কক্সবাজারের উখিয়ায় ৪৯টি এক হাজার টাকার জালনোটসহ রাবেয়া বেগম (৪১) নামের এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কুতুপালং বাজারে জালনোট লেনদেনের সময় ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাবেয়া বেগম উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পের নুরুল হাকিমের স্ত্রী। তাকে জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার পুলিশ।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে 'জালনোট চক্রের' সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন রাবেয়া। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এক সহযোগীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে উখিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জালনোটসহ গ্রেপ্তার রোহিঙ্গা নারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আসন্ন রমজানে উখিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।
আমার বার্তা/জেএইচ