইসিসির প্রস্তাবে ক্ষুব্ধ ক্রিকেটারদের সংগঠন

পাকিস্তানে একযোগে ১২ স্থানে সন্ত্রাসী হামলায় নিহত ৬৮ জন

মানুষের অধিকার ফেরাতে ১২ ফেব্রুয়ারি জবাব দিতে হবে: তারেক রহমান

নির্বাচন পর্যবেক্ষণে আসছেন তিন শতাধিক আন্তর্জাতিক পর্যবেক্ষক

জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি

আমি তো ঘরের সন্তান, আবার আসবো: তারেক রহমান

বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে: মির্জা আব্বাস

রোহিঙ্গা ন্যায়বিচার ইস্যুতে কূটনৈতিক মতবিনিময়ের আয়োজন

তারেক রহমানের অপেক্ষায় বিসিক শিল্প পার্কে জনতার ঢল

ভোটের ফল দিতে দেরি হলে তা মেনে নেব না: মির্জা আব্বাস

আপনাদের ভোটের দায়িত্ব নিলে কখনো খেয়ানত করব না: ফখরুল