সিরাজগঞ্জের তাড়াশে বিয়েবাড়িতে চেতনানাশক স্প্রে করে পরিবারের সবাইকে অচেতন করে চুরির ঘটনা ঘটেছে।
বিয়ে বাড়িতে চেতনানাশক স্প্রে, পরিবারের সবাইকে অচেতন করে টাকা-স্বর্ণালঙ্কার লুট।
শনিবার (১১ অক্টোবর) রাতে উপজেলার কুসুম্বি উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে ভুক্তভোগী পরিবারের প্রতিবেশীদের ধারণা ভোরে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, আব্দুস সামাদের ছেলের বৌ-ভাত অনুষ্ঠানে শেষে পরিবারের লোকজন রাতে ঘুমিয়ে পড়লে কোনো এক সময় বাড়িতে মধ্যে চেতনানাশক স্প্রে করে চোরের দল। পরিবারের সবাই অচেতন হয়ে পড়লে তারা বাড়িতে ঢুকে আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণের গহনা, কাপড়, মোবাইল ফোনসহ মালামাল চুরি করে নিয়ে যায়।
সকালে বাড়ির লোকজনের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা তাদের বাড়িতে গিয়ে ঘরে সবাইকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, একটি বিয়ে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছি। তবে চুরির বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
আমার বার্তা/এল/এমই