ই-পেপার সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

হামজা খোঁজার পাশাপাশি স্থায়ী সমাধানেও নজর উপদেষ্টার

আমার বার্তা অনলাইন:
১৯ এপ্রিল ২০২৫, ১৮:৪২

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি বাংলাদেশের হয়ে খেলেছেন। হামজা বাংলাদেশে আসার পরপরই ফুটবল তো বটেই, পুরো ক্রীড়াঙ্গনের আবহই বদলেছে। সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ সকল ফেডারেশনকে যোগ্যতাসম্পন্ন প্রবাসী ক্রীড়াবিদ চিহ্নিত করে বাংলাদেশের পক্ষে খেলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দিয়ে চিঠি প্রদান করেছে।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রবাসীদের বাংলাদেশে খেলানোর পাশাপাশি টেকসই উন্নয়নের জন্য তৃণমূল থেকে খেলোয়াড় তুলে এনে প্রশিক্ষিত করার বিকল্প দেখছেন না।

বাংলাদেশ ভলিবল ফেডারেশন স্বাধীনতা দিবস টুর্নামেন্ট আয়োজন করছে। পল্টনস্থ শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এরপর সাংবাদিকদের ক্রীড়াঙ্গন সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর দেন। প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলতে উদ্বুদ্ধকরণের উদ্যোগ গ্রহণ করলেও সেটা কোনো স্থায়ী সমাধান নয় বলে মনে মত তার।

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘ বাংলাদেশের বংশোদ্ভুত অনেকেই পৃথিবীর নানা জায়গায় ক্রীড়াঙ্গনে ভালো করছে। হামজা চৌধুরি বাংলাদেশের হয়ে খেলছে, সামিত সোম আগ্রহ প্রকাশ করেছে। এটা শুধু ফুটবল নয় আরো অনেক খেলাতেই এই সুযোগ রয়েছে। তবে এটা কোন স্থায়ী সমাধান নয়। আমাদের খেলোয়াড় তৈরি করতে হবে। প্রান্তিক পর্যায় থেকে খেলোয়াড় বাছাই করে ট্রেনিং করিয়ে প্রস্তুত করাটাই হচ্ছে স্থায়ী সমাধান। তবে আমরা অবশ্যই বাংলাদেশে বংশোদ্ভুত যারা ভালো করছেন তাদেরকে বাংলাদেশে আনার সুযোগ হাতছাড়া করতে চাই না।’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সার্চ কমিটিকে ২০ এপ্রিলের মধ্যে কাজ সম্পন্ন করার চিঠি দিয়েছিল। এর প্রেক্ষিতে সার্চ কমিটি মন্ত্রণালয়কে চিঠি দেয় তাদের কাজ সম্পন্ন করতে আরো সময় প্রয়োজন। এরপর আর মন্ত্রণালয় কিছু জানায়নি। আজ ১৯ এপ্রিল উপদষ্টো এই বিষয়ে বলেন, ‘আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব ফেডারেশন পুর্নগঠন। তবে অবশ্যই সেখানে সতর্কতা জরুরি। বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ফেডারেশনগুলোতে ছিলেন। এ কারণে যা হয়েছে যদি শুটিং ফেডারেশনের কথাই বলি, ফেডারেশনের অস্ত্র জুলাই গণঅভ্যূথানে দায়িত্বশীলদের সহায়তায় মানুষের উপর ব্যবহৃত হয়েছে। আমরা সার্চ কমিটিকে তাগাদা দিচ্ছি যেন দ্রুত হয়। এতে স্পোর্টসে প্রাণ ফিরবে। আমরা সার্চ কমিটির সঙ্গে আলোচনা করে সময় বৃদ্ধির সিদ্ধান্ত নেব।’

ফেডারেশনগুলোর পাশাপাশি স্থানীয় ক্রীড়া সংস্থাগুলোকেও জোরদার করার ভাবনা উপদেষ্টার, ‘ফেডারেশনের বাইরে জেলা-বিভাগীয় পর্যায়ে কমিটি গঠন হচ্ছে। বিগত সময়ে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ব্যক্তিরা ছিল তারা খেলাধূলা সেভাবে আয়োজন করত না। আমরা এবার স্পোর্টস সেক্টরকে অগ্রাধিকার দিয়ে সুযোগ করে দিয়েছি কমিটিতে। যাতে করে লোকালি স্পোর্টস করতে পারে। আমাদের সহযোগিতা থাকবে।’

তৃণমূলের ক্রীড়াঙ্গনকে জাগ্রত করতে তিনি ফুটবলকে গুরুত্ব দিচ্ছে, ‘জেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছি। শুধু ঢাকা শহর কেন্দ্রীক না করে আরো বেশি ভেন্যুতে করব। যাতে সারা দেশের স্পোর্টস প্রাণ ফিরুক।’

