
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দাবি আদায়ের পথে অনেক দেশি-বিদেশি ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্যে করে বলেন, আপনি ঐকমত্য কমিশনের প্রধান, সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দায়িত্ব আপনার। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ এখুনি জারি করুন।
বৃহস্পতিবার (০৬ নভেম্বর) জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, চলতি মাসে গণভোটসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮ দল প্রধান উপদেষ্টার নিকট স্মারক লিপি দেবে আজ। এরইমধ্যে শাপলা চত্বরে জড়ো হতে শুরু করেছেন দলগুলোর নেতাকর্মীরা। এর আগে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আপনি (প্রধান উপদেষ্টা) মর্যাদাশীল মানুষ। জুলাই সনদ বাস্তবায়ন করে আপনি আপনার সম্মান অক্ষুণ্ণ রাখুন। খেলায় আপনি রেফারির দায়িত্ব পালন করুন। নতুন নতুন দল আমাদের সাথে যোগ দেয়ার অঙ্গীকার করেছে।
জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, নির্বাচন ও গণভোট একই দিনে দিলে জুলাই সনদের বিষয়টি হালকা করে দেয়া হবে। জুলাই সনদের অবমাননা এ জাতি কখনই মেনে নেবে না।
চলতি মাসের মধ্যে গণভোট দিতে হবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।
বুলবুল আরও বলেন, উচ্চকক্ষে পিআর রেখেছেন আপনাদের অভিনন্দন, তবে সেটি নিয়েও অনেক টালবাহানা চলছে। কোনো রাজনৈতিক দলের চাপে জুলাই সনদের কোনো একটি বিষয়ও যদি পরিবর্তন করেন, তবে আপনারা আপনাদের নিরপেক্ষতা হারাবেন।
আমার বার্তা/এল/এমই

