ই-পেপার শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলন শুরু

আমার বার্তা অনলাইন:
২২ নভেম্বর ২০২৫, ১৫:৪৩
আপডেট  : ২২ নভেম্বর ২০২৫, ১৫:৪৫

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শুরু হয়েছে বার্ষিক জি-২০ শীর্ষ সম্মেলন। এবারই প্রথম আফ্রিকার কোনো দেশে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন ঘিরে জড়ো হতে শুরু করেছেন বিশ্বনেতারা। তবে শ্বেতাঙ্গ নাগরিকদের ওপর দমনপীড়নের ভিত্তিহীন অভিযোগে এই সম্মেলন বয়কট করছে যুক্তরাষ্ট্র।

আজ শনিবার (২২ নভেম্বর) শুরু হয়েছে দুইদিনব্যাপী জি-২০ সম্মেলন। বৈঠকে মোট ৪২টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা অংশ নিচ্ছে। তবে প্রতিষ্ঠাতা সদস্য হয়েও যুক্তরাষ্ট্র এতে অংশ নিচ্ছে নিচ্ছে না। দক্ষিণ আফ্রিকার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন, তিনি এই সম্মেলনে অংশ নিচ্ছেন না। বেশ কিছুদিন ধরেই তিনি দাবি করে আসছেন, দক্ষিণ আফ্রিকা সরকার শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। যদিও দক্ষিণ আফ্রিকা এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে।

যুক্তরাষ্ট্র না এলে বৈঠকে সংস্থার সভাপতির পদ হস্তান্তরের সময় প্রতীকীভাবে একটি ‘ফাঁকা চেয়ার’ রাখা হবে। তার ভাষায়, শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্র যোগাযোগ করলেও তাদের অবস্থান বদলায়নি। তবে সভাপতির পদ হস্তান্তর অনুষ্ঠানটিতে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মার্ক ডি ডিলার্ড উপস্থিত থাকতে পারেন বলে জানিয়েছে একটি সূত্র।

গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্বাগতিক দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জানান, যুক্তরাষ্ট্র শেষ মুহূর্তে একপ্রকার অংশগ্রহণের বিষয়ে একমত হওয়ার জন্য যোগাযোগ করেছিল।

কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট আক্রমণের রামাফোসাকে ‘বেশি কথা বলার’ অভিযোগ করে বলেন, মার্কিন অবস্থান পরিবর্তিত হয়নি এবং দক্ষিণ আফ্রিকার নেতার মন্তব্য ‘প্রেসিডেন্ট [ট্রাম্প] বা তার দল ভালোভাবে নেয়নি।’

যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ নিয়ে নাটকের মধ্যেই সম্মেলনের জন্য জোহানেসবার্গজুড়ে সপ্তাহজুড়ে চলে প্রস্তুতি আর সাজসজ্জা। ওআর তাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শহর পর্যন্ত পুরো রাস্তায় রঙিন ফুল, ব্যানার আর জি-২০ বিলবোর্ড দিয়ে সাজানো হয়েছে। নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে সাড়ে তিন হাজার অতিরিক্ত পুলিশ। প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীও।

এদিকে এমন জাকজমক আয়োজনের জন্য সরকারের কঠোর সমালোচনা করছে দেশটির সচেতন নাগরিকরা। ব্যয়বহুল আয়োজনের সময় দেশটি অর্থনৈতিক চাপে আছে বলে অভিযোগ তুলেছেন অনেকে। নারী অধিকার, জলবায়ু নীতি, বেকারত্বসহ নানা ইস্যুতে কয়েকটি সংগঠন বিক্ষোভের ডাক দিয়েছে ভেন্যুর কাছাকাছি এলাকায়।

জি-২০ গঠিত হয় ১৯৯৯ সালে বিশ্বের প্রধান অর্থনীতির অনানুষ্ঠানিক ফোরাম হিসেবে। ২০০৮ সালের বিশ্ব অর্থনৈতিক সংকটের পর এর প্রভাব বাড়তে থাকে। এখন এই গ্রুপ বিশ্ব জিডিপির ৮৫ শতাংশ এবং বৈশ্বিক জনসংখ্যার দুই-তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে।

আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত এই ফোরামে ২০২৩ সাল থেকে যুক্ত হয়েছে আফ্রিকান ইউনিয়নও। ২০২৪ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা জি-২০ প্রেসিডেন্সি পায় এবং ২০২৫ সালের ৩০ নভেম্বর তা আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে।

এবারের আসরে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ উপস্থিত থাকছেন।

যোগ দেবেন আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মাহামুদ আলি ইউসুফ, ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

ট্রাম্পের বয়কটই অবশ্য আলোচনার সবচেয়ে বড় বিষয়। দক্ষিণ আফ্রিকার ভূমি আইন নিয়ে আপত্তি তুলে তিনি দাবি করছেন, দেশটিতে শ্বেতাঙ্গদের প্রতি ‘বৈষম্য’ ও ‘গণহত্যা’ চলছে। এসব অভিযোগ দক্ষিণ আফ্রিকা সরাসরি অস্বীকার করে বলছে, ‘এটা যুক্তরাষ্ট্রেরই ক্ষতি।’

ফেব্রুয়ারিতে ট্রাম্প দেশটির বৈদেশিক সহায়তা কমিয়ে দেন। পরে আবার ঘোষণা দেন, মানবাধিকার লঙ্ঘন বন্ধ না হলে মার্কিন কোনও কর্মকর্তা জি-২০ তে অংশ নেবেন না।

এদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শাইনবামও আসছেন না। তারা প্রতিনিধিদল পাঠাচ্ছেন।

এবার আফ্রিকা গ্লোবাল সাউথের ইস্যুগুলো সামনে আনতে চায়-বৈশ্বিক বৈষম্য কমানো, জলবায়ু বিপর্যয় মোকাবিলা, দারিদ্র্যপীড়িত দেশগুলোর ঋণসহায়তা, উন্নয়ন অর্থায়ন বৃদ্ধি এবং আফ্রিকার গুরুত্বপূর্ণ খনিজসম্পদ নিয়ে বড় শক্তিগুলোর চাপ সামাল দেওয়া।

সম্মেলন শুরুর আগের দিন থেকেই বিক্ষোভ চলছে। নারী অধিকার সংগঠন উইমেন ফর চেঞ্জ ‘ন্যাশনাল শাটডাউন’ কর্মসূচি দেয়। দেশে প্রতিদিন গড়ে তিন নারী সঙ্গীর হাতে নিহত হন—এই পরিসংখ্যান সামনে এনে কালো পোশাকে প্রতীকী প্রতিবাদে ডাকে সংগঠনটি।

জলবায়ু আন্দোলনের গ্রুপ ‘দ্য সিটিজেন’ বলছে, জি-২০ হলো ‘ধনীদের সম্মেলন’। আবার শ্বেতাঙ্গ আফ্রিকানার সংগঠন সলিডারিটি বর্ণবৈষম্যের অভিযোগ তুলে শহরময় উত্তেজনাপূর্ণ বিলবোর্ড লাগিয়েছে। অভিবাসীবিরোধী সংগঠন অপারেশন দুদুলাও বিক্ষোভ করেছে বেকারত্ব ও দারিদ্র্য নিয়ে।

আমার বার্তা/এল/এমই

ইউক্রেনে শান্তির ভিত্তি হতে পারে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা: পুতিন

ইউক্রেনে যুদ্ধের অবসানের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন যে শান্তি পরিকল্পনা পেশ করেছে,

চাপের মুখে রাশিয়ার তেল আমদানি বন্ধ করলো ভারতের রিলায়েন্স

বিলিয়নিয়ার মুকেশ আম্বানির মালিকানাধীন ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অবশেষে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল আমদানি

বাংলাদেশে গেলেই মৃত্যুদণ্ড কার্যকর হবে হাসিনার: সিএনএন

২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে সংঘটিত গণ-অভ্যুত্থানের পর দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া

নাইজেরিয়ায় আবারও স্কুলে হামলা

নাইজেরিয়ায় একই সপ্তাহে দ্বিতীয়বারের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। দেশটির একটি ক্যাথলিক স্কুল থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই দিনে নির্বাচন ও গণভোট করা ইসির জন্য চ্যালেঞ্জ: সিইসি

ধর্মব্যবসায়ীদের কাছে দেশ ও জনগণ নিরাপদ নয়: আব্দুস সালাম

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৯৩ জন

আগামী ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

উৎসবমুখর আয়োজনে ৪৭তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

দেড় দশকের উন্নয়ন বয়ানে লাভবান রাজনীতিবিদ-ব্যবসায়ী ও আমলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে সাবেক দুই চ্যাম্পিয়নের গ্রুপে পড়তে পারে বাংলাদেশ

হেড ঝড়ে দুই দিনেই জিতল অস্ট্রেলিয়া

এলবিয়ন গ্রুপের রাজস্ব ফাঁকি, নিন্মমানের ঔষধ ও প্রতারণার অভিযোগে মামলা

লঘুচাপ ও বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে: জামায়াত আমির

নিষ্ক্রিয় করিডোর নয় আত্মবিশ্বাসী পথেই এগোতে চায় বাংলাদেশ

ইটভাটা সচল রাখার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

দিনাজপুরে মিনিবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ জন

রাজধানীর বিজয়নগরে বহুতল বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলন শুরু

ভুটা‌নের প্রধানমন্ত্রীর স‌ঙ্গে পররাষ্ট্র উপ‌দেষ্টার সাক্ষাৎ

আধুনিক শিক্ষার সাথে দ্বীনি শিক্ষার সমন্বয়ে ঘটবে সমাজ পরিবর্তন

বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভুটানের প্রথম ট্রানজিট ট্রায়াল রান শুরু