বান্দরবানে দুপক্ষের গোলাগুলিতে উনু মং রয়েল (৩৮) নামের জনসংহতি সমিতির (জেএসএস) এক সদস্য নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২টায় রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের মারমা পাড়া পাহাড়ে এ ঘটনা ঘটে।
নিহত উনু মং রয়েল উপজেলার তালুকদার পাড়ার গংজক মারমার ছেলে। এলাকাবাসী জানায়, উপজেলার তারাছা ইউনিয়নের নোয়াপাড়া মারমা পাড়ার পাহাড়ে দুই পাহাড়ি সশস্ত্র গ্রæপের মধ্যে গোলাগুলি হয়। এতে উনু মং রয়েল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক পাল জানান, উনু মং রয়েল জনসংহতি সমিতির (জেএসএস) সক্রিয় সদস্য। দুই গ্রæপের দ্ব›েদ্বর কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।