কুমিল্লা-১ (দাউদকান্দি) আসনের পৌর এলাকার বেগম আমেনা সুলতানা সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে নৌকার দুই সমর্থককে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর লোকজন কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন— দাউদকান্দি পৌরসভার সাহাপাড়া এলাকার পিপলু সাহা (৪৫) ও রঞ্জন সাহা (৩৫)। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এদের মধ্যে আহত পিপলু সাহাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এছাড়া স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কেন্দ্রগুলোতে আতঙ্ক ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করা হয়। এসব অভিযোগ করেন নৌকার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মো. আবদুল মান্নান।
তিনি সাংবাদিকদের বলেন, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসানের (ঈগল) মার্কার লোকজন ওই ভোট কেন্দ্রে গিয়ে সংখ্যালঘু বলে গালমন্দ করে নৌকার সমর্থক পিপলু সাহা ও রঞ্জন সাহা নামে দুই ভোটারকে কুপিয়ে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করে। এদের মধ্যে পিপলু সাহাকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ে।
এ ঘটনার পর ভোটাররা আতঙ্কে ভোট কেন্দ্র থেকে চলে যান। এতে কেন্দ্রটি ভোটার শূন্য হয়ে পড়ে। উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই কেন্দ্রে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ভোটের পরিবেশ স্বাভাবিক হয়।
আমার বার্তা/এমই