
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গেল বুধবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলো রনি বিকাশ ত্রিপুরা ও ডেটল বাবু ত্রিপুরা।
পুলিশ জানায়, গেল ২০ অক্টোবর রাতে মাটিরাঙ্গার অযোদ্ধা কালি মন্দির থেকে শ্যামা পূজা দেখে ফেরার সময় চার যুবক মিলে ভিকটিম কিশোরীকে তুলে নিয়ে দলবদ্ধ ভাবে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ভাবে পাহাড়ী সম্প্রদায়ের লোকজন বসে মীমাংসার চেষ্টাকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় ২ জনকে আটক ও ভিকটিমকে উদ্ধার করা হয়। ঘটনায় অভিযুক্ত রিমন ত্রিপুরা ও সুমন ত্রিপুরাকে গ্রেফতারে চেষ্টা চলছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিকুল ইসলাম জানান, চারজনকে আসামী করে থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ এবং ভিকটিমকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হয়েছে। মামলার অপর ২ আসামীকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
আমার বার্তা/জেএইচ