সত্তর-আশির দশকে ভলিবল ছিল খুব জনপ্রিয় খেলা। সেই ভলিবল এখন পিছিয়ে পড়েছে। জাতীয় ভলিবল দলের কমর্কান্ড নেই প্রায় বছর খানেক। সামনে আন্তর্জাতিক প্রতিযোগিতা রয়েছে। ভলিবল নিয়ে উপদেষ্টা বলেন, ‘ভলিবল ফেডারেশন সম্প্রতি পুর্নগঠন হয়েছে। তারা এই টুর্নামেন্ট আয়োজন করছে। আশা করছি সামনে স্থবিরতা থাকবে না। ’

জাতীয় ক্রীড়া পরিষদ মাত্র কয়েক বছর আগে ভলিবল ও কাবাডি স্টেডিয়াম সংস্কার করেছে। আন্তর্জাতিক খেলা আয়োজনের উদ্দেশ্যে করলেও দুই খেলার কোনোটি এখানে করা সম্ভব হয় না। ফলে কাবাডিকে ছুটতে হয় ভলিবলে আর ভলিবলকে মিরপুর ইনডোরে। জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকান্ডের এই অসঙ্গতি নিয়ে পরিষদের চেয়ারম্যানের বক্তব্য, ‘এটা যখন প্রথম করেছে ঠিক মতো করা হলে এই সমস্যা হতো না। আজ ফেডারেশনের দায়িত্বশীলদের সঙ্গে কথা হয়েছে। পরবর্তী অর্থ বছরে ইনডোরের সুবিধা বৃদ্ধি করা হবে যাতে এখানেই আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যায়।’

ফতুল্লা একটি গুরুত্বপূর্ণ ক্রীড়া ভেন্যু। নানা জটিলতায় সেখানে আন্তর্জাতিক ক্রিকেট হয় না অনেক দিন। সম্প্রতি বিসিবি এই ভেন্যু সংস্কারে উদ্যোগ নিয়েছে। এ নিয়ে ক্রীড়া উপদেষ্টা প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে দ্রুত স্টেডিয়াম খেলার উপযোগী করার আশাবাদ ব্যক্ত করেন।

আমার বার্তা/এমই

জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ২১২ রান

প্রত্যাশিত শ্রীলঙ্কা সফর হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ৬ ম্যাচ সিরিজের দ্বিতীয়

তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, সাকিবের অভিষেক

চট্টগ্রামে সিরিজ বাঁচানোর লড়াই। দলে একাধিক পরিবর্তন। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস ভাগ্যটা

বোর্ড সভাপতি হিসেবে আমার কিছু ভুল হতে পারে: ফারুক

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হিসেবে বিসিবি সভাপতির আসনে বসেন ফারুক আহমেদ। জাতীয়

বাংলাদেশের মানুষদের ধৈর্য ধরতে বললেন টাইগারদের কোচ ফিল সিমন্স

চন্ডিকা হাথুরুসিংহকে চাকুরিচ্যুত করার পর বাংলাদেশ দলের দায়িত্ব নেন ফিল সিমন্স। প্রথমে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা ডিইউজের উদ্বেগ ও প্রতিবাদ

আত্মসমর্পণের পর মুচলেখায় জামিন পেলেন বাসস এমডি

ইরেশ যাকের জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন: সংস্কৃতি উপদেষ্টা

কিশোরগঞ্জে বজ্রপাতে নারীসহ দুই কৃষকের মৃত্যু

ইউকের উদ্যোগে লন্ডনে ঈদ পুনর্মিলনী ও বৈশাখী সন্ধ্যা অনুষ্ঠিত

পুলিশ সুপার তানভীর সালেহীন সাময়িক বরখাস্ত

ভিসি-প্রোভিসিদের নিয়োগ বোর্ডে মনোনয়নে বাধা

শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: শিক্ষা উপদেষ্টা

দেশকে যে ভালোবাসে সে দেশ ছেড়ে পালাতে পারে না: শফিকুর রহমান

সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক সেই মামুন বরখাস্ত

ইশরাককে নিয়ে মতামতের অপেক্ষা করেনি নির্বাচন কমিশন: আসিফ নজরুল

জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ২১২ রান

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার আরও ২ আসামি শনাক্ত

সব প্রকল্পের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে : ডিএনসিসি প্রশাসক

কুমিল্লায় পৃথক স্থানে বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু

মুখের ফোলাভাব কমানোর উপায় জেনে নিন

নতুন মামলায় তুরিন আফরোজ ও ছাত্রলীগ নেত্রী ঊর্মি গ্রেপ্তার

হ্যাকারদের লক্ষ্য এখন অর্থ লুট : বেড়েছে মুক্তিপণ ও চাঁদাবাজি

নাসির-তামিমার মামলায় বিব্রত আদালত

ঐকমত্যে আসা সব সংস্কার বর্তমান সরকারকেই বাস্তবায়ন করতে হবে: নুর