যুক্তরাজ্যে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ইউকের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বৈশাখী সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি কমিউনিটি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে লন্ডনে বসবাসরত জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাদের পুরোনো দিনের নানা স্মৃতি ব্যক্ত করেন। পাশাপাশি প্রবাসে বসবাসরত সব বাংলাদেশিদের মধ্যে একটি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক সৃষ্টির প্রতি গুরুত্ব দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লন্ডন হাইকমিশনের প্রেসমিনিষ্টার আকবর হোসেন, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও কলামিস্ট জুবায়ের বাবু, বিবিসি বাংলার সাবেক সিনিয়র সাংবাদিক মাসুদ হাসান খান প্রমুখ।
অনুষ্ঠানের অন্যতম আয়োজক জুবায়ের বাবু বলেন, আমরা শুধু একটি পরিবার নয়, আমরা একটি প্রাইভেট ফান্ড পরিচালনা করি। যার মাধ্যমে দরিদ্র অথবা মেধাবী এমন শিক্ষার্থীদের সহযোগিতা করি। পাশাপাশি আমরা একটি হেলথ ফান্ড গঠন করছি। এই সংগঠন শিক্ষার্থীদের পড়াশোনা ও চিকিৎসা নিয়ে কাজ করবে।
আমার বার্তা/এল/এমই