ইনজুরি কাটিয়ে বাংলাদেশ সিরিজের স্কোয়াডে ফিরেছেন আয়ারল্যান্ডের দুই তারকা পেসার মার্ক অ্যাডায়ার ও জশ লিটল। এই দুজনকে নিয়ে গতকাল আইরিশ ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে। টেস্ট স্কোয়াডে নেই তারা। আসন্ন বাংলাদেশ সফরে আইরিশরা দুটি টেস্ট ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
এর আগে একটি মাত্র টেস্টের পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল আয়ারল্যান্ডের। তবে নভেম্বরে তারা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। সব ঠিক থাকলে দ্বিতীয় ম্যাচটি হবে মুশফিকুর রহিমের শততম টেস্ট। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে তিনি এই মাইলফলক গড়বেন। এর আগে ঢাকায় ১১ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ। ওয়ানডে সিরিজের বদলে একটি টেস্ট বাড়ানো হয়েছে।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আইসিসির এই মেগা টুর্নামেন্টকে সামনে রেখে আইরিশরা বাংলাদেশের সঙ্গে সিরিজটি প্রস্তুতি হিসেবে নিচ্ছে। তার আগে অ্যাডায়ার ও লিটলকে ফিরিয়ে তাদের পূর্ণ ছন্দে দেখতে চাইবে দলটি। পেস অলরাউন্ডার অ্যাডায়ার হাঁটুতে চোটের কারণে সর্বশেষ জাতীয় দলে খেলেন জুন মাসে, এ ছাড়া সাইড স্ট্রেইন চোটের ফলে লিটলকে মে মাসের পর আর জাতীয় দলে দেখা যায়নি। দুজনই আইরিশদের টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য।
যথারীতি পল স্টার্লিংয়ের নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলবে আয়ারল্যান্ড। অভিজ্ঞ ব্যাটার অ্যান্ড্রু বালবার্নি থাকবেন টেস্ট দলের অধিনায়কত্বে। তার নেতৃত্বাধীন টেস্ট স্কোয়াডে একেবারে নতুন ৫ জনকে যুক্ত করা হয়েছে। তারা হচ্ছেন– ব্যাটার ক্যাড কারমাইকেল, স্টিফেন দোহানি, অলরাউন্ডার জর্ডান নেইল, বাঁ-হাতি পেসার লিয়াম ম্যাককার্থি ও স্পিনার গ্যাভিন হোয়ে। ১১ নভেম্বর সিলেটে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে তাদের অভিষেক হতে পারে।
১৯ নভেম্বর দ্বিতীয় টেস্ট হবে ঢাকায়। পরবর্তীতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ২৭ ও ২৯ নভেম্বর চট্টগ্রামে প্রথম দুই টি-টোয়েন্টির পর তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ২ ডিসেম্বর ঢাকায়। আয়ারল্যান্ড সিরিজের আগে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। ১৮ অক্টোবর শুরু হয়ে যা চলবে ১ নভেম্বর পর্যন্ত।
আয়ারল্যান্ডের স্কোয়াড
টেস্ট : অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, ক্যাড কারমাইকেল, স্টিফেন দোহানি, গ্যাভিন হোয়ে, গ্রাহাম হিউম, ম্যাথু হাম্প্রিস, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, লিয়াম ম্যাককার্থি, পল স্টার্লিং, জর্ডান নেইল, হ্যারি টেক্টর, লরকান টাকার ও ক্রেইগ ইয়ং।
টি-টোয়েন্টি : পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, বেন কালিট্জ, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথু হাম্প্রিস, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়ং।
আমার বার্তা/জেএইচ