ই-পেপার সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

এমবাপের গোলে ফ্রান্স ও কিমিচের জোড়ায় জার্মানির বড় জয়

আমার বার্তা অনলাইন
১১ অক্টোবর ২০২৫, ১১:১৮

উয়েফার (ইউরোপ) অধীন দেশগুলো পুরোদমে বিশ্বকাপ বাছাইপর্বে নেমেছে। একইদিন পৃথক ম্যাচে বড় জয় পেয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও জার্মানি। দুই দলই নিজেদের ম্যাচে একপেশে দাপট দেখিয়েছে। আজারবাইজানের বিপক্ষে কিলিয়ান এমবাপের ফ্রান্স ৩-০ এবং জশুয়া কিমিচের জোড়া গোলে জার্মানি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লুক্সেমাবার্গকে।

ফ্রান্স ৩ : ০ আজারবাইজান

গতকাল (শুক্রবার) দিবাগত রাতে ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে আজারবাইজানকে আতিথ্য দেয় ফরাসিরা। যেখানে তাদের আক্রমণের তোড়ে সফরকারীরা দাঁড়াতেই পারেনি। অবশ্য এ নিয়ে তিনবার মুখোমুখি হওয়ার পর প্রতিবারই তিক্ত স্বাদ পেয়েছে আজারবাইজান। এবারের দেখায় ফ্রান্স ৭৬ শতাংশের বেশি পজেশন রেখে মোট ৩৩টি শট নেয়। যার ৯টি ছিল গোলের লক্ষ্যে। বিপরীতে গোলের জন্য মাত্র একটি শট নিতে পারে আজাররা, যদিও তা লক্ষ্যে ছিল না।

অবশ্য র‌্যাঙ্কিংয়েই দুই দলের ব্যবধানটা ছিল স্পষ্ট। দুইয়ে থাকা ফরাসিদের প্রতিপক্ষ আজারবাইজানের অবস্থান ১২৪–এ। প্রতিপক্ষের ভুলে শুরুতেই বল পেয়ে শট নেন এমবাপে। তবে তার শট গোলবার ঘেঁষে যায়। এভাবে একের পর এক আক্রমণের ধারা ধরে রাখে ফ্রান্স। তবে খালি হাতে ফিরছিল প্রথমার্ধ থেকে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডেডলক ভেঙে দারুণ এক গোল করেন ফরাসি অধিনায়ক। একক নৈপুণ্যে অনেকটা দূর কাটিয়ে বক্সে ঢুকে মাটি কামড়ানো শটে তিনি গোল করেন। এ নিয়ে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১০ ম্যাচে গোল করলেন এমবাপে এবং জাতীয় দলে তার মোট গোল ৫৬। একটি বেশি নিয়ে সামনে আছেন কেবল অলিভিয়ের জিরু।

বিরতির পর আরও চাপ বাড়ায় ফ্রান্স। মিনিট পাঁচেক পরই খানিক দূর এগিয়ে হুগো একিতিকের নেওয়া শট পোস্টে লেগে ফেরে। শট নিয়ে আজারবাইজান রক্ষণ ও গোলরক্ষকের পরাস্ত হয়েছেন এমবাপে ও কিফহেন থুরাম। ৬৯ মিনিটে ফরাসিদের লিড দ্বিগুণ করেন আন্দ্রে র‌্যাবিওট। জটলার মধ্যে হেডে তিনি গোলটি করেন। অস্বস্তি নিয়ে ৮৩তম মিনিটে মাঠ ছাড়েন এমবাপে। তার বদলি নেমে পরের মিনিটেই ফ্লোরিয়ান থাউভিন স্কোরশিটে নাম তোলেন। ক্রসে পাওয়া বলে নিয়ন্ত্রণে নিয়ে লাফিয়ে বাঁ পায়ে জোরালো শট নেন তিনি। তাতেই ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় ফ্রান্সের। ৩ ম্যাচের সবকটিতে জিতে তারা বাছাইয়ের গ্রুপ ‘ডি’র পয়েন্ট টেবিলের শীর্ষে।

জার্মানি ৪ : ০ লুক্সেমাবার্গ

একইদিন নিজেদের মাঠ প্রিজিরো অ্যারেনায় লুক্সেমবার্গকে পাত্তাই দেয়নি জার্মানি। গোলের শুরুটা হয় ডেভিড রাইমের ফ্রি-কিকে করা চমৎকার এক গোলে। ১২ মিনিটে তার করা গোলের ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি লুক্সেমাবার্গ। উল্টো ২০ মিনিটে লাল কার্ড দেখে তাদের ডিফেন্ডার ডির্ক কার্লসন মাঠ ছাড়ায় প্রায় পুরো সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছে। যার সুবিধা পুরোপুরি নিয়েছে জুলিয়ান নাগালসম্যানের শিষ্যরা। ৮৫ শতাংশ পজেশন এবং ৩১টি শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখতে পারে জার্মানি। সফরকারীরা স্রেফ একটি শট নিয়েছে।

লাল কার্ড দেখা ছাড়াও ২০ মিনিটে লুক্সেমবার্গের বিপক্ষে পেনাল্টি পায় জার্মানি। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার জশুয়া কিমিচ। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে স্কোরলাইন ৩-০ করেন সার্জিও গ্যানাব্রি। বল হারিয়ে ফেলার পর প্রতিপক্ষের কাছ থেকে ফিরতি বল পেয়ে তিনি জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেছেন। এর দুই মিনিট পর গোলমুখে টোকায় নিজের দ্বিতীয় গোলটি করেন বায়ার্ন তারকা কিমিচ। এরপর সুযোগ তৈরি হলেও আর গোল হয়নি। ৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে গেল জার্মানি।

আমার বার্তা/জেএইচ

হালান্ডের রেকর্ডময় হ্যাটট্রিকে উড়ে গেল ইসরায়েল

অনিচ্ছা সত্ত্বেও বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইসরায়েলের বিপক্ষে খেলতে নামার কথা আগেই জানিয়েছিল নরওয়ে ফুটবল ফেডারেশন।

১০৯ রানেই অলআউট বাংলাদেশ, দাপুটে সিরিজ জয় আফগানদের

টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। ফরম্যাট বদলের সঙ্গে বদলে গেছে দলের পারফরম্যান্সও। প্রথম ওয়ানডেতে

বাঁচামরার ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তবে ফরম্যাট বদলের সঙ্গে বদলে গেছে দলের পারফরম্যান্সও। প্রথম

হামজাকে অধিনায়ক ও দলে মনোবিদ নিয়োগের পরামর্শ আমিনুলের

ক্রিকেটের মতো ফুটবলে অধিনায়কের ভূমিকা তেমন নেই। এরপরও দলকে মাঠে চাঙা রাখা ও সামনে থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীর লংগদু জোনের নেতৃত্বে ৩০ লক্ষ টাকার অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

রাস্তায় ফেলে শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র নয়: হাসনাত

রাবি ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলার সব আসামি বেকসুর খালাস

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩ জন

টোল আদায়ে অনিয়ম, হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আফগানিস্তানের ২০০ জনের বেশি সৈন্য ও যোদ্ধা নিহত

অস্ট্রেলিয়ায় ট্রাব নেতৃবৃন্দের সঙ্গে স্বরাষ্ট্র ও ইমিগ্রেশন মন্ত্রী টনি বার্কের মতবিনিময়

দানবীয় সরকারের পতনে চব্বিশের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল

সোমবার থেকে সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে মালদ্বীপে নিযুক্ত হাইকমিশনারের সৌজন্যে সাক্ষাৎ

চাপিয়ে দেয়া কোনো কিছু জনগণ মেনে নেবে না: ফখরুল

মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে পা হারালেন শ্রমিক

মিশরে ‘মর্মান্তিক দুর্ঘটনায়’ কাতারের ৩ কূটনীতিক নিহত

বিয়ে বাড়িতে পরিবারের সবাইকে অচেতন করে টাকা-স্বর্ণালঙ্কার লুট

বিজিবির অভিযানে সেপ্টেম্বরে ১৭১ কোটি টাকার পণ্যসামগ্রী উদ্ধার

একাত্তর ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে কিছু মানুষ: মির্জা ফখরুল

ইলিশ সংরক্ষণে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড

নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেওয়া হবে

রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৯৪ বিলিয়ন ডলার

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান আহমদ তৈয়্যবের