ই-পেপার রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস নিয়ে শিক্ষার্থীদের ভাবনা

সাদিয়া সুলতানা রিমি:
১৯ অক্টোবর ২০২৫, ১৪:৫৯
আপডেট  : ১৯ অক্টোবর ২০২৫, ১৫:০২

আগামী ২২ অক্টোবর (মূলত ২০ অক্টোবর) রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) তার গৌরবের ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন করতে যাচ্ছে। ২০০৫ সালে পুরান ঢাকার বুকে একটি পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা পাওয়া এই প্রতিষ্ঠানটি দুই দশক পেরিয়ে পদার্পণ করছে একুশতম বছরে।এবারের বিশ্ববিদ্যালয় দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে:

​“ঐক্যবদ্ধ জবিয়ান – স্বপ্ন জয়ে অটল প্রাণ”

​এই স্লোগানটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সাহস, সংহতি ও লক্ষ্য অর্জনের দৃঢ়তাকে প্রতিফলিত করে। বিশ্ববিদ্যালয় দিবস নিয়ে শিক্ষার্থীদের ভাবনা তুলে ধরেছেন সাদিয়া সুলতানা রিমি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করছে, তখন আনন্দের এই ক্ষণে অন্তরের গভীরে কেমন যেন এক চাপা দীর্ঘশ্বাস বাজে! এই দিনটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস নয়, এ হলো এক সুদীর্ঘ সংগ্রাম, ঐতিহ্য আর অগণিত স্বপ্নভঙ্গের দুঃখ ভরা ইতিহাসের দিন।

১৮৫৮ সালে 'ব্রাহ্ম স্কুল' হিসেবে যার পথচলা শুরু, যুগের পর যুগ ধরে তা পরিচিত ছিল ঢাকার ঐতিহ্যবাহী 'জগন্নাথ কলেজ' নামে। এই শিক্ষালয় ছিল একসময় পূর্ব বাংলার জ্ঞান-পিপাসুদের তীর্থস্থান। ভাষা আন্দোলন থেকে শুরু করে ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধ, প্রতিটি বাঁকে জগন্নাথের শিক্ষার্থীদের রক্ত, ঘাম আর আত্মত্যাগ মিশে আছে। ২৪ এর গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অভ্যুত্থান টিকিয়ে রাখার ঢাল হয়ে দাঁড়িয়েছে, তাদের জীবন উৎসর্গ করেছে।

দীর্ঘ দেড় শতাব্দীর প্রাচীন এই বিদ্যাপীঠ, বহু চড়াই-উৎরাই পেরিয়ে, অসংখ্য শিক্ষার্থীর তীব্র আকাঙ্ক্ষা ও আন্দোলনের ফলস্বরূপ ২০০৫ সালের ২০ অক্টোবর পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। বিশ্ববিদ্যালয় হিসেবে পথচলা শুরুর এই দিনটি নিঃসন্দেহে এক বড় অর্জন, কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে এক গভীর দুঃখবোধ। ঐতিহ্যবাহী পুরনো ক্যাম্পাসে জায়গার তীব্র সংকুলান, শিক্ষার্থীদের আবাসন সমস্যা, আর সীমিত সম্পদের মধ্যে পথ চলার যে কঠিন সংগ্রাম, তা আজও পুরোপুরি মেটেনি। পুরান ঢাকার ইট-পাথরের মাঝে তারুণ্যের যে অফুরান শক্তি, তা যেন বারবার এসে থামে অপূর্ণতার বেদনাবহ বাস্তবতায়।

তবুও, ২০ বছরের এই স্বল্প সময়ে জগন্নাথ আজ জ্ঞান-বিজ্ঞানের এক উজ্জ্বল নক্ষত্র। শিক্ষক-শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় এই বিশ্ববিদ্যালয় আজ দেশের প্রথম সারির প্রতিষ্ঠানগুলোর অন্যতম। কিন্তু এখনো যারা ক্যাম্পাসের সীমিত পরিসরে নিজেদের ভবিষ্যৎ গড়ছে, তাদের প্রতিটি সাফল্যে যেমন গৌরব, তেমনি তাদের অপ্রাপ্তিগুলো হৃদয়ে কষ্টের সুর তোলে।

শুভ কামনা জানাই, হে প্রাণের জগন্নাথ! তোমার ২০ বছরের পথচলা আরও সুগম হোক, তোমার হারানো ঐতিহ্য ফিরে আসুক পরিপূর্ণতা নিয়ে। আজকের এই দিনে তোমার সমৃদ্ধি কামনা করি, আর প্রার্থনা করি – তোমার দুঃখের দিনগুলি ঘুচে গিয়ে যেন শুধু সোনালী সাফল্যের আলো ঝলমল করে।

আজিজুল ইসলাম নাফিজ

শিক্ষার্থী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমার স্বপ্নের ঠিকানা, যেখানে প্রথম দিন পা রাখার অনুভূতি আজও হৃদয়ে অমলিন। চারপাশে শিক্ষার্থীদের হাসি, আলোচনা আর উদ্যম আমাকে বারবার মনে করিয়ে দেয়—আমি এমন একটি পরিবারের অংশ, যেখানে সবাই একে অপরের স্বপ্নকে উৎসাহ যোগাচ্ছে। বিশ্ববিদ্যালয় দিবস আমার জন্য বিশেষ, কারণ এই দিনে আমি প্রথম বিশ্ববিদ্যালয়ে আসি ও অনুভব করি শিক্ষার প্রতি ভালোবাসা ও গর্ব।

আমি আশা করি, আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য এমন পরিবেশ তৈরি করবে যেখানে আমরা কেবল বই পড়ব না, বরং সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্বও শিখব। লাইব্রেরিতে গভীর অধ্যয়ন, বন্ধুদের সঙ্গে প্রজেক্টে কাজ—এই ছোট মুহূর্তগুলোই আমাদের স্বপ্নকে শক্তি দেয়। আমি বিশ্বাস করি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদেরকে সৃজনশীল, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলবে।জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস সুন্দরভাবে পালিত হোক এই প্রত্যাশা করি।

সায়মা আক্তার,

শিক্ষার্থী, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

আগামী ২২ অক্টোবর উদ্‌যাপিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস। কালীপূজা ও শ্যামাপূজার ছুটির কারণে ২০ অক্টোবরের পরিবর্তে এবার ২২ অক্টোবর দিবসটি পালিত হবে।২০০৫ সালের ২০ অক্টোবর যাত্রা শুরু করা ঐতিহ্যবাহী এই বিশ্ববিদ্যালয়টি ২০ বছরের পথচলা শেষে পদার্পণ করছে একুশতম বছরে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠান ও কর্মসূচি পালিত হবে। শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনা, প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালি, চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

নানা প্রতিকূলতা অতিক্রম করে ২০ বছর অতিক্রম করতে যাওয়া বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের সাফল্য ও আকাঙ্ক্ষা—দুটোই রয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা এরই মধ্যে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে কৃতিত্বের ছাপ রেখে চলেছেন। তবে তারা মনে করেন, প্রয়োজনের তুলনায় যুগোপযোগী শিক্ষা ও গবেষণার সুযোগ এখনও ভালোভাবে গড়ে ওঠেনি। এছাড়াও বিশ্ববিদ্যালয়টির হল সংকট ও নতুন ক্যাম্পাস নিয়ে অনিশ্চয়তা শিক্ষার্থীদের হতাশ করছে। তবে এ দুটো বিষয় নিয়ে কার্যকর পদক্ষেপ চলছে বলে দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের। সম্প্রতি ঘোষিত হল ভাতা ও বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচন শিক্ষার্থীদের আশান্বিত করছে।

সাফায়ত বিন নাসির

শিক্ষার্থী, গণিত বিভাগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীট জগন্নাথ বিশ্ববিদ্যালয় গৌরব ও সাফল্যের সাথে প্রতিষ্ঠার দুই দশকে পদার্পণ করলো। ২০০৫ সালের ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।তাই প্রতিবছর ২০ অক্টোবর "জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস" পালন করে আসছেন জবিয়ানরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস কে ঘিরে জবিয়ানদের আনন্দ,ভালোবাসা, আশা,প্রত্যাশার শেষ নাই। এই দিনে জবি ক্যাম্পাস ও জবিয়ানরা সেজে ওঠে নতুন রুপে,নতুন সাজে।ক্যাম্পাসে সারাদিন আনন্দঘন পরিবেশ বিরাজ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবিয়ানদের আবেগ,অনুভূতি ও ভালোবাসায় জায়গা।জবিয়ানদের কাছে জবি ভালোবাসার আরেক নাম। পুরান ঢাকার কোলাহলের মাঝে আমার একটুকরো প্রশান্তি জবি ক্যাম্পাস।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস বেশ পুরনো। এই শিক্ষাপ্রতিষ্ঠান টির যাত্রা শুরু হয় ১৮৫৮ সালে “জগন্নাথ স্কুল” হিসেবে।পরবর্তীতে এটি জগন্নাথ কলেজে রূপান্তরিত হয়ে ১৯৭৫ সালে সরকারি কলেজে পরিণত হয়। দীর্ঘ ইতিহাস ও শিক্ষাক্ষেত্রে অবদানের পর ২০০৫ সালের ২০ অক্টোবর এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সংকট ও সীমাবদ্ধতা থাকা সত্বেও জবি তার সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে। বর্তমান উচ্চ শিক্ষার জন্য তরুণদের আগ্রহের জায়গা হয়ে উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে জবিকে স্বপ্ন পূরণের আতুড়ঘর হিসেবে বেছে নেয়।

প্রাণের বিদ্যাপীট জবি সকল সংকট ও সীমাবদ্ধতা কাটিয়ে বিশ্বমানের শিক্ষা ও গবেষণায় সমৃদ্ধ হবে এমন প্রত্যাশা আমাদের। এগিয়ে যাক জবি,এগিয়ে যাক জবিয়ানরা। বিশ্বের বুকে মাথা উঁচু করে বয়ে আনুক সম্মান।

ইতু মনি

শিক্ষার্থী, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা

প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক বিশেষ দিন হলো 'বিশ্ববিদ্যালয় দিবস'। এটি কেবল একটি প্রতিষ্ঠাবার্ষিকী নয়, বরং শিক্ষা, সংস্কৃতি আর ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানানোর উৎসব। এই দিনটি মনে করিয়ে দেয় কীভাবে একটি প্রতিষ্ঠান যুগের পর যুগ ধরে জ্ঞান বিতরণ করে চলেছে, তৈরি করছে হাজারো আলোকিত মানুষ।

বিশ্ববিদ্যালয় দিবসে ক্যাম্পাস সেজে ওঠে এক নতুন রূপে। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অ্যালামনাইদের মিলনমেলায় মুখরিত হয় প্রতিষ্ঠান প্রাঙ্গণ। বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ পথচলা ও অর্জনকে তুলে ধরে।এই দিনটির প্রধান উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের অবদানকে স্মরণ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর মূল্যবোধ ও লক্ষ্যকে পৌঁছে দেওয়া। এটি শিক্ষার্থীদের মনে তাদের প্রতিষ্ঠানের প্রতি গভীর ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি করে। বিশ্ববিদ্যালয় দিবস মূলত জ্ঞানের আলোয় নিজেদের সমৃদ্ধ করার ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখার এক নতুন অঙ্গীকারের দিন।

তামান্না

শিক্ষার্থী, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

‎শিক্ষা শুধু জ্ঞানের আলো নয়, এটি জাতির অগ্রগতির মশাল। সেই আলো ছড়িয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেড় শতাধিক বছরের ইতিহাস ঐতিহ্য নিয়ে টিকে আছে দেশের বুকে। বুড়িগঙ্গা নদীর তীরে বাংলাবাজারে গড়ে ওঠা ১৬৭ বছরের পুরাতন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুধু ইতিহাস নয়, এটি আমাদের গর্ব, আমাদের প্রেরণা।

‎‎হাটিঁ হাটিঁ পা পা করে আমাদের জগাবাবু বিশ্ববিদ্যালয় হিসেবে তার ২০ বছরে পদার্পণ করলো। নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে বিশ্ববিদ্যালয় হিসেবে জায়গা করে নিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমার কাছে একটি ভালবাসা আর আবেগের নাম। বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নটা পূরণ হয়েছে জগন্নাথের মাধ্যমে। এক বছর আগে, এই দিনে, প্রিয় জবি পরম মমতায় আমাকে বরণ করে নিয়েছিল তার প্রাঙ্গনে, এবং নামের সাথে যুক্ত করে দিয়েছিল - আজ থেকে আমিও জবিয়ান। জগন্নাথের বিশ বছরের সাথে, জগন্নাথে আমার প্রবেশ করারও এক বছর পূর্ণ হলো আজ।

‎জগন্নাথ শুধু আজ আর একটি নাম নয়,জগন্নাথ এখন একটি রোল মডেল। গৌরব ও সাফল্যের সাথে প্রতিটি শিক্ষার্থীকে তাদের স্বপ্নের চূড়ায় নিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ক্রমবর্ধমান বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। দেশের প্রতিটি সেক্টরে আমরা জগন্নাথের মেধাবীদের সাফল্যের চিহ্ন দেখতে পাই। শুধু দেশ নয়, বিদেশের মাটিতেও জগন্নাথের মেধাবীরা তাদের দেশের সুনাম অর্জন করছে, বিশ্ববিদ্যালয়ের গৌরব বয়ে আনছে।

‎এই সাফল্যের ধারা অব্যাহত রেখে, ঐতিহ্যকে ধরে রেখে,প্রতিবন্ধকতা গুলোকে ধীরে ধীরে কাটিয়ে ওঠে এগিয়ে যাক প্রাণের বিশ্ববিদ্যালয়। প্রতিটি শিক্ষার্থীর আশার আলো হয়ে ঝলঝল করে উঠুক এই বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় দিবসে একটাই চাওয়া - এভাবেই হাজারো শিক্ষার্থীর স্বপ্নসারথী হয়ে এগিয়ে যাক জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

‎সুমাইয়া ইসরাত ইভা

‎শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট।

আমার বার্তা/এমই

নারী স্বাস্থ্যে সচেতনতা বাড়াতে ডিআইইউতে ব্রেস্ট ক্যান্সার সেমিনার অনুষ্ঠিত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে ইউনাইটেড মেডিকেল কলেজের উদ্যোগে একটি বিশেষ

ডিআইইউ শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিতের প্রচেষ্টা

শিক্ষার্থীরা যাতে স্বল্প খরচে ভালো ও মানসম্মত খাবার উপভোগ করতে পারে, সেই লক্ষ্যেই ঢাকা ইন্টারন্যাশনাল

সাভার বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের মামলায় একজন গ্রেপ্তার

সাভার বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মিঠুন বিশ্বাস (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯

নবনির্বাচিত প্রার্থীদের জন্য প্রস্তুত করা হচ্ছে রাকসু ভবন

দীর্ঘ ৩৫ পর অনুষ্ঠিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। এ নির্বাচনে ভূমিধস
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিআর আন্দোলন জামায়াতের সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা

বাংলাদেশ-কুয়েত শ্রম সহযোগিতাসহ বিভিন্ন খাতে শিগগির নতুন চুক্তি

চাঁদাবাজির অভিযোগ, আগামী মাস থেকে গাড়ি বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের

রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পে সৌদির সহযোগিতা কামনা: পরিবেশ উপদেষ্টা

মস্কোয় মরক্কো-রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: পরিবেশ উপদেষ্টা

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ওঠানামা ও পণ্য পরিবহনে স্থবিরতা

৩ দিন নন-সিডিউল এক্সট্রা ফ্লাইটের সব মাশুল-খরচ মওকুফ

কার্গো ভিলেজে আগুন পোশাকশিল্পের জন্য বড় ক্ষতি: বিজিএমইএ

নারী স্বাস্থ্যে সচেতনতা বাড়াতে ডিআইইউতে ব্রেস্ট ক্যান্সার সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশে ইসোয়াতিনির অনারারি কনসাল নিযুক্ত হলেন মোরশেদুল আলম

সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা

আন্দোলনরত শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে যাবেন, আশা শিক্ষা উপদেষ্টার

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ

আমদানি করা সব পণ্য আগুনে পুড়ে ধ্বংস হয়েছে: বশিরউদ্দীন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস নিয়ে শিক্ষার্থীদের ভাবনা

ডিআইইউ শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিতের প্রচেষ্টা

শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকান্ডের ঘটনায় ডিসিসিআই’র উদ্বেগ

বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকবেন না: ইসি আনোয়ারুল

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলো গণফোরাম