
আসন্ন বিপিএলে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির টিম ম্যানেজার এবং মেন্টর হওয়ার কথা ছিল হাবিবুল বাশার সুমনের। এই পদের জন্য আনুষ্ঠানিকভাবে তার নামও ঘোষণা করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে টুর্নামেন্ট শুরুর আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি।
এবারের আসরে প্রথমবারের মতো বিপিএলে অংশ নিচ্ছে ট্রায়াঙ্গেল সার্ভিসেসের মালাকানাধীন ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালস। আসরে নাম লিখিয়েই কোচিং স্টাফের দিকে নজর দেয় দলটি। সেই ধারাবাহিকতায় গত ২৭ নভেম্বর টিম ম্যানেজার এবং মেন্টর হিসেবে সাবেক বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশারের নাম ঘোষণা করে দলটি। কিন্তু ব্যক্তিগত কারণে সে দায়িত্ব প্রত্যাখ্যান করছেন বলে এবার জানিয়েছেন বাশার নিজেই।
হাবিবুল বাশার বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব নেয়ার আগে বাংলাদেশ নারী দলের নির্বাচক এবং নারী বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাশার না থাকলেও কোচিং প্যানেল মোটামুটি ঠিকঠাক চট্টগ্রামের। প্রধান কোচ হিসেবে থাকছেন মমিনুল হক। এছাড়া ব্যাটিং কোচ হিসেবে নাজমুল হোসেন মিলন এবং বোলিং কোচ হিসেবে আশরাফুল ইসলাম জিকো থাকছেন দলের সঙ্গে।
বিপিএলের পুরো আসরে পাকিস্তানি তারকাদের খেলা নিয়ে শঙ্কা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে হাই প্রোফাইল পাকিস্তানি তারকাদের প্রতি আগ্রহ না দেখালেও সরাসরি চুক্তিতে দল পেয়েছেন বেশ কয়েকজন হাইপ্রোফাইল তারকা। তবে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে দুঃসংবাদ দিয়েছে ক্রিকবাজ। পাকিস্তানের এই হাইপ্রোফাইল ক্রিকেটারদের বিপিএলের পুরো মৌসুমে পাওয়া যাবে না বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটির সময় পাকিস্তান জাতীয় দলের ব্যস্ত সূচিই এই শঙ্কার নেপথ্যে।
আমার বার্তা/এল/এমই

