বান্দরবানের রুমা উপজেলায় যৌথবাহিনীর অভিযানের সময় পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফের এক সদস্য নিহত হয়েছেন।
বুধবার (২৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল করিম।
তিনি বলেন, ‘সকালে বাকলাই এলাকা থেকে আমরা একজনের মরদেহ উদ্ধার করেছি। নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতের বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে হবে।’
তিনি আরও বলেন, ‘বাকলাই রুমা উপজেলার বেশ প্রত্যন্ত অঞ্চল। এলাকাটিতে থানচি উপজেলা থেকে যোগাযোগ করা সহজ।’
এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, বান্দরবানের থানচিতে যৌথবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্য নিহত হয়েছেন। সকালে থানচি উপজেলার সিমলায় পাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন যৌথবাহিনীর সদস্যরা।
আমার বার্তা/এমই