সালাম মাহমুদ : বরেণ্য শিশু সাহিত্যিক, মিডিয়া ব্যক্তিত্ব, চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও পান সুপারির সিইও কনা রেজার সাথে মঙ্গলবার অস্ট্রেলিয়ার সিডনিতে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন ট্রাব অস্ট্রেলিয়া শাখা সভাপতি, ভয়েস অব সিডনি সম্পাদক প্রকৌশলী অর্ক হাসান, ট্রাব অস্ট্রেলিয়া শাখার সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ নেতৃবৃন্দ। এসময় প্রবাসে সাংবাদিকার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বরেণ্য সাংবাদিক ও চলচ্চিত্রকার ফজলুল হকের জীবন ও কর্ম নিয়ে ইংরেজি সহ বিভিন্ন ভাষায় বই লেখার ব্যাপারে আলোচনা হয়।
সারা পৃথিবীর গবেষক, চিন্তক ও সাংবাদিকদের নিয়ে ফজলুল হক রিসার্চ সেন্টার কেন্দ্রীয়ভাবে ও বিভিন্ন দেশে এর শাখার মাধ্যমে গবেষণা কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত হয়। ট্রাব অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দ অস্ট্রেলিয়াতে বরেণ্য সাংবাদিক ও চলচ্চিত্রকার ফজলুল হকের জীবনী আলোচনা ও আসন্ন মৃত্যুবার্ষিকী শ্রদ্ধার সাথে পালনের বিষয়ে আলোকপাত করেন।
ট্রাব অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি পিএইচডি গবেষক প্রার্থী শাকিল শিকদার ও সাংগঠনিক সম্পাদক ডায়াসপোরা শিশু বিষয়ক সাংবাদিকতার পথিকৃৎ কে এম ধ্রব।
সফররত প্রতিনিধিদলে ছিলেন বরেণ্য টিভি উপস্থাপিকা এবং বাংলাদেশের প্রথম এটর্নি জেনারেল ও অন্যতম সংবিধান প্রণেতা ফকির শাহাবুদ্দিন কন্যা তাহমিনা শাহাবুদ্দিন ছন্দা, খ্যাতিমান নেফ্রলজি বিশেষজ্ঞ ডা. শফিকুর রহমান, জন্মভূমি টিভি অস্ট্রেলিয়ার চেয়ারম্যান রেজা আরেফিন প্রমুখ। নেতৃবৃন্দ ফরিদুর রেজা সাগর ও কনা রেজাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
আমার বার্তা/এল/এমই