ই-পেপার রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

ব্রাজিলিয়ান ডিফেন্ডারের বিরুদ্ধে এক নারীকে গুমের হুমকির অভিযোগ

আমার বার্তা অনলাইন:
৩১ আগস্ট ২০২৫, ১০:৪১
আপডেট  : ৩১ আগস্ট ২০২৫, ১০:৪৬

ব্রাজিলের ফুটবলার ডেভিড লুইজের বিরুদ্ধে এক নারীকে গুমের হুমকির অভিযোগ উঠেছে। এ বিষয়ে অভিযোগ করার পর আদালত অভিযোগকারী নারীর জন্য সুরক্ষা আদেশ দিয়েছেন, যাতে লুইজ তাঁর আশপাশে না যেতে পারেন।

৩৮ বছর বয়সী লুইজ চলতি মাসের শুরুতে সাইপ্রাসের ক্লাব পাফোস এফসিতে নাম লিখিয়েছেন। এর আগে ব্রাজিলিয়ান ক্লাব ফোর্তালেজায় ছিলেন তিনি। ওই নারীর অভিযোগ, ফোর্তালেজায় থাকতে লুইজের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। ওই সময়ই ইনস্টাগ্রামে হুমকি দেন লুইজ।

ব্রাজিলের সংবাদমাধ্যম জিওয়ান জানিয়েছে, ফুটবলার লুইজের বিরুদ্ধে অভিযোগ আনা নারীর নাম ফ্রান্সিসকা ক্যারোলাইন বারবারোসা। তিনি একজন সমাজকর্মী, থাকেন সেয়ারা প্রদেশের সেনাদর পম্পেউ শহরে। তাঁর একটি ছেলে আছে।

বারবারোসা ২৫ আগস্ট পুলিশের কাছে অভিযোগে জানান, ফোর্তালেজায় খেলার সময় লুইজের সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এ সময় তিনি খেলোয়াড়টির কাছ থেকে হুমকি পেয়েছেন। পুলিশের অভিযোগের পরদিন আদালতে নিজের সুরক্ষা চেয়ে আবেদন করেন বারবারোসা। বুধবার সিয়ারার কোর্ট অব জাস্টিস রিস্ট্রেইনিং আদেশ দেন, যাতে লুইসের কাছ থেকে বারবারোসার সুরক্ষা নিশ্চিতে পদক্ষেপ নিতে বলা হয় স্থানীয় কর্তৃপক্ষকে।

শুক্রবার জিওয়ানের পক্ষ থেকে ভুক্তভোগী নারীর আইনজীবী ফ্যাবিয়ানো টাভোরার সঙ্গে যোগাযোগ করা হয়। টাভোরা জানান, বারবারেরাসা ফুটবলার লুইজের খরচে ফোর্তালেজায় এসেছিলেন। তাঁরা ইনস্টাগ্রামে কথাবার্তা বলতেন, হুমকিও সেখানেই দেওয়া হয়েছে। ব্রাজিলের আরেক সংবাদমাধ্যম সিএনএন ব্রাজিল জানায়, তারা লুইজের হুমকি–বার্তার ছবি পেয়েছে।

একটি বার্তায় ব্রাজিলিয়ান ডিফেন্ডার লিখেছেন, ‘তুমি জানো আমার কাছে টাকা আর ক্ষমতা আছে। তাই চালাকি করার চেষ্টা কোরো না। এটা দুঃখজনক হবে যদি তোমার ছেলেকে তোমার কাজের পরিণতি ভোগ করতে হয়।’ আরেকটি বার্তায় লুইজ হুমকি দিয়ে লিখেছেন, ‘আমি চাইলে তোমাকে সহজেই গায়েব করতে পারি। আমার লোক আছে, যে জানে এই মুহূর্তে তুমি কোথায় আছ। আর আমার কিছুই হবে না। তাই এগুলো মুছে দাও।’

আইনজীবী টাভোরা জানান, বারবারোসা লুইসের বার্তাগুলোর পর তার মনে হয়েছিল তাঁর সঙ্গে এলিজা সামুদিওর মতো ঘটনা ঘটতে পারে। ২০১০ সালে গোলরক্ষক ব্রুনো ফার্নান্দেস ডি সুজার হাতে অপহরণের পর খুন হয়েছিলেন সামুদিও। আইনজীবী বলেন, ‘বিষয়টির গুরুত্বের কারণে সুরক্ষা আদেশ খুব দ্রুত জারি করা হয়েছে। তিনি (লুইস) যেভাবে লিখেছিলেন, তাতে হুমকির সুর খুব স্পষ্ট ছিল।’

এ বিষয়ে সাবেক চেলসি ডিফেন্ডারের জনসংযোগ দপ্তর থেকে একটি বিবৃতিতে বলা হয়, ‘যেহেতু এটি একটি বিচারিক গোপনীয়তার অধীনে থাকা মামলা, তাই খেলোয়াড় জনপরিসরে কোনো মন্তব্য করবেন না। লুইজ সত্যের প্রতি তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং বিশ্বাস করেন যে উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা ঘটনাগুলো তদন্ত এবং স্পষ্ট করা হবে।’

আমার বার্তা/এল/এমই

৫ বছরে বিসিসিআইয়ের বিভিন্ন খাতের আয়

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট সংস্থা। প্রতি বছরই তাদের আয় বাড়ছে। বিশ্ব

বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠন

জাতীয় নির্বাচনের ডামাডোলে কিছুটা আড়ালেই পড়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। কদিন আগে গুঞ্জন

ইয়েমেনের নাটকীয় জয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ কখনো মূল পর্বে খেলেনি। এবার বাছাইয়ের গণ্ডি পেরিয়ে চূড়ান্ত আসরে খেলার

আফ্রিকা থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করল মরক্কো

চলছে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব। টুর্নামেন্টের আর ১ বছরও বাকি নেই। অথচ গতকাল পর্যন্ত আফ্রিকা থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ হতাহত ২১

কুড়িগ্রামে সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নওগাঁয় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বগুড়ায় ফিলিং স্টেশনে ম্যানেজারকে গলা কেটে হত্যা

প্রাথমিকে ছুটি কমানোর পরিকল্পনা হচ্ছে: প্রাথমিক উপদেষ্টা

দেশের ১৫০ উপজেলায় স্কুলে মিড ডে মিল চালু হচ্ছে অক্টোবরে: গণশিক্ষা উপদেষ্টা

প্রখ্যাত বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর আর নেই

প্রথম ঘণ্টায় পুঁজিবাজারে ৪৫০ কোটি টাকা লেনদেন

হঠাৎ দাঁড়িয়ে যাওয়া ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ২

ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে

সুন্দরবন ও খুলনায় কোস্ট গার্ডের অভিযানে ৬ জন আটক

ট্রাব অস্ট্রেলিয়া শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত

আন্তর্জাতিক সেল গঠন করেছে এনসিপি

৫ বছরে বিসিসিআইয়ের বিভিন্ন খাতের আয়

টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবন ও গাড়ি ভাঙচুর

ট্রাম্পকে বিদায় করার দাবিতে উত্তাল ওয়াশিংটন ডিসি

অফডকের শুল্কে জটিলতা নিরসনে উদ্যোগ নিচ্ছে চট্টগ্রাম বন্দর

গাজা সিটিতে একের পর এক ভবন গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

৭ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা