ই-পেপার বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহত ২৮

আমার বার্তা অনলাইন:
২০ নভেম্বর ২০২৫, ০৯:৩৩

চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে নিহত হয়েছেন ২৮ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ৭৭ জন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার গাজা প্রতিনিধি হানি মাহমুদ জানিয়েছেন, গতকাল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার তিনটি লক্ষ্যবস্তুতে, গাজার প্রধান শহর গাজা সিটির পূর্বাঞ্চলীয় এলাকা শুজাইয়া এবং জয়তুনে যথাক্রমে একটি করে ভবনে আঘাত হেনেছে আইডিএফের বোমা। এতেই ঘটেছে হতাহতের ঘটনা।

আলজাজিরাকে হানি মাহমুদ বলেন, “আইডিএফের বোমার আঘাতে একটি ভবনে এক পরিবারের বাবা, মা এবং তিন সন্তানসহ পরিবারের সব সদস্য নিহত হয়েছে। গাজার ফিলিস্তিনিরা ব্যাপক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন; কারণ গাজায় এখনও যুদ্ধ পরিস্থিতি চলছে এবং আইডিএফের নিত্যদিনের সহিংসতায় ফিলিস্তিনিরা নিহত হচ্ছেন।”

এদিকে হামলার পর এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, বুধবার গাজার যেসব লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ইসরায়েলি বাহিনী, সেগুলোর সবই হামাসের লক্ষ্যবস্তু ছিল। কর্মকর্তারা আরও দাবি করেছেন, এই হামলায় যুদ্ধবিরতির লঙ্ঘন হয়নি, বরং যুদ্ধবিরতির শর্তের আওতার মধ্যেই পরিচালিত হয়েছে হামলা।

আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, “গাজার খান ইউনিস এবং গাজা সিটিতে হামাসের সঙ্গে সংশ্লিস্ট মোট ৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ভবিষ্যতেও এমন হামলা অব্যাহত থাকবে। ইসরায়েলের রাষ্ট্রের জন্য হুমকি হয়ে ওঠা যে কোনো কিছুকে ধ্বংসের জন্য প্রতিরক্ষা বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।”

আইডিএফের এক কর্মকর্তা বলেছেন, “গাজায় যুদ্ধবিরতির শর্তগুলোর একটিতে উল্লেখ ছিল যে হামাসকে নিরস্ত্রিকরণ করতে হবে। এই শর্তের ভিত্তিতেই বুধবার অভিযান পরিচালনা করা হয়েছে। তাই এতে যুদ্ধবিরতির লঙ্ঘন ঘটেনি।”

তবে ইসরায়েলি কর্মকর্তাদের দাবি প্রত্যাখ্যান করে এক বিবৃতিতে হামাস বলেছে, “আইডিএফ হামলাকে ন্যায্যতা প্রদানের জন্য খোঁড়া যুক্তি দিচ্ছে। এই হামলা স্পষ্টভাবে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। আমরা মনে করি, যুদ্ধাপরাধী নেতানিয়াহু ফের গাজায় গণহত্যা শুরু করে করতে চান এবং এ কারণেই তিনি উত্তেজনা বাড়াচ্ছেন। এর ফলাফল বিপজ্জনক হতে পারে।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনায় ইসরায়েল ও হামাস উভয়ে সম্মতি জানানের পর ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি শুরু হয় গাজায়। আলজাজিরার বিশ্লেষণ বলছে, গত ১০ অক্টোবর থেকে এ পর্যন্ত ৪০ দিনে গাজায় মোট ৩৯৩ বার যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে ইসরায়েলি বাহিনী। - সূত্র : আলজাজিরা

আমার বার্তা/এমই

গাজায় ৪০ হাজারেরও বেশি শিশুকে টিকা দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বুধবার জানিয়েছে যে, তারা সাম্প্রতিক যুদ্ধবিরতির সুযোগ গ্রহণ করে গাজার ৪০

প্রতি তিনজন নারীর একজন নির্যাতন কিংবা যৌন সহিংসতার শিকার

বিশ্বের প্রতি তিনজন নারীর একজন জীবনের কোনো না কোনো পর্যায়ে সঙ্গীর দ্বারা নির্যাতন কিংবা যৌন

দক্ষিণ কোরিয়ায় ২৬৭ আরোহী নিয়ে প্রবালপ্রাচীরে আটকে ফেরি

দক্ষিণ কোরিয়া ২৬৭ আরোহী নিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে একটি ফেরি। কুইন জেনুভিয়া-২ নামের ফেরিটি বর্তমানে

মিয়ানমারে অনলাইন প্রতারণা চক্র গ্রেপ্তার

অনলাইন জুয়া ও প্রতারণা বন্ধে মিয়ানমারের শ্বে কক্কো এলাকায় বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ৪০ হাজারেরও বেশি শিশুকে টিকা দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আখাউড়া বন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ-শুঁটকি রপ্তানি বন্ধ

জন্মদিনে স্ত্রী-কন্যার ছবি শেয়ার করে নারীদের ৫ প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের মেডিক্যালে বিশেষ বরাদ্দের ঘোষণা

আসছে না শৈত্যপ্রবাহ, নভেম্বরজুড়েই ‘এই শীত, এই গরম’

নারীদের সুরক্ষায় তারেক রহমানের ৫ প্রতিশ্রুতি

সালাহ-ওসিমেনকে হারিয়ে ৫২ বছরে প্রথমবার এমন কীর্তি গড়লেন হাকিমি

শততম টেস্টে সেঞ্চুরি করে কিংবদন্তিদের কাতারে মুশফিকুর রহিম

প্রতি তিনজন নারীর একজন নির্যাতন কিংবা যৌন সহিংসতার শিকার

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল

দক্ষিণ কোরিয়ায় ২৬৭ আরোহী নিয়ে প্রবালপ্রাচীরে আটকে ফেরি

এসএসসি-এইচএসসি উত্তীর্ণ বিএনসিসি ক্যাডেটদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহত ২৮

২০ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আয়োজন দেখে মুমিনুল ভেবেছিলেন অবসরে যাচ্ছেন মুশফিক!

বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা

ইসির কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার প্রস্তাব বিএনপির

সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিনের দুই খলিফার শত কোটি টাকার সম্পদ

ট্রাভেল এজেন্সি আইন সংশোধনের প্রস্তাবিত নতুন খসড়া বাতিলের দাবি আটাব সদস্যদের