ঢাকার অভিজাত একটি রেস্টুরেন্টে রঙিন আয়োজনের মধ্যদিয়ে পালিত হলো জনপ্রিয় মডেল অনন্যা আফরিনের জন্মদিন।সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুরো ভেন্যুটি সাজানো হয়েছিল বেলুন, ফুল আর ঝলমলে আলোয়। শুরু থেকেই তারকাদের পদচারণায় জমে ওঠে অনুষ্ঠান। শোবিজ দুনিয়ার সহকর্মী, ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা এসে জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন।
কেক কেটে নতুন বছর শুরু করেন অনন্যা। জন্মদিনের মুহূর্তে তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বলেন, ‘ভক্তদের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি চাই সামনের দিনগুলোতে সবার কাছে ভালো কাজ উপহার দিতে। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাকে পথ দেখাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা ডিএ তায়েব, পরিচালক ইকবাল, ডান্স পরিচালক সোহাগসহ আরও অনেকে। এসময় অনন্যাকে নিয়ে স্মৃতিচারণ করেন অতিথিরা। তারা বলেন, অনন্যা শুধু একজন অভিনেত্রী নন, তিনি শোবিজ অঙ্গনের প্রাণবন্ত একজন মানুষ। তার পেশাদারিত্ব এবং কাজের প্রতি দায়বদ্ধতা অনন্যাকে আলাদা করেছে। সহকর্মীরা অনন্যার আগামীর পথচলায় শুভকামনা জানান।
শুধু অতিথিরাই নন, ভক্তদের জন্যও জন্মদিনটি ছিল বিশেষ চমক। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরাও শুভেচ্ছা জানিয়েছেন। অসংখ্য ভক্ত মন্তব্য করেন, ‘অনন্যা আমাদের অনুপ্রেরণা’, ‘শুভ জন্মদিন, আরও অনেক দূর এগিয়ে যান।
অনুষ্ঠান শেষে অনন্যা জানান, জন্মদিন মানেই তার কাছে নতুন করে পথচলা শুরু। তিনি চান ভক্তদের আরও মানসম্মত কাজ উপহার দিতে। বিজ্ঞাপন ও ফ্যাশন শোয়ের পাশাপাশি তিনি অভিনয়েও নিয়মিত হওয়ার ইঙ্গিত দেন তিনি।
অনন্যার জন্মদিনের এই জমকালো আয়োজন শোবিজ অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, বর্তমান প্রজন্মের মডেলদের মধ্যে অনন্যা অনন্য উচ্চতায় পৌঁছাতে চলেছেন। আর জন্মদিনের এই রঙিন আয়োজন যেন তার ভবিষ্যতের সাফল্যেরই এক রঙিন পূর্বাভাস।