ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ নিয়ে কোনো বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব।
রোববার (১২ অক্টোবর) আগারগাঁওয়ে আইসিটি বিভাগে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ ও সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ফয়েজ আহমদ বলেন, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নে অংশীজনদের সঙ্গে দফায় দফায় আলোচনা করা হয়েছে। এই আইনে কর্তৃপক্ষকে অবাধ নয় বরং প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করা হয়েছে।
এই আইন নিয়ে কোনো বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধও জানিয়েছেন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী। তিনি বলেন, যৌক্তিক সমালোচনা করুন। সেটাকে স্বাগত জানাই। অহেতুক সমালোচনা করে সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না।
আমার বার্তা/জেএইচ