রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশও (বিজিবি)।
এর আগে দুপুর পৌনে ১২টার দিকে রূপনগরের শিয়ালবাড়ি এলাকার কসমিক ফার্মা নামের একটি কেমিক্যাল গোডাউন এবং পাশের পোশাক কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। কিন্তু বিকেল সোয়া ৫টা পর্যন্ত তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে প্রবেশ করতে পারছেন না। তারা নির্দিষ্ট দূরত্ব থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যুর খবর দিয়েছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি তারা।
এ ঘটনায় দগ্ম হয়ে তিনজন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তারা হলেন: মো সুরুজ (৩০), মো. মামুন (৩৫) এবং সোহেল।
ফায়ার সার্ভিসের অপারেশন ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম তাৎক্ষণিক এক ব্রিফিংয়ে বলেন, কেমিক্যাল গোডাউনে কী কী কেমিক্যাল রয়েছে তা এখনও নিশ্চিত নয়। আধুনিক টেকনোলজি দিয়ে আগুন নিউট্রালাইজ করার চেষ্টা করা হচ্ছে।
আমার বার্তা/এল/এমই